টেক্সটাইল ডিজাইন কি | ডিজাইন কত প্রকার | টেক্সটাইল ডিজাইন ও আর্টিস্টিক ডিজাইনের পার্থক্য

স্ট্রাকচার এর অভিধানিক অর্থ কাঠামো এবং অ্যানালাইসিস অব ক্লথ এর অভিধানিক অর্থ কাপড় বিশ্লেষণ৷ এখানে কাঠামো বলতে কাপড়ের কাঠামো বুঝানো হয়েছে৷ কাপড়ের অভ্যন্তরীণ কাঠামো অর্থাৎ কাপড়ের মধ্যস্থিত টানা ও পড়েন সুতা এবং উক্ত সুতাসমূহ একটি উপরে ও একটি নিচে এভাবে একটার পর একটা সাজিয়ে কাপড় তৈরি করা হয়৷ 

মানব শরীরের যেমন স্ট্রাকচার রয়েছে, একটি ভবন তৈরি করার পূর্বে যেমন একটি স্ট্রাকচার তৈরি করা হয় তেমনি কাপড়ের ও একটি স্ট্রাকচার রয়েছে৷ একটি নির্দিষ্ট নিয়মে সুতাসমূহ অর্থাৎ টানা ও পড়েন পরস্পর ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে কাপড় প্রস্তুত হয়৷ কাপড় তৈরি করার পূর্বে যে নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় তা সাধারণত একটি কাগজে প্রতিফলন করা হয় এবং পরবর্তীতে উক্ত কাগজ থেকে নিয়মানুযায়ী কাপড় প্রস্তুত করা হয়৷ 

টেক্সটাইল ডিজাইন
টেক্সটাইল ডিজাইন

কাজেই কাপড় প্রস্তুত সংক্রান্ত বুনন কাগজে বা কাপড়ে প্রতিফলিত করাকেই ডিজাইন বলা হয়৷ সাধারণত বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পড়েন সুতার পরস্পর ইন্টারলেসমেন্টকে কাগজে প্রতিফলিতকরণকেই টেক্সটাইল ডিজাইন বলা হয়৷ কিছু কিছু ক্ষেত্রে টেক্সটাইল ডিজাইনে বিভিন্ন ধরনের কালার অর্থাৎ রং ব্যবহার করা হয়৷

বস্ত্র গঠন বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে যেমনঃ উইভিং, নিটিং ও নন-ওভেন৷ উইভিং প্রক্রিয়ায় কাপড় তৈরির জন্য ২ সেট সুতার ব্যবহার হয়৷ এক সেট টানা সুতা ও অপর সেট পড়েন সুতা৷ টানা সুতাকে ইংরেজিতে ওয়ার্প (warp) বা এন্ডস (ends) বলা হয় এবং পড়েন সুতাকে ইংরেজিতে ওয়েফট (weft) বা ফিলিং (Filling) অথবা পিক (Pick)  বলা হয়৷ স্পিনিং বিভাগ থেকে উইভিং এর জন্য কাঁচামাল হিসেবে সুতা আনা হয় এবং উইভিং বিভাগ এ কাপড় প্রস্তুত করা হয়৷

যেকোন কাপড় প্রস্তুতের জন্য ডিজাইনের প্রয়োজন এবং কাগজে প্রতিফলিত ডিজাইন বা স্ট্রাকচার থেকেই কাপড় প্রস্তুতের প্রস্তুত নেওয়া হয়৷ এ জন্য টেক্সটাইল প্রযুক্তিবিদদের স্ট্রাকচার সম্বন্ধে ভাল জ্ঞান রাখা আশ্যক৷ অনুরূভাবে নমুনা কাপড় থেকে হুবহু ইক্ত কাপড় প্রস্তুতের জন্য তার আভ্যন্তরীণ গঠন সুতার প্রতার ও অবস্থা সুতার কাউন্ট অন্যান্য অনেক বিষয় জানার প্রয়োজন হয়ে পড়ে৷ যে পদ্ধতিতে নমুনা কাপড় হতে কাপড়ের আভ্যন্তরীণ যাবতীয় বিষয় জানা সম্ভব হয়৷

ইহাই কাপড় বিশ্লেষণ বা Analysis of Colth একটি নমুনা কাপড় বিশ্লেষণ করে তার যাবতীয় বিষয়গুলো অনুধবন করে হুবহু অনুরূপ একটি কাপড় প্রস্তুত করা করা সম্ভব৷ কাজেই বস্ত্র প্রযুক্তিবিদগণের কাপড় বিশ্লেষণের সমস্ত নিয়মকানুন সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন বিধায় এ বিষয় অধ্যয়ন করা উচিৎ। ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস অব ক্লথ অর্থ কাপড়ের ডিজাইন ও কাপড়ের বিশ্লেষণ৷ 

ডিজাইন কি?

মানুষ সৌন্দর্যের পূজারি সুন্দর জিনিসের প্রতি সকলেই আকৃষ্ট হয়৷ প্রাকৃতিক দৃশ্য ফুল ফল জীবন্ত বস্তু ইত্যাদি সুন্দর বস্তু দ্বারা আকৃষ্ট হয়ে একজন ডিজাইনার তার কল্পনার রং দিয়ে তার নিজস্ব ভাবধারাকে কাগজে বা অন্য কোন মাধ্যমে ফুটিয়ে তোলা যা আস্তে আস্তে পরিবর্তত হয়ে একটি পরিপূর্ণ ডিজাইন হিসেবে আত্মপ্রকাশ করে৷ 

একজন ডিজাইনার প্রাকৃতিক বিভিন্ন উৎস হতে যেমনঃ মানবদেহ ফুল ফল পাতা ও অ্যাবস্ট্রাক্ট (Abstract) আর্ট কাগজ অথবা কাপড়ে বিভিন্ন রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে যা আলোয় প্রতিফলিত হয়ে মানুষের চোখ ধরা পড়ে৷ ব্যবহার উপযোগী করার জন্য নকশাবিদগণ একে আরও অলংকৃত করে থাকে ইহাই ডিজাইন৷

ডিজাইন কত প্রকার?

ডিজাইন প্রধানত দুই প্রকারঃ
  • টেক্সটাইল ডিজাই
  • আর্টিস্টিক ডিজাইন

টেক্সটাইল ডিজাইন কি?

টেক্সটাইল সংক্রান্ত বুনন কাগজে অথবা কাপড়ে প্রতিফলিতকরণকেই টেক্সটাইল ডিজাইন বলা হয়৷ এ ডিজাইন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্নভাবে অলংকৃত করা হয়৷ এ ডিজাইন মানুষের ব্যবহার উপযোগী কাপড় প্রস্তুতের জন্য তৈরি করা হয়৷ তবে বয়ন প্রক্রিয়ার জন্য তাঁতের মাধ্যমে ওভেন কাপড় তৈরি করা হয়৷ 

টেক্সটাইল ডিজাইন
টেক্সটাইল ডিজাইন 

তাঁতে কাপড় বয়নের জন্য টানা ও পড়েন দুই সেট সুতার প্রয়োজন হয়৷ কাজেই ওভেন কাপড়ের টেক্সটাইল ডিজাইনের সংজ্ঞা এভাবে দেয়া যায় বয়ন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত কাপড়ের টানা ও পড়েন সুতার বন্ধন সৃষ্টির জন্য রীতি বা নিয়ম অনুসরণ করে কাপড় তৈরি হয় তাই টেক্সটাইল ডিজাইন৷

আর্টিস্টিক ডিজাইন
আর্টিস্টিক ডিজাইন

আর্টিস্টিক ডিজাইন কি? 

একজন ডিজিনার বা নকশাবিদ রং তুলির সাহায্যে কাগজ/ক্যানভাসে তার নিজস্ব চিন্তাধারা বা ভাবধারার মাধ্যমে আকর্ষণীয় করে যে ডিজাইন ফুটিয়ে তোলা তাই আর্টিস্টেক ডিজাইন৷ এ ডিজাইন শুধুমাত্র অলংকৃত করার জন্য ব্যবহৃত হয়৷

টেক্সটাইল ডিজাইনের গুরুত্ব?

বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পড়েন সুতার পরস্পর ইন্টারলেসমেন্টকে কাগজে প্রতিফলতি করে ডিজাইন প্রস্তুত করা হয়৷ একজন তাঁতির কাপড় প্রস্তুতের পূর্বে অবশ্যই টেক্সটাইল ডিজাইন সম্বন্ধে জ্ঞান রাখা অবশ্যক৷ তাঁতে বীম উঠানোর পূর্বে তাঁতির জানতে হবে উৎপাদিত কাপড়ে কোন ধরনের ডিজাইন হবে৷ 

তাছাড়া উইভ এর নিয়ম জানতে হবে টানা সুতা ও পড়েন সুতার পরিমাণ ও কাউন্ট জানতে হবে৷ ডিজাইনের ড্রাফটিং ও লিফটিং জানতে হবে৷ তাছাড়া কাপড় নরম হবে না শক্ত হবে তাও বুননের পূর্বে জানতে হবে৷ কিছু কিছু ক্ষেত্রে বস্ত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য টানা বা পড়েনে রঙ্গিন সুতা ব্যবহার করা হয় তাও একজন তাঁতিকে জানতে হবে৷ 

কাপড় বয়নের পূর্বে কাপড় ও ডিজাইন সম্বন্ধে যাবতীয় বিষয়গুলো জানা থাকলে তাঁতির জান্য কাপড় উইভ করা অনেক সহজ হয়ে যায়৷ টেক্সটাইল ডিজাইনের গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলঃ
  • একজন ডিজাইনারের চিন্তাধারা ছক কাগজে ফুটিয়ে তোলা সম্ভব৷
  • টেক্সটাইল ডিজাইনে সহজেই বিভিন্ন রঙ্গিন সুতা দ্বারা কাপড়ের ডিজাইনটি  ফুটিয়ে তোলা সম্ভব৷
  • টানা ও পড়েন সুতার ইন্টারলেসমেন্ট ছক কাগজে বিভিন্ন মার্কিং এর মাধ্যমে একজন টেক্সটাইল বিশেষজ্ঞের কাছে সহজেই উপস্থাপন করা সম্ভব৷
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ কাপড় বুননে জড়িত তাঁতিগণ ডিজাইন দেখে কাপড় প্রস্তুত করতে সক্ষম৷
  • টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে সহজেই টানা ও পড়েন সুতার অবস্থান জানা সম্ভব৷
  • একজন বিশেষজ্ঞ নকশা অর্থাৎ টেক্সটাইল ডিজাইন দেখে সহজেই কাপড় সম্বন্ধে ধারণা গ্রহণ করতে সক্ষম৷
  • টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে ড্রাফটিং জানা সম্ভব অর্থাৎ এক তাঁতি সহজেই বুঝতে পারেন যে ডিজাইনের জন্য কয়টি ঝাঁপ ব্যবহার হবে এবং ঝাঁপের কোন ব চক্ষু দ্বারা কোন সুতাটি যাবে৷
  • ডিজাইনের মাধ্যমে কাপড় খাপী না হালকা তা সহজেই জানা সম্ভব৷
  • সুতার ধরন কাউন্ট জানা থাকলে ডিজাইন দেখে সহজেই কাপড় নরম হবে না শক্ত হবে তা বুননের পূর্বে জানা সম্ভব৷
  • ডিজাইনের মাধ্যমে লিফটিং জানা সম্ভব অর্থাৎ ঝঁপের কোনটি উপর উঠবে আবার কোনটি নিচে নামবে তা একজন তাঁতি সহজেই জানতে পারেন৷
  • ডিজাইন রঙ্গিন করে তাঁতিকে রঙ্গিন সুতার অবস্থান সম্বন্ধে ধারণা দেওয়া সম্ভব৷
  • সর্বোপরি একটি টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে কাপড়ের উইভ প্ল্যান ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান কাপড়ের ক্রস সেকশনাল ভিউ কাপড়ের লংগিচুইডিনাল সেকশনাল ভিউ ইত্যাদি সহজেই জানা সম্ভব৷

টেক্সটাইল ডিজাইনের উদ্দেশ্যে?

  • টেক্সটাইল ডিজাইনের মাধ্যমে ডিজাইন ধরণ সম্বন্ধে জানা যায়৷
  • টানা ও পড়েন সুতার সংখ্যা জানা সম্ভব৷
  • ডিজাইনে ড্রাফটিং ও লিফটিং প্লান দ্বারা ঝাঁপের সংখ্যা ও উঠানামা সহজেই জানা যায়৷
  • কাপড়ের texture সম্বন্ধে জানা সম্ভব৷
  • কাপড়ের ডিজাইনের রিপিট জানা যায়৷
  • কাপড় তৈরির পূর্বে ড্রাফটিং ও লিফটিং সম্বন্ধে জানা যায়৷

টেক্সটাইল ডিজাইন কত প্রকার?

টেক্সটাইল ডিজাইন দুই প্রকারঃ
  • স্ট্রকচারাল ডিজাইন
  • ডেকোরেটিভ ডিজাইন

স্ট্রাকচারাল ডিজাইন কি? 

এটি একটি গঠনমূলক ডিজাইন অর্থাৎ যে নিয়মে টানা ও পড়েন সুতা পরস্পর ইন্টারলেসড হয়ে নির্ধারিত ডিজাইনটি কাপড় প্রতিফলিত হয় তাকে স্ট্রাকচারাল ডিজাইন বলে৷

স্ট্রাকচারার ডিজাইন কত প্রকার?

স্ট্রাকচারার ডিজাইন ২ প্রকারঃ
  • সাধারণ স্ট্রাকচার
  • জটিল স্ট্রাকচার

সাধারণ স্টাকচার কি?

সাধারণ স্ট্রাকচার বলতেে ডিজাইন সাধারণ এক সারি টানা সুতা ও এক সারি পড়েন সুতার ইন্টারলেসমেন্টকে বুঝায়৷ এই টানা সুতা ও পড়েন সুতা পরস্পর সমকোণ বন্ধনী সৃষ্টি করে এবং প্রতিটি টানা সুতা একে অপরের মধ্যে সমান্তরালভাবে গাঁথা থাকে এবং অনুরূপ পড়েন সুতা প্রতিটি টানা সুতার সাথে সমকোণ করে বন্ধনী সৃষ্টি করে৷ 

যার ফলে পড়েন সুতা পরস্পর সমান্তরাল থাকে৷ এই বন্ধনী সৃষ্টির সাধারণ স্ট্রাকচারের তৈরি কাপড় খু্ব দৃঢ় ও মজবুত থাকে৷

জটিল স্ট্রাকচার কি?

জটিল স্ট্রাকচার বলতে যে স্ট্রাকচারে টানা বা পড়েন সুতা দুই বা ততোধিক সরির থাকে৷ এক সারি সুতা দ্বারা মূল কাপড় ও অন্য সারি দ্বারা অলংকৃত কাপড় তৈরি করা হয় অলংকৃত সুতা মূল টানা ও পড়েন সুতার সাথে সমকোণে গাঁথা থাকতে পারে আবার নাও পারে৷

তবে নতুন এক স্পটের সৃষ্টি করে কাপড়েকে আকর্ষণীয় করে তোলে অর্থাৎ কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি ঘটায়৷

ডেকোরেটিভ ডিজাইন কি?

ইহা সজ্জিতমূলক অর্থাৎ Ornamented ডিজাইন৷ যে ডিজাইন দ্বারা কাপড় অলংকৃত করা হয়৷ তাকে ডেকোরেটিভ ডিজাইন বলে৷


টেক্সটাইল ডিজাইন ও আর্টিস্টিক ডিজাইনে পার্থক্য?


টেক্সটাইল ডিজাইনঃ

  • টেক্সটাইল ডিজাইন কাপড়ের গঠনগত দিক প্রকাশ করে৷
  • বয়নের মাধ্যমে বিভিন্ন রং এর সুতা ব্যবহার করে ডিজাইন ফুটিয়ে তোলা হয়৷
  • বস্ত্র গঠনের মূলনীতি অনুযায়ী টেক্সটাইল ডিজাইন তৈরি করা হয়৷
  • এই পদ্বতিতে কাপড়ের উপর স্থায়ীভাবে ডিজাইন থেকে যায়৷
  • বিভিন্ন গুণাগুণ সম্পন্ন কাপড় উৎপাদন করা সম্ভব৷
  • হঠাৎ করে ডিজাইন পরিবর্তন করে কাপড়ে অন্য ডিজাইন ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব৷
  • কাপড়ের উৎপাদন খচর তুলনামূলক অনেক বেশি।

আর্টিস্টক ডিজাইনঃ

  • আর্টিস্টিক ডিজাইনে কাপড়ের গঠনগত দিকের কো৷ প্রশ্নই আসে না৷ 
  • রং ও তুলি ব্যবহার করে আর্টিস্টিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়৷
  • আর্টিস্টিক ডিজাইন বস্ত্রগ ঠনের মূলনীতির প্রযোজন নেই৷
  • এই পদ্ধতিতে অংষ্কিত চিত্রের স্থায়িত্ব পেইন্টিং বা প্রিন্টিং এর উপর নির্ভরশীল৷
  • আর্টিস্টিক ডিজাইন সাধারণত নিম্নমানের কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়৷
  • আর্টিস্টিক এর চিন্তাধারা অনুযায়ী ডিজাইন পরিবর্তন করা সম্ভব৷
  • প্রিন্টিং কাপড়ের উৎপাদন খচর তুলনামূলক অনেক কম৷
Next Post Previous Post