লিন্ট ও লিন্টার্স কি | লিন্ট ও লিন্টার্স এর পার্থক্য

লিন্ট কি?

লিন্ট হল সুতা তৈরির উপযোগী লম্বা আঁশ যা তুলা হতে জিনিং পদ্ধতিতে পৃথক করা হয়। আর এই লিন্ট দ্বারাই পরবর্তীতে সুতা প্রস্তুত করা হয়। 

লিন্টার্স কি?

জিনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেসব ছোট আঁশ তুলার বীজের সংযোগ স্থলে লেগে থাকে তাকে লিন্টার্স বলে। আর এই আঁশগুলো রিজেনারেটেডে সেলুলোজ আঁশ অর্থাৎ রেয়ন অ্যাসিটেড রেয়ন, ভিসকোস রেয়ন ইত্যাদি ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয়।

ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং
ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং

লিন্ট ও লিন্টার্স এর পার্থক্য?

লিন্টঃ

  • বীজ তুলাকে প্রথমবার জিনিং করার পর প্রাপ্ত তুলাকে লিন্ট বলে।
  • আঁশগুলো ১/২ ইঞ্চি থেকে ২ ইঞ্চি লম্বা হয়।
  • আঁশ দ্বারা সুতা তৈরি করা হয়। 
  • এটা সরাসরি প্রাকৃতিক সুতা ও কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। 
  • এই আঁশ ভাল মানের তুলা।

লিন্টার্সঃ

  • তুলাকে দ্বিতীয় বার জিনিং করার পর প্রাপ্ত তুলাকে লিন্টার্স বলে।
  • আঁশগুলো ১/২ ইঞ্চি এর ছোট হয়।
  • এ আঁশ সুতা তৈরির জন্য অনুপযোগী। 
  • এটা পুনরায় উৎপাদিত অর্থাৎ রিজেনারেটেড সেলুলোজ তৈরিতে ব্যবহার করা হয়। 
  • এ আঁশ ওয়েস্ট বা অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। 
Next Post Previous Post