ওয়াশিং কি | গার্মেন্টস ওয়াশিং কি | Wash কত প্রকার

ওয়াশিং কি?

সাধারণত ওয়াশিং বলতে পরিষ্কার করাকে বুঝায়।

গার্মেন্টস ওয়াশিং মেশিনের বিভিন্ন অংশ
গার্মেন্টস ওয়াশিং মেশিনের বিভিন্ন অংশ

গার্মেন্টস ওয়াশিং কি?

যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পোশাককে ধৌত করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্যসমূহ দূর করে পোশাককে পরিষ্কার করা হয় তাকে গার্মেন্টস ওয়াশিং বলা হয়।

গার্মেন্টস ওয়াশ কত প্রকার
গার্মেন্টস ওয়াশ কত প্রকার

গার্মেন্টস ওয়াশিং প্রধানত কত প্রকার?

গার্মেন্টস ওয়াশিং দুই প্রকারঃ
  • ড্রাইং ওয়াশিং
  • ওয়াটার ওয়াশিং

ড্রাই ওয়াশ কি?

পোশাককে কোন প্রকার পানিতে না ভিজিয়ে ময়লা অপসারণ করে শুষ্ক পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল দ্বারা পোশাক পরিষ্কার করাকে ড্রাই ওয়াশ বলে।

ড্রাই ওয়াশের তাপমাত্রা কত?

ড্রাই ওয়াশের তাপমাত্রা ১১০º সেলসিয়াস।

ওয়াটার ওয়াশিং কি?

পোশাককে পানিতে ভিজিয়ে ময়লা অপসারণ করে শুষ্ক পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল দ্বারা পোশাক পরিষ্কার করাকে ওয়াটার ওয়াশিং বলে।

ওয়াশিং কত প্রকার ও কি কি?

ওয়াশিং বিভিন্ন ধরনের হয়ে থাকেঃ
  • ব্লিচ ওয়াশ
  • স্নো ওয়াশ
  • স্টোন ওয়াশ
  • এনজাইম ওয়াশ
  • স্যান্ড ব্লাস্টিং ওয়াশ
  • রিভার ওয়াশ
  • আটারি ওয়াশ

ব্লিচ ওয়াশ কি?

ব্লিচ ওয়াশ করার জন্য বাহক হিসেবে এখানে অক্সিডেটিভ ব্লিচিং এজেন্টকে ব্যবহৃত করা হয়। কিছু ব্লিচিং এজেন্ট যেমনঃ সোডিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। আরও অনেক ধরনের এজেন্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সোডিয়াম বাই-কার্বনেট।

স্নো ওয়াশ কি?

ফেব্রিকে পাথরের সাথে ভিজিয়ে রেখে তাকে ব্লিচিং এজেন্টের মাধ্যমে শুষ্ক করে স্নো ওয়াশিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। আর এ ওয়াশিং প্রক্রিয়া স্নো প্যাটার্নের মতোই প্রভাব নিয়ে আসে ডেনিম ফেব্রিকের উপর। 

স্নো ওয়াশিং এর কাজ হচ্ছে ফেব্রিকের উপড় থেকে রং গুলো উঠিয়ে ফেলে এবং তুষার কনা জমে গেলে যেমন দেখায় ঠিক ঐরকম রূপ দেওয়া।

স্টোন ওয়াশ কি?

ডেনিম কাপড়ের জন্য সব থেকে বেশি পরিচিত ওয়াশ হচ্ছে স্টোন ওয়াশ। স্টোন ওয়াশ এর জন্য হালকা ওজনের পিউমিচ নামক পাথর দরকার হয়। আর এই পিউমিচ নামক পাথর ফেব্রিকের উপরের অংশকে ঘষে তাতে রং এর তারতম্য ঘটায়। 

পাথর দিয়ে ঘষার ফলে ফেব্রিকের উপরিভাগের ফাইবার ভেঙে যায় ও ভিতরের ওয়ার্প সুতার সাদা ফাইবার সামনে ভেসে ওঠে।

এনজাইম ওয়াশ কি?

জৈব অণু দ্বারা এনজাইম ওয়াশ সম্পূর্ণ করা হয়। এনজাইম ওয়াশ করলে ফেব্রিক অনেক বেশি মসৃণ হয়ে যায়। এনজাইম ওয়াশের সাহায্যে ফেব্রিকের উপর পাশে স্মুথ এবং সফটনেস অনেক বেড়ে যায়।

স্যান্ড ব্লাস্টিং ওয়াশ কি?

স্যান্ড ব্লাস্টিং পদ্ধতিতে ফেব্রিকের উপর পাশে ব্লাস্টিং করা হয়। ইহা একটি বালি জাতীয় পদার্থ যার মধ্যে ব্লাস্টিং করার জন্য এলুমিনিয়াম অক্সাইড গ্রানুলাস ব্যবহার করা হয়। আর এই বালি জাতীয় পদার্থের ঘর্ষণের ফলে ফেব্রিকের উপরে করা ইন্ডিগো রং কে মুছে ফেলে দেওয়া হয়।

রিভার ওয়াশ কি?

পিউমিচ স্টোন ও সেলুলোজ এনজাইমের একসাথে মিলে যে ওয়াশ করা হয় তাকে রিভার ওয়াশ বলা হয়। ডেনিম ফেব্রিকে বহু বছর পুরনো চেহারা দান করে এই রিভার ওয়াশিং। যতক্ষণ পর্যন্ত প্রকৃত পুরনো রুপ কাপড়ে না আসবে ততক্ষন পর্যন্ত রিভার ওয়াশ করা হয়ে থাকে।

আটারি ওয়াশ কি?

আটারি হল জাপানি শব্দ। আটারি বলতে প্যান্টের বিভিন্ন জায়গায় কুঁচকানো অংশ থাকে, আর ওই কুঁচকানো অংশের যেই ঢাল ঢাল জায়গা থাকে তাতে রং বসানো। আটারি করা হয় এমন অংশগুলো হলঃ
  • হাঁটুর সামনে
  • হাঁটুর পিছনে
  • পকেটের সিম লাইনে
  • সিম লাইনের দুই পাশে
  • বেল্ট লুপে
  • পিছনের পকেটে ইত্যাদি।
গার্মেন্টস ওয়াশিং মেশিনের সামনের অংশ
গার্মেন্টস ওয়াশিং মেশিনের সামনের অংশ

গার্মেন্টস ওয়াশিং এর পদ্ধতি কয়টি?

গার্মেন্টস ওয়াশিং এর পদ্ধতি প্রধানত দুইটিঃ
  • স্টোন ওয়াশিং
  • কেমিক্যাল ওয়াশিং

কেমিক্যাল ওয়াশিং কি?

বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন আঁশ দ্বারা তৈরি পোশাককে যে কৌশলে ওয়াশিং করা হয়, তাকে স্টাইল অব ওয়াশিং বলা হয়।

স্টোন ওয়াশিং কি?

পোশাক বা কাপড় ওয়াশিং এর যে প্রক্রিয়ায় পাথর বা স্টোন ব্যবহার করা হয় তাকে স্টোন ওয়াশিং বলা হয়।

কোন ধরনের পোশাককে স্টোন ওয়াশ করা হয়?

প্রধানত জিন্স ও ডেনিম এর শার্ট ইত্যাদি পোশাকে স্টোন ওয়াশ করা হয়।

গার্মেন্টস ওয়াশিং এ ব্যবহৃত ম্যাটেরিয়াল ও লিকারের অনুপাত কত হবে?

ওয়াশিং মেশিন ব্যবহার করে ওয়াশ করলে ১ঃ ৫ বা ৫ঃ ৮ ও ওয়াশিং মেশিন ছাড়া ওয়াশ করলে ১ঃ ১০ বা ১ঃ ১২ হবে।

মাংকি ওয়াশ কি?

পটাশিয়াম পার কার্বনেট দ্রবণে কাপড়ের নির্দিষ্ট অংশ ডুবিয়ে যে ওয়াশ করা হয় তাকে মাংকি ওয়াশ বলা হয়।
Next Post Previous Post