স্পানন্ডেক্স ফাইবার কি?
স্পান্ডেক্স একটি ইলাস্টোমেরিক ফাইবার। যা রাবারের মতো স্থিতিস্থাপক গুণসম্পন্ন। আর এ ফাইবারের স্থিতিস্থাপক গুণ অত্যন্ত উচু মানের। ইলাস্টোমেরিক শব্দটি ইলাস্টিক ও পলিমার থেকে এসেছে। ইলাস্টোমার পলিমার থেকে ফাইবার পাওয়া যায় বলে এ ফাইবারকে ইলাস্টোমেরিক ফাইবার বলে। স্পানডেক্স নিজের দৈর্ঘ্যের চেয়ে ৫ থেকে ৭ গুণ বেশি লম্বা হতে পারে, আবার ছেড়ে দিলে পুনরায় ফিরে আসে।স্পানন্ডেক্স ফাইবার |
তাই বলে এ ফাইবার রাবার বা স্ট্রেচ নাইলনের মতো কোন পদার্থ দ্বারা গঠিত নয় বরং এ ফাইবার দুটি থেকে গঠন ও বৈশিষ্ট্যে সম্পূর্ণ আলাদা প্রকৃতি। F.T.C (Federal Trade Commission) এর মতে স্পানডেক্স প্রস্তুত করা হয় ইলাস্টোমেরিক ফাইবার ও সাবটেন্স সহযোগে। এছাড়াও সাবটেন্স হয় লম্বা চেইনযুক্ত পলিমার, যার ৮৫% সেগমেন্টেড পলিইউরেথেন থাকে।
রাসায়নিকভাবে এটি একটি ইউরেথের (-NH - COO - ) পলিমার। এটি ১০০ ভাগ সিনথেটিক আঁশ। ইলাস্টোমেরিক ফাইবারের ঘনত্ব ১.০ গ্রাম/সেমি। এটি ওজনে হালকা ও ভাল ইলাস্টিক গুণাগুণের কারণে মহিলাদের অন্তর্বাস তৈরিতে ব্যবহার করা হয়, যা ব্যবহারে খুবই আরামদায়ক।
স্পানন্ডেক্স ফাইবারের ব্যবহার?
- কোর স্পান স্পানডেক্স ইয়ার্ন অধিক স্ট্রেচ ক্ষমতাসম্পন্ন বিধায় এটি বিভিন্ন ধরনের নিটেড কাপড়, স্পোর্টস ওয়্যার এবং ইউনিফর্ম তৈরি করতে ব্যবহার হয়ে থাকে।
- বেয়ার ইয়ার্ন সাতারের পোশাক তৈরিতে ব্যবহার হয় এবং মোজার উপরের দিকের ইলাস্টিক ও হোসিয়ারি সাপোর্ট ব্যবহার করা হয়।
- এ ফাইবারের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেশ ভাল বলে উচ্চ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন পোশাক তৈরিতে এ ফাইবার ব্যবহার করা হয়।
- ওজনে হালকা ও ইলাস্টিক গুণাগুণের জন্য মহিলাদের অন্তর্বাস তৈরিতে ব্যবহার হয়। এটি ব্যবহারের খুব আরামদায়ক।
- উচ্চ রেসিলিয়েন্সি ক্ষমতাসম্পন্ন পোশাক তৈরিতে এ ফাইবার ব্যবহার করা হয়।
- বেয়ার ইয়ার্ন মোজার উপরের দিকে এবং হোসিয়ারি সাপোর্ট হিসাবে ব্যবহার হয়।
- স্পানডেক্স ও নাইলন মিশ্রিত করে বিভিন্ন ধরনের হোসিয়ারি কাপড় তৈরি করা হয়।
- স্পানডেক্স দ্বারা কভার দেওয়া অথবা কভারবিহীন সুতা ব্যবহার করে ওভেন ও নিটেড কাপড় তৈরি করা হয়।
- বাড়িতে ব্যবহারযোগ্য কাপড় যেমনঃ লেস, সার্টিং, জ্যাকেট, স্কি প্যান্ট, সুইমিং স্যুট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
- কভারড ইয়ার্ন ফাউন্ডেশন গার্মেন্টস, সুইম ওয়্যার ও সাপোর্ট হোজ ইত্যাদি কাপড়ে স্পানডেক্স ফাইবার ব্যবহার করা হয়।