পাটের ব্যাচ ও ব্যাচিং কি?
পাট বাংলাদেশের সোনালী আঁশ নামে খ্যাত। ঐতিহাসিক কাল থেকে বাংলাসহ ভারতীয় উপমহাদেশে পাটের চাষ হয়ে আসছে। পাটের উৎপাদনের অঞ্চল এবং জাতভেদে মানের তারতম্য রয়েছে। এছাড়া পাটের নানামুখী ব্যবহারের কারণে ভিন্ন ভিন্ন মানের সুতার প্রয়োজন হয়। কাজেই ভিন্ন ভিন্ন গ্রেডের পাটের সঠিক মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কটন স্পিনিং এ যে উদ্দেশ্যে মিক্সিং বা ব্লেন্ডিং করা হয়। পাটের ক্ষেত্রে বেশি উদ্দেশ্য তাদের ক্ষেত্রে ব্যাচিং এর উদ্দেশ্যও তাই। পাটের ক্ষেত্রে ব্রেকার কার্ড ও ফিনিশার কার্ডে মিক্সিং এ কাজ হয়। একটি কাঙ্খিত মানের বা আকাঙ্ক্ষিত কাউন্টের সুতা উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন মানের পাটের আঁশের সংমিশ্রন ঘটানো হয়।
পাটের ব্যাচ ও ব্যাচিং |
এজন্য পাটের গাঁইট নির্বাচন করা হয়, একে পাটের ব্যাচ বলে। আবার কাঙ্খিত মানের (কাঙ্খিত কাউন্টের) সুতা উৎপাদনের জন্য সুনির্দিষ্ট ব্যাচের পাটের যে প্রস্তুতিমূলক প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় তাকে ব্যাচিং বলে।
একজন উৎপাদন ব্যবস্থাপকের পাটের আঁশের গুণাগুণ সম্বন্ধে ভাল ধারণা থাকা প্রয়োজন। তার অভিজ্ঞতার উপর কাঙ্খিত মানের সুতার জন্য আঁশের সঠিক মিশ্রণে (ব্যাচিং) অনেকাংশে নির্ভর করে। সঠিক ব্যাচিং এর উপর সুতার গুণাগুণ বহুলাংশে নির্ভর করে।
আরও পড়ুনঃ
পাটের ব্যাচ ও ব্যাচিং এর উদ্দেশ্য?
উৎপাদন ব্যবস্থাপনায় এককভাবে কোন একটি নির্দিষ্ট মানের বা গ্রেডের আঁশ ব্যবহার করে সুতা তৈরি করা হয় না। সুতার দাম এবং মান নিয়ন্ত্রণের জন্য তাই ব্যাচ ও ব্যাচিং অপরিহার্য বিষয়।- কাঙ্খিত গুণাগুণ ও মানের সুতা তৈরি করা।
- কাঙ্খিত শক্তিসম্পন্ন সুতা তৈরি করা।
- প্রক্রিয়াগত কাজের উন্নয়ন ঘটানো।
- ভাল মানের আঁশের সাথে নিম্নমানের আঁশের ব্যবহার করে অপচয় কমানো।
- ব্যবহার এবং ক্রেতার চাহিদার সাথে সমন্বয় করে ব্যাচ নির্বাচন।
- ভাল মানের আঁশের সাথে নিম্নমানের আঁশের ব্যবহার করে সুতার মূল্য কমানো।
কিভাবে পাটের ব্যাচ নির্বাচন করা হয়?
- পাটের মূল্য
- পাটের মান
- উৎপাদিত পণ্যের ব্যবহার
- ক্রেতার চাহিদা
- স্টক