কাস্টিং আউট কি | কাস্টিং আউটের সুত্র
কাস্টিং আউট কি?
রিড কাউন্ট (যেমন ৪০ নম্বর) বেশি হলে শানার সহিত হিল্ড এর সমসুত্র রাখার জন্য একটি নির্দিষ্ট নিয়মে heald eye বাদ দিতে হয়। এইরুপ ব (eye) বাদ দিয়ে শানার সহিত হিল্ড এর সমসূত্র রাখাকে skipping or dropping or casting out বলে।হিল্ড ফ্রেম |
কাস্টিং আউটের সুত্র?
জুট মিলে casting out বা fileying order নিম্নের সুত্রের সাহায্যে নির্ণয় করা হয়।ঝাঁপের পোর্টার/ঝাঁপের পোর্টার-কাপড়ের পোর্টার
= ফাইলিং অর্ডার অর্থাৎ প্রতি ঝাঁপের কোন heddle টি খালি রাখতে হবে।