|
লুম |
ওভেন কাপড়ে ব্যবহৃত সুতার প্রয়োজনীয় গুণাবলি?
ওভেন কাপড় উৎপাদনের
সুতার প্রয়োজনীয় গুণগতমান নিম্নে আলোচনা করা হলঃ- সুতার কাউন্ট সঠিক হতে হবে৷
- সুতার কাউন্টের সমতা থাকতে হবে৷
- সুতা অবশ্যই সুষম হতে হবে৷
- সুতা অবশ্যই পরিস্কার হতে হবে৷
- সুতার প্রয়োজনীয় শক্তি এবং শক্তির সমতা থাকতে হবে৷
- সুতা প্রতি ইঞ্চি বা সেন্টিমিটারে ক্রটির সংখ্যা কম থাকতে হবে৷
- সুতা অবশ্যই নেপস এবং অন্যান্য ফ্লাইমুক্ত হতে হবে৷
- সুতা ইলংগেশন গুণসম্পন্ন হতে হবে৷
- সুতার মোটা জায়গা চিকন জায়গা স্লাব ইত্যাদি কম থাকতে হবে৷
- বিশেষ ব্যবহার ছাড়া সুতার হেয়ারিনেসের কম হতে হবে৷
- উইভিং এর সময় চাপ এবং ঘর্ষণে যাতে অতিরিক্ত সুতা ছিঁড়ে না যায় সে রকম মজবুত হতে হবে৷
- সুতার গিঁট আদর্শ ধরন ও আকারের হতে হবে যাতে উক্ত সুতা শানা এবং শাটেলের মধ্যে দিয়ে সহজেই অতিক্রম করতে পারে৷
- টানা সুতার সমভাবে মাড় দিতে হবে এবং মাড়ের পরিমাণ এমন হতে হবে যাতে উইভিং এর সময় রিড এবং হিল্ডের ঘর্ষণ হতে টানা সুতাকে রক্ষা করতে পারে এবং টানা সুতার হেয়ারিনেস দূর হয়৷
- টানা সুতা লুমের বীমে সমান্তরালভাবে জড়াতে হবে যাতে প্রক্যেকটি সুতায় সমান টেনশন থাকে৷
- প্রত্যেকটি টানা সুতা সমান দৈর্ঘ্যের হতে হবে এবং সেখানে কোন ছেঁড়া সুতা থাকা চলবে না৷
- প্রত্যেকটি টানা সুতা সমান দৈর্ঘ্যের হতে হবে এবং সেখানে কোন ছেঁড়া সুতা থাকা চলবে না৷
|
নিট সুতা |
নিটিং কাপড়ে ব্যবহৃত সুতার প্রয়োজনীয় গুণাবলি?
নিটিং কাপড় উৎপাদনের জন্য
নিটিং সুতার গুণগতমান নিম্নে আলোচনা করা হলঃ- সুতার কাউন্ট সঠিক হতে হবে এবং কাউন্ট ভেরিয়েশন অর্থাৎ কাউন্টের CV% বা U% কম থাকতে হবে৷ সাধারণত ওভেন কাপড়ের সুতার তুলনায় নিটেড কাপড়ের সুতা মোটা থাকে৷
- সুতার শক্তি মোটামুটি ভালো থাকতে হবে এবং শক্তির সমতা বজায় রাখতে হবে৷
- সুতার পাক বা টুইস্ট ওভেন কাপড়ের সুতার তুলনায় নিটেড কাপড়ের সুতার কম রাখতে হবে যাতে সুতা মোলায়েম হয়৷
- নিটেড কাপড়ের স্থিতিস্থাপতা বেশি থাকতে হবে৷
- নিটেড কাপড়ের সুতায় হেয়ারিনেস কম থাকতে হবে৷
- নিটেড সুতার থিক অ্যান্ড থিন প্লেস তুলনামূলক ওভেন কাপড়ের সুতার তুলনায় কম থাকতে হবে৷
- এছাড়া সুতার অন্যান্য ক্রটিও কম থাকতে হবে৷
- এ সুতা নমনীয় হতে হবে৷
- নিটিং সুতার রং গ্রহণের৷ ক্ষমতা বেশি থাকতে হবে৷
- এ সুতায় পানি ধারণক্ষমতা তুলনামূলক বেশি থাকতে হবে৷
- নিটিং সুতা পরিস্কার থাকতে হবে৷