বিল অব লেডিং কি | বিল অব লেডিং এর শর্ত

বিল অফ লেডিং মিনিং?

বিল অব লেডিং মিনিং হল লেনদেনের বিল বা জিনিসপত্রের বিল।

বিল অব লেডিং কি?

বিল অব লেডিং হচ্ছে একটি ট্রান্সপোর্ট ডকুমেন্ট। যা সমুদ্রপথে জাহাজযোগে মাল পাঠানোর সময় শিপিং লাইন থেকে যে ডকুমেন্ট দেয়া হয় সেটা বি.এল বা বিল অব লেডিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। 

বিল অব লেডিং এ কি কি বিষয় উল্লেখ থাকে?

বিল অব লেডিং এ যে সমস্ত বিষয়ের উল্লেখ থাকে সেগুলো নিম্নরূপঃ
  • শিপারের নাম 
  • কনসাইনি নাম
  • নোটিফাই পার্টির নাম ঠিকানা 
  • বি এল নাম্বার এবং তারিখ 
  • মালের ইনভয়েস নাম্বার 
  • মালের এল.সি নাম্বার 
  • মালের ডিসক্রিপশন 
  • মালের শিপমেন্ট পোর্ট এবং ডিসচার্জ পোর্টের নাম 
  • মাল বহনকারী জাহাজের নাম
  • শিপমেন্ট তারিখ 
  • জাহাজ ভাড়া প্রি-পেইড অথবা কালেক্ট ইত্যাদি বর্ণনা।

বিল অব লেডিং এর ব্যবহার?

আমদানিকারক বিল অব লেডিং দেখে নিশ্চিত হয় যে মালামাল জাহাজে লোড করা হয়েছে কি না। এটি এক প্রকার কার্গো চালান যা বীমা এবং কমার্শিয়াল কাজের প্রমাণপত্র হিসেবে কাজ করে। জাহাজীকরণের সময় মালামাল অবিকৃত ছিল কি না তা বিল অব লেডিং এর মাধ্যমে আমদানিকারক এবং ব্যাংক জানতে পারে।

বিল অব লেডিং
বিল অব লেডিং

বিল অব লেডিং হল পণ্য পরিবহণের একটি চুক্তি। বিল অব লেডিং মোতাবেক পণ্য নির্দিষ্ট গন্তব্যে পৌছায়। বিল অব লেডিং পণ্যের মালিকানাস্বত্তের নিশ্চয়তা বিধান করে থাকে।বিল অব লেডিং এ কনসাইনির নাম দেখে জানা যায় পণ্যের মালিক আসলে কে হবেন।

বিল অব লেডিং এর শর্ত?

একটি বিল অব লেডিং এ সাধারণত এলসি’র শর্তাবলীর সাথে সঙ্গতিপূর্ণভাবে পণ্য উত্তোলন বন্দর, পণ্য খালাস বন্দর, রপ্তানিকারক ও ক্রেতার নাম, নােটিফাইং পার্টির নাম এবং ঠিকানার উল্লেখ থাকবে।
  • নাম ঠিকানা
  • বিএল নং এবং পারচেজ নং
  • বিশেষ নির্দেশনা
  • তারিখ 
  • ঝুঁকিপূর্ণ পণ্য
  • লোডিং পোর্ট
  • ভেসেল 
  • মালের বিবরণ
  • প্যাকেজিং

নাম ঠিকানা

পণ্য প্রেরক এবং প্রাপকের পূর্ণ নাম ঠিকানা থাকে।

বিএল নং এবং পারচেজ নং

বিএল নং ও পারচেজ অর্ডার নং ও বিশেষ রেফারেন্স নং থাকবে।

বিশেষ নির্দেশনা

মাল বন্দরে পৌছালে ঠিক কাকে জানাতে হবে এ ধরণের নির্দেশনা থাকতে পারে।


তারিখ

বিল অব লেডিং ইস্যুর তারিখ এবং মাল জাহাজীকরণের তারিখ উল্লেখ থাকবে।

ঝুঁকিপূর্ণ পণ্য

পণ্যে তেজস্ক্রিয় কিংবা অন্য কোন ঝুঁকি থাকলে তা উল্লেখ থাকবে।

লোডিং পোর্ট

 যে পোর্টে পণ্য লোড করা হয়েছে তার নাম দেওয়া থাকবে।

ভেসেল

জাহাজের নাম এবং শিপিং লাইন্স এর নাম দেওয়া থাকবে।

মালের বিবরণ

পণ্যের সংখ্যা, আকার, আয়তন ও ওজন ইত্যাদি থাকবে।

প্যাকেজিং

পণ্য কার্টন, ড্রাম নাকি ট্রে বক্সে পরিবহণ করা হবে তার বর্ণনা দেওয়া থাকবে।

কিভাবে বিল অব লেডিং দেখে শিপমেন্টের তারিখ নির্ধারণ করা হয়?

বৈদেশিক ব্যবসায় বাণিজ্যে শিপমেন্ট এর তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিপমেন্টের তারিখ থেকে জানা যায় যে পণ্য কোন সময়ে শিপমেন্ট করা হয়েছিল। শিপমেন্ট এর পর যথাসময়ে দলিলসমূহ ব্যাংকে মধ্যে উপস্থাপন করা হয়েছে কি না তা জানা যাবে এ তারিখ থেকে। 

ডেফার্ড এলসির ম্যাচুরিটি নির্ধারণের ক্ষেত্রে শিপমেন্টের তারিখের ভূমিকা রয়েছে। আর যদি বিল অব লেডিং ইস্যুর তারিখ থাকে কিন্তু মাল জাহাজীকরণের তারিখ উল্লেখ না থাকে তবে বিল অব লেডিং ইস্যুর তারিখই হবে শিপমেন্টের তারিখ। 

আর যদি বিল অব লেডিং এ বিল ইস্যুর তারিখ ও মাল জাহাজীকরণের তারিখ উভয়ই থাকে তখন শেষের তারিখই হবে শিপমেন্টের তারিখ।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন