উল এক প্রকার প্রাণিজ ফাইবার। অক্সিডাইজিং এজেন্ট হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা উল ব্লিচিং করা যায়। সোডিয়াম বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড দ্বারা উল ব্লিচিং করা যায় না কারণ ইহা ফাইবারকে ক্ষতিগ্রস্ত করে।
ব্লিচিং |
অপরদিকে রিডিউসিং ব্লিচিং এজেন্ট যেমনঃ সালফার ডাই-অক্সাইড (SO2) দ্বারা উলকে ব্লিচিং করা যায়।
সালফার ডাই অক্সাইড দ্বারা উল ব্লিচিং
এ পদ্ধতিতে রিডিউসিং এজেন্ট সালফার ডাই-অক্সাইড দ্বারা উলকে ব্লিচিং করা হয়। সালফারের ধুয়া বা বাষ্পকে আর্দ্র উল শোষণ করে ব্লিচিং কার্য সম্পন্ন হয়। আর পদ্ধতিতে ব্লিচিং করার জন্য একটি বদ্ধ চেম্বার ব্যবহার করা হয়। এ চেম্বারের নাম স্টোভ। ইহা কাঠ, ইট বা পাথরের তৈরি হতে পারে। স্টোভের ভিতর রোল আকারে লম্বালম্বিভাবে কতগুলো খুঁটি থাকে। এ খুঁটিসমূহে উলকে ঝুলিয়ে রাখা হয়।স্টোভের এক কোণে একটি লোহার ট্রে থাকে যাতে সালফার রাখা হয়। এক টুকরা লালচে উত্তপ্ত লৌহ ট্রেতে ফেলই সালফার প্রজ্বলিত হয়। যার ফলে সালফারের বাষ্প সৃষ্টি হয়, যা আর্দ্র উল ফাইবার শোষণ করে। ফলশ্রুতিতে উল ব্লিচিং হয়। এখানে উল্লেখ্য ব্যবহৃত উলে নির্দিষ্ট পরিমাণ ময়েশ্চার থাকতে হবে।
ময়েশ্চার কম হলে উল সালফার ডাই-অক্সাইড শোষণ করে না আবার অতিরিক্ত হলে অসম ব্লিচিং হবে। ব্লিচিং শেষে উলকে প্রথমে ঠান্ডা পানি দ্বারা এবং পরে ০.৫% হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা এবং শেষে পানি দ্বারা ধৌত করা হয়।