ফ্যাশনের ক্ষেত্রে বডি ফিটনেস এর গুরুত্ব?
বডি ফিডনেস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। যেমনঃ ফ্যাশনের ক্ষেত্রে যতি খাটো মানুষ পাঞ্জাবি পরিধান করে বা লম্বা শার্ট পরিধান করে সেক্ষেত্রে সৌন্দর্য ঘাটতি হয়। আবার যদি খুব লম্বা কিন্তু চিকন মানুষ পাঞ্জাবি পরিধান করে সেক্ষেত্রেও বেমানান লাগবে। এছাড়াও কোন খাটো মানুষ যদি শাড়ি পরিধান করে তাহলেও ফ্যাশনের মাধুর্যতা হ্রাস পাবে।বডি ফিটনেস |
আবার খুব মোটা মানুষ যদি ফিটিং বা চাপানো পোশাক পরিধান করে তবে সেক্ষেত্রেও ফ্যাশনের সৌন্দর্য হ্রাস পায়। এজন্য ফ্যাশনের ক্ষেত্রে প্রতিটি পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মানানসই হওয়ার জন্য বডি ফিটনেস এর গুরুত্ব অপরিসীম।