খেলাধুলার পোশাক কি?
খেলাধুলার পোশাক কি?
খেলাধুলার পোশাককে ইংরেজিতে স্পোর্টস ওয়্যার (Sports wear) বলে। এটি ইলাস্টিক গুণসম্পন্ন ঢ়িলেঢ়ালা প্রকৃতির পোশাক। খেলাধুলার জন্য এ ধরনের পোশাকের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটি খেলার জন্য আলাদা আলাদা পোশাক পরিধান করতে হয়। যেমনঃ প্রতিযোগিতামূলক খেলায় দুটি দল থাকে এবং প্রত্যেকটি দল আলাদা আলাদা রঙের পোশাক পরিধান করে।কেডস |
ফলে দলের খেলোয়াড়দের চিহ্নিত করা যায়। বিভিন্ন খেলার জন্য বিভিন্ন পোশাক পরিধান করতে হয়। যেমনঃ
- ফুটবল খেলার জন্য হাফপ্যান্ট, গেঞ্জি বা জার্সি, বুট জুতা ইত্যাদি।
- ক্রিকেট খেলার জন্য ফুলপ্যান্ট, গেঞ্জি বা জার্সি, কেডস