বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের কিছু প্রয়োজনীয় তথ্য?

BDBL এর পূর্ণ রূপ কি?

BDBL এর পূর্ণ রুপ হল বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড (Bangladesh Development Bank Limited)। 

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড কি?

BDBL একটি বিশেষায়িত ব্যাংক৷ বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে এটি গঠিত হয়৷ দেশের শিল্পের উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়৷

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের কিছু প্রয়োজনীয় তথ্য?

  • লিগ্যাল স্টাটাসঃ পাবলিক লিমিটেড কোম্পানি
  • ক্যাটাগরিঃ বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক
  • উৎপত্তিঃ লোকাল ব্যাংক
  • প্রতিষ্ঠাকালঃ ২০০৯
  • ধরণঃ পাবলিক ব্যাংক
  • কোডঃ ০৪৭
  • ঠিকানাঃ BDBL ভবন, ৮ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০
  • টেলিফোনঃ +৮৮০-২ ৯৫৫৫১৫১-৫৯, ৯৫৬০০১৪-১৫
  • ওয়েবসাইটঃ https://www.bdbl.com.bd/
  • সুইফটঃ BDDBBDDH
  • ফ্যাক্সঃ +৮৮০-২ ৯৫৬২০৬১
  • ইমেইলঃ info@bdbl.com.bd

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের উদ্দেশ্য?

বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার প্রধান উদ্দেশ্য হলঃ
  • দেশের শিল্পগুলোর উন্নতি ও সম্প্রসারণের জন্য ঝণ প্রদান করা
  • শিল্প স্থাপনে উপযুক্ত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা।
  • শিল্পে মূলধন বিনিয়োগকে উৎসাহিত করা এবং বিনিয়োগের ক্ষেত্রকে প্রসারিত করা৷

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠনের ইতিহাস?

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইহা সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে ২০০৯ সালের ১৬ নভেম্বরে আত্মপ্রকাশ করে। ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। 

এই ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ নিবন্ধিত। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড  আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১০ সালের ০৩ জানুয়ারি। ব্যাংকটি দেশে তার ৪৩টি শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে সকল ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ব্যাংকটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে ১,০০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেডের কাজ?

বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড কার্যাবলি নিম্নরূপঃ
  • ঋণ আদায়ের সামগ্রিক অবস্থা তথা ঋণগ্রহীতাদের ঝণপরিশোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সংস্থার প্রয়োজনীয় সামর্থ্য ও যোগ্যতা বৃদ্ধিকল্পে বিশেষজ্ঞমূলক ভূমিকার উন্নয়ন সাধন।
  • সংস্থার নিজস্ব পোর্টফলিওভুক্ত শিল্প প্রকল্পগুলোর সুষমকরণ আধুনিকীকরণ প্রতিস্থাপন ও সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান।
  • পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ডিবেঞ্চার জনসাধারণের বিক্রয়ের জন্য অবলেখন ও ব্রিজ ফাইন্যান্সিং প্রভৃতিতে সহায়তা দান৷
Next Post Previous Post