কিভাবে একটি ফ্যাশন আত্মপ্রকাশ করে?
প্যারিস, লন্ডন, হংকং, নিউইয়র্ক, টোকিও, মিলান, ডসেলডর্ফ ইত্যাদি দেশ বা শহরগুলোতে ফ্যাশন ডিজাইনার আছে। উক্ত দেশ বা শহরগুলোতে ফ্যাশন ডিজাইনাররা অথবা ফ্যাশন হাউস কর্তৃক বিভিন্ন ঋতুতে ফ্যাশন তৈরি করে থাকে, যা বিভিন্ন মেলা বা ফ্যাশন শো এর মাধ্যমে প্রকাশ করে বিভিন্ন বায়ার অথবা বায়িং হাউস অথবা সাধারণ মানুষের দৃষ্টি আর্কষণ করে থাকে।
![]() |
ফ্যাশন |
উক্ত ফ্যাশন বা স্টাইল যদি সাধারণ মানুষের কাছে অথবা ক্রেতার কাছে গ্রহণযোগ্য হয়, তখন উক্ত ফ্যাশন বা স্টাইলটি বায়ার বা বায়িং হাউজ নমুনা আকারে সংগ্রহ করে। তারপর শিল্পকারখানায় বৃহদাকারে উৎপাদন করে। যার ফলে ফ্যাশনটি আস্তে আস্তে সব মানুষের কাছে চলে আসে। এভাবে ফ্যাশনের আত্মপ্রকাশ হয়।