ঝাঁপের স্পেসিফিকেশন?
প্রচলিত কিছু বিবরণের সাহায্যে ঝাঁপের নম্বর প্রকাশ হয়ে থাকে। যেমনঃ ৪০ ইঞ্চি লম্বা, ১৪ ইঞ্চি গভীর, একটি ৮০ নম্বরের প্লেইন সেট চারটি ঝাঁপ যাতে ৩২০০টি 'ব' চক্ষু আছে এবং যার ''ব'' ১৬/৮০s নম্বরের সুতা দিয়ে তৈরি।ঝাঁপ |
একে প্রচলিত নিয়মে নিম্নরুপে প্রকাশ করা হয়ঃ ৮০/৪ × ৪০ ইঞ্চি × ১৪ ইঞ্চি, ১৬/৮০s, ৩২০০, সবুজ। তবে বর্তমান পাওয়ার লুমে সুতার পরিবর্তে স্টেইনলেস স্টিলের বিভিন্ন গেজের (Gauze) পাতলা তার ব্যবহার করা হয়ে থাকে।