হ্যান্ড ট্রাক কি?

হ্যান্ড ট্রাক কি?

এটি চার চাকাযুক্ত হস্তচালিত ছোট গাড়িবিশেষ। অনেক সময় 'দু' চাকাবিশিষ্ট হ্যান্ড ট্রাকও ছোট ছোট মালামাল সরানোর কাজে ব্যবহার হয়। অল্প দূরত্বে এক বা দু ব্যক্তি হ্যান্ড ট্রাক চালিয়ে থাকে। 
হ্যান্ড ট্রাক
হ্যান্ড ট্রাক

পাঁচশ পাউন্ডের বেশি হ্যান্ড ট্রাক দিয়ে স্থানান্তর করা সমীচীন নয়। এতে কোন যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় না বলে বলে খরচ অনেক কম হয়। 
Next Post Previous Post