সিঙ্গেল জার্সি জ্যাকার্ড কি | নিট জ্যাকার্ড কত প্রকার | ওয়েফট নিটিং জ্যাকার্ড টার্ম কি

জ্যাকার্ড শব্দটি মূলত ব্যবহৃত হচ্ছে উইভিং এর ক্ষেত্রে৷ ফ্রান্সের অধিবাসী জোসেফ মেরি জ্যাকার্ড ১৮০৪ খ্রিষ্টাব্দে এই কৌশলের প্রথম প্রয়োগ শুরু করেন৷ তিনি ছিদ্রযুক্ত কার্ডের মাধ্যমে বুনন কাজে টানা সুতাকে উপরে উঠানো ও নিচে নামানোর কৌশল আবিষ্কার করেন৷ এই কৌশলে জ্যাকার্ড শব্দটি সাথে সাথে ভি বেড ফ্রাট নিটিং মেশিনে সংযোজন করা হয়৷ 

১৯২৪ সালে উক্ত নীতিটি সার্কুলার নিটিং মেশিনে প্রয়োগ করা হয়৷ বর্তমানে এটি নিটিং ক্ষেত্রে প্রয়োগের ফলে জ্যাকর্ড এর সংজ্ঞা ব্যাপকতা লাভ করছে৷ এটি স্বয়ংক্রিয় মেকানিজমগুলোর সংখ্যায় অন্তর্ভুক্ত হয়েছে যা knit in design তৈরিতে নিডেল নির্ধারণ করে৷ নিটিং হয়েছে যাকে নন জ্যাকার্ড (Non Jacquard) মেশিন বলে৷

বর্তমানে নন জ্যাকার্ড মেশিন চাহিদা ব্যাপক৷ এতে ডায়াল ও সিলিন্ডারে রিব অথবা ইন্টারলক গেটিং এর যে কোনটি সেটিং করার সুযোগ রয়েছে৷ নন জ্যাকর্ড মেশিন সাধারণ ২৪ কাট এর হয়৷ নন জ্যাকার্ড মেশিনে ইন্টারলক এইট লক সুইস ফ্রেঞ্চ পিকু পন্টি ডি রোমা মিলানো রিব প্রভৃতি ডিজাইন সচরাচর করা হয়৷

ওয়েফট নিটেড জ্যাকার্ড টার্ম কি?

ওয়েফট নিটিং জ্যাকার্ড হল জ্যাকার্ড নিটেড কাপড় তৈরির বিশেষ ধরনের কৌশল যা ওয়েফট নিটিং নীতি অবলম্বন করে লুপ গঠনের মাধ্যমে কাপড় তৈরি করে ওয়েফট নিটিং জ্যাকার্ড ডিজাইন ফেস লুপ থেকে তৈরি হয়৷ যার জন্য নির্দিষ্ট কিছু কালার বা রঙিন সুতা বেস কাপড়ে বিদ্যমান থাকে৷ উক্ত বেস ফেব্রিকগুলো সিঙ্গেল জার্সি (১ × ১) রিব বা লিংকস লিংকস এর যে কোন একটি হতে পারে৷ 

ফেস লুপের নিডেলগুলো স্বতন্ত্র বা আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়৷ সাধারণত প্রত্যেকটি প্যাটার্নে কেবলমাত্র একবার উঠানো হয় এবং পর্যায়ক্রমে সাজানো বিভিন্ন রঙিন সুতা থেকে একটি সুতা নিয়ে নিট বা মিস বেসিসে ফিড করা হয়৷ বিভিন্ন ধরনের ওয়েফট নিটেড জ্যাকার্ড ডিজনি রয়েছে যেমনঃ দুই কালার জ্যাকার্ড তিন কালার জ্যাকার্ড এবং জ্যাকার্ড এর সাথে স্ট্রাইপ দুই কালার জ্যাকার্ডে ১ম ফিড হতে কালার A নিট করার জন্য নির্দিষ্ট সংখ্যক নিডেলকে নির্বাচন করা হবে।

এবং পরবর্তী ফিডে কালার B কে নিট করার জন্য ঋনাত্মভাবে অবশিষ্ট নিডেলগুলোকে নির্বাচন করা হবে৷ দুটি ফিড কোর্সের ফেস লুপ এরূপ একত্রে ফেস প্যাটার্ন লুপের একটি সম্পূর্ণ রো তৈরি করে৷ তিন কালার জ্যাকার্ডে প্রতিটি নিডেল একবার নিট করার জন্য নির্বাচিত হবে এবং এক ধারাবাহিক ফিডে দুবার মিস করবে যাতে তিনটি ফিডার কোর্স একটি ডিজাইন রো তৈরি করতে পারে৷ 

ডিজাইন রো তে কালার সংখ্যা যত বেশি হবে প্রতি মেশিন ঘূর্ণনে বা ট্র্যাভর্সে ডিজাইন রো এর মধ্যে উৎপাদনশীলতার হার তত কমবে৷ এখানে ধরে নিতে  হবে স্ট্রাইপ সংযোজন করা যাবে না৷ জ্যাকার্ড নির্বাচনে যদি স্ট্রাইপ সংযোজন করা হয় তবে বিভিন্ন ডিজাইন সারিতে বিভিন্ন কালার নির্বাচন করা যাবে যাতে এক ডিজাইন সারির চেয়ে সম্পূর্ণ ডিজাইনে কালার সংখ্যা বেশি হয়৷ 

উদাহরণস্বরূপ একটি চার ফিডের মেশিন প্রতি ফিডে চার কালারের স্ট্রাইপিং সহকারে প্রতি ডিজাইন সারিতে চার কালার নিট করতে পারে কিন্তু ডিজাইনের পরিসরে মোট ষোল (১৬) কালার আছে৷

সিঙ্গেল জার্সি জ্যাকার্ড কি?

সিঙ্গেল জ্যাকার্ড এক বিশেষ ধরনের জ্যাকার্ড নিট কাপড়৷ এই৷ জ্যাকার্ড নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত৷ উদাহরণ হিসেবে বলা যায়৷ উলের তৈরি কার্ডিগান এবং পুলওভার তৈরিতে Fair isle designs ব্যবহার করা হয়৷ ফ্লোটস পোশাকের পার্শ্বাভিমুখীন প্রসারণতা কিছুটা হ্রাস করে৷  

যখন E ১৮ বা তার কম গেজের মেশিনে অবিরাম ফিলামেন্ট সুতা ব্যবহার করা হয় তখন টেকনিক্যাল ব্যাক সাইডের ফ্লোট স্ন্যাগিং ক্রটি সৃষ্টি করতে পারে৷ সিঙ্গেল সিলিন্ডার মোজা মেশিন ১ × ১ ফ্লোট স্টিচ জ্যাকার্ড নিট করতে পারে৷ এখানে বেজোড় সংখ্যক নিডেলগুলো নিটের জন্য এবং প্রত্যেক ফিডে জোড় সংখ্যাক নিডেলগুলো যখন নিট করে তখন মিস হয়৷ 

এরূপ একটি সিঙ্গেল ওয়েলে টেকনিক্যাল ব্যাক সাইডে রঙিন সুতার ফ্লোট কমিয়ে আনা হয়৷ রঙিন প্যাটার্ন এর পরিসরের স্পষ্টতা শুধু কিছুটা হানি করা হয়৷

নিট জ্যাকার্ড কত প্রকার?

সাইজ বা আকারের উপর ভিত্তি করে নিট জ্যাতার্ডকে প্রধানত তিনভাবে শ্রেণীকরণ করা হয়ঃ
  • ইন্টারমিডিয়েট জ্যাকার্ড
  • মিডিয়াম জ্যাকর্ড
  • ফুল জ্যাকার্ড

ইন্টারমিডিয়েট জ্যাকার্ড কি?

এই ডিজাইনের ক্ষেত্রফল সবচেয়ে কম ডিজাইনের বহর সর্বোচ্চ ২৪ ওয়েলস৷

মিডিয়াম জ্যাকর্ড কি?

ডিজাইনের বহর সর্বোচ্চ প্রায় ৪৮ ওয়েলস৷

ফুল জ্যাকার্ড কি?

ডিজাইনের বহর সর্বোচ্চ প্রায় ১৪৪ ওয়েলস৷ প্রতিটি শ্রেণিতে ডিজাইনের গভীরতা নির্ধারণ করা হয় মেশিনের ফিড সংখ্যা ডিজাইন বা প্যাটার্নে কালার সংখ্যা এবং প্রতি ফিডে বিভিন্ন প্যাটার্ন নির্বাচনের সংখ্যার উপর৷ 

উদাহরণ হিসেবে সচরাচর ব্যবহার হয় এ ধরনের প্যাটার্ন এরিয়ার ১৮ কাট মেশিনের তৈরি বির জ্যাকার্ড কাপড় হলঃ

রিব জ্যাকার্ড
রিব জ্যাকার্ড


ইন্টারমিডিয়েট জ্যাকার্ডঃ

২৫ মিমি × ১২ মিমি (১ ইঞ্চি প্রস্থ ×১/২ ইঞ্চি গভীর)

মিডিয়াম জ্যাকার্ড

৫০ মিমি × ৯০ মিমি (২ ইঞ্চি প্রস্থ × ৩.১/২ ইঞ্চি গভীর)

ফুল জ্যাকার্ডঃ

১৪০ মিমি × ১৬৫ মিমি (৫.১/২ ইঞ্চি প্রস্থ × ৬.১/২ ইঞ্চি গভীর)

ওয়েফট নিটিং এর ক্ষেত্রে রঙিন স্টিচ ডিজাইন?

কালার বা বর্ণ হল ফ্যাশন এর পাঁচটি উপকরণের একটি৷ অন্য চারটি উপকরণ হল স্টাইল সিলহট বা সীমারেখা প্রকাশক ঝাপসা ছবি টেক্সচার এবং প্যাটার্ন৷ ডিজাইন করার জন্য অলংকৃত করে বৈচিত্র্য আনা হয় ফাইবার এবং সুতাকে ডাইং ফিনিশিং অবস্থায় এবং নিটিং অবস্থায়৷  

ফাইবারের বিভিন্ন তারতম্য হতে পারে যেমন ব্যাস দৈর্ঘ্য ক্রস সেকশন রং গ্রহণ সংকোচন বা ইলাস্টিক গুণাবলি৷ সুতার ক্ষেত্রে হতে পারে ফ্যান্সি টুইস্ট নভেলটি সুতা এবং বিভিন্ন স্পিনিং পদ্ধতিতে বা টেক্সচারিং পদ্ধতিতে তৈরি সুতার সম্মিলিত ব্যবহার৷ নানা পদ্ধতিতে ডাইং করে ভিন্ন ভিন্নভাবে অলংকৃতকরণ করা যায়৷ 

আবার একাধিক ফাইবারের সমন্বয়ে কাপড় তৈরি করে ক্রস ডাইং করেও উক্ত প্রভাব আনা হয়৷ তাপ চাপ বা রাসায়নিকভাবেও ফিনিশিং প্রসেস অবলম্বন করে কাপড়ে ডিজাইনের আকার দেয়া যায়৷ পরিশেষে প্লেইন কাপড়ের রঙিন পৃষ্ঠে প্রিন্টিং বিশেষ করে ট্রান্সফার প্রিন্টিং করে রঙিন ডিজাইন করা হয়৷ 

অপরদিকে মোজা বা পোশাকের বিভিন্ন অংশে নানা রঙের রঙিন সুতা দিয়ে এমব্রয়ডারি স্টিচিং দিয়ে রিলিফ ডিজাইন করা যায়৷ ফিনিশিং প্রসেস তুলনামূলক কম আকর্ষণীয় কোন স্ট্রাকচারকে এর চেহারার সম্পূর্ণরূপ বা নির্দিষ্ট স্থান বিশেষ পরিবর্তন এনে দিতে পারে৷ কাপড়ে উল্লিখিত ধরনের অলংকৃত ডিজাইন ওয়েফট নিটিং এর ক্ষেত্রে রঙিন সুতার স্টিচিং দিয়ে ডিজাইন করা হয়৷ 

প্লেইন নিটিং ও প্যাটার্নবিহীন স্ট্রাকচারের তুলনায় স্টিচ ডিজাইনে নিটিং করলে সর্বদা উৎপাদনশীলতা হ্রাস পায়৷  কারণ এক্ষেত্রে মেশিনের গতি কম থাকে৷ ফিডার সংকুলান কম নিটিং করলে সর্বদা উৎপাদনশীলতা হ্রাস পায়৷ 

কারণ এক্ষেত্রে মেশিনের গতি কম থাকে ফিডার সংকুলান কম হয় দক্ষতা ডিজাইন পরিবর্তন সময়সাপেক্ষ এবং মেশিন ধরন ও কৌশলের উপর নির্ভরশীলতা ও অনেক ক্ষেত্রে প্রতিটি প্যাটার্ন রো নিট করতে একাধিক ফিডার কোর্স প্রয়োজন৷

চারটি কৌশলে রঙিন স্টিচের মাধ্যমে ডিজাইন তৈরি করা যায় এগুলো হলঃ
  • অনুভূমিক স্ট্রাইপিং
  • ইন্টারশিয়া
  • প্লেটিং
  • স্বতন্ত্র জ্যাকার্ড স্টিচ নির্বাচন

অনুভূমিক স্ট্রাইপিং কি?

এ পদ্ধতিতে মেশিনে ফিড অবস্থায় পছন্দের অনেক রঙিন সুতার মধ্যে একটি নির্বাচনের সুযোগ আছে৷ এমনকি স্ট্রাইপিং নির্বাচনের সুযোগ ব্যতীত বৃহৎ ব্যাসের মাল্টিফিডার মেশিনে সতর্কভাবে রঙিন সুতার প্যাকেজগুলোকে সাজিয়ে একটি বিস্তৃত পর্যায়ক্রমিক প্রশস্ত স্ট্রাইপ পাওয়া যায় যা প্রতি মেশিন ঘূর্ণনে পুনরাবৃত্তি ঘটে৷ 

যাহোক স্বল্প ফিডার মেশিনে স্ট্রাইপিং ফিংগার নির্বাচন দ্বারা সুতা পরিবর্তনে কঠোর সীমাবদ্ধতা আছে৷ এক্ষেত্রে প্রত্যেক মেশিন ঘূর্ণনের সময় একটি নির্দিষ্ট ফিড পয়েন্ট চার বা পাঁচটি সুতা থেকে পছন্দের একটি নিয়োজিত করা যায়৷ পছন্দের সুতার মাধ্যমে রয়েছে ইলাস্টিক সুতা পৃথকীকরণ সুতা এবং পছন্দের কালার৷

ফ্লাট ও স্ট্রেইট বা মেশিনে প্রত্যেক নিটিং ট্র্যাভার্স সম্পন্ন হওয়ার মধ্যবর্তী সময়ে সুতা বহনকারীর পরিবর্তন হয়৷ সার্কুলার মেশিনে নিডেল সিলিন্ডার বা ক্যাম বক্স যখন ঘূর্ণন দেয় তখন স্ট্রাইপিং ফিংগারের পরিবর্তন হয়৷ নিটিং পয়েন্টে নিটিং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য দুই সুতার পারস্পরিক পরিবর্তন হওয়ার সময় সামান্য ওভারল্যাপ হয়৷

ইন্টারশিয়া কি?

ইন্টারশিয়া হল নিটেড কাপড়ে লুপের মাধ্যমে ডিজাইন তৈরি করার বিশেষ পদ্ধতি যা ডিজাইনের রঙিন এলাকায় খাঁটি রং হিসাবে আত্মপ্রকাশ করে৷ বৃহৎ সংখ্যক কালার দ্বারা অসম কালারের সুস্পষ্টতা পাওয়া যায় ও স্ট্রাকচারের দৈহিক গুণাবলির উপর প্রসারণতা কমে যাওয়ার মতো কোন প্রতিকূল বা বৈরী প্রভাব পড়ে না৷  

সুতার প্যাকেজ বা ক্যারিয়ারগুলোকে সতর্কতার সাথে সাজিয়ে সঠিক অবস্থানে এনে এবং প্রত্যেক কোর্স থেকে কোর্সে সুতার ট্র্যাভার্স নিয়ন্ত্রণ করে একত্রে এঁটে থাকা নিটেড স্ট্রাকচারের ডিজ্বাইন ও সম্মিলিত কালারের এলাকা নির্ধারণ করা হয়৷ সংলগ্ন এলাকায় কিছুটা ওভারল্যাপ এবং প্রত্যেক ওয়েলে লুপগুলোর ইন্টারমেশিং এর ফলে এরূপ একত্রে এঁটে থাকা স্ট্রাকচার পাওয়া যায়৷ 

উক্ত স্ট্রাকচার তৈরিতে প্লেইন ১ × ১ বির এবং অন্যান্য স্টিচ যেমন পার্ল বা ক্যাবল ব্যবহার করা যেতে পারে৷
ইন্টারশিয়ার জন্য ইয়ার্ন ক্যারিয়ার পজিশনিং৷ এটি চরটি অঞ্চলে বিভক্ত৷ এর নিজস্ব ইয়ার্ন ক্যারিয়ারের মাধ্যমে প্রত্যেক কালার সরবরাহ করা হয়৷ যেটা নিজস্ব ক্যারিয়ার স্টপস এর মধ্যে চলাচল করে এবং তা পূর্বের অবস্থায় ফিরে যেতে সক্ষম৷ নির্দিষ্ট কোর্সে সকল ক্যারিয়ার একই দিকে চলাচল করে৷ প্রত্যেক কালার একে অন্যের সাথে সম্পর্কযুক্ত৷

ইন্টারশিয়ার একটি ডিজাইন রো সংলগ্ন বা প্রতিবেশী ওয়েলস এর পাশাপাশি ব্লক দ্বারা বিভক্ত থাকে৷ প্রতিটি ব্লকের নিডেল একটি পৃথক রঙিন এলাকা নিট করে যার জন্য এর বিশেষ নিজস্ব সুতা সরবরাহ করা হয়৷ তারপর সুতা উপরের কোর্সের জন্য গমন করে এবং নিডেল লুপের পশ্চাৎ বরাবর ফ্লোট করে না৷ ডিজাইন রো এর মধ্যে নিডেলের ব্লক একই কালারের হয় এবং প্রত্যেক ব্লকে একটি আলাদা সুতা সরবরাহ করা হয়৷

ইন্টারশিয়ার জন্য সুতা সরবরাহ ও নিটিং কার্য এক কোর্সে বাম থেকে ডানে এবং পরবর্তী কোর্সে ডান থেকে বামে হয়৷ এটা স্ট্রেইট বার ফ্রেম ও ভি বেড ফ্লাট মেশিনে স্বাভাবিক আড়াআড়ি গতিতে দেখা যায়৷ সার্কুলার সিঙ্গেল সিলিন্ডার মোজা মেশিনে সিলিন্ডার অনবরত ঘূর্ণনের পরিবর্তে দোলার প্রয়োজন হয়৷ ঐতিহ্যগতভাবে ইন্টারশিয়া দক্ষতার সাথে হাতে বুনন করা হয়৷ হাতের সাহায্যে প্রত্যেক ব্লকের পার্শ্ববর্তী নিডেলের হুকে সুতা ধরে ক্যামের সাহায্যে স্থির নিডেলগুলোকে বাহিরের দিকে নিয়ে কার্য সম্পন্ন করা হয়৷

এরূপ হাতের সাহায্যে চালিত স্থির নিডেল বেড মেশিনগুলো হল সার্কুলার টাইপ মোজা মেশিন বা ফ্লাট বেড Dabied মডেল মোজা মেশিন৷ ইন্টারশিয়া পদ্ধতিতে উন্নতমানের উলের নিট করা স্কটল্যান্ডীয় Argyle tartan মোজা এবং পশমি সুয়েটার নিট করা হয়৷ এগুলো একটি ওয়েল এর প্রশস্ত স্ট্রাইপ কোনাকুনিভাবে ছেদ করে ডায়মন্ড আকারের ডিজাইন তৈরি করে যাকে ওভারচেকস বলে৷

ইন্টারশিয়া নিটিং এর অধিকাংশ স্বয়ংক্রিয় পদ্ধতিগুলোর মধ্যে কয়েকটি পদ্ধতিতে একটি অপরটির সংলগ্ন এলাকার ওভারল্যাপিং এক কোর্সে ডানদিকে এবং পরবর্তী কোর্সে বামদিকে চোপে যায়৷ এতে এক দুই বা ততোধিক ওয়েলস এর সংযোগস্থলে করাতের দাঁতের মতো প্রভাব সৃষ্টি হয় যা সামান্য পরিমাণে রাখা হয় এবং নিট ও টাক লুপের প্লেটিং করা হয়৷ প্লেটেড ওভারচেক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আরজিল মোজা নিট করা হয়৷ ইন্টারশিয়ার মাধ্যমে ফুল ফ্যাশন সোয়েটারে সামঞ্জস্যপূর্ণ জ্যামিতিক আকারের ডিজাইন করা হয়ে থাকে৷

যাহোক ইন্টারশিয়া প্যাটানিং ইলেকট্রনিক ভি বেড ফ্লাট নিটিং মেশিনে একটি বাছাইকৃত অতিরিক্ত কাজ যা সুতার অবস্থান নির্ধারণে নিডেল বাছাইকরণে ক্যারিয়ার ট্র্যাভাসিং প্রভৃতি বৈদ্যুতিক কৌশল নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করে উত্তোরোত্তর অত্যাধুনিক হয়েছে৷

প্লেটিং কি?

প্লেটিং শব্দের অর্থ কোন কিছুর উপর আবরণ দেয়ার প্রক্রিয়া৷ মূল নিট পোশাক পরিচ্ছদ যেমন সোয়েটার মোজা প্রভৃতির সদরে রঙিন সুতার সাহায্যে ডিজাইন বা মোটিফ নিট করা হয়৷ প্লেটিং ব্যাপকভাবে সিঙ্গেল জার্সি প্লাশ ওপেন ওয়ার্প ফ্লোট এবং ইন্টারলক ফ্লিসিতে ব্যবহৃত হয়৷ যাহোক এমব্রয়ডারি মোটিফ প্লেটিং ব্যতিক্রম ছাড়া ওয়েফট নিটিং প্লেটেড ডিজাইন করতে রঙিন সুতার ব্যবহার হ্রাস পেয়েছে৷

উন্নত প্রযুক্তির জ্যাকার্ডের সাহায্যে রঙিন সুতার নিট ও মিস নিডেল নির্বাচন করে প্লেটিং তৈরির তুলনায় সাধারণ ওয়েফট নিটিং এ সীমিত কালার দিয়ে সুস্পষ্টতা আনতে যথেষ্ট নির্ভুলতার প্রয়োজন৷ রির্ভাস প্লেটিং এর বেলায় সাধারণত দুটি কনট্রাস্টিং কালারের সুতার অবস্থান নিডেল হুকে পরিবর্তন করে করা হয়৷ বিশেষ আকারের সিংকার বা ইয়ার্ন ফিড গাইড এর গতিবিধি নিয়ন্ত্রণ করে নিডেল হেডে সুতার অবস্থান পরিবর্তন করা হয়৷

সেকশনাল প্লেটিং এর বেলায় স্ট্রেইট বার ফ্রেম ব্যবহার করা হয়৷ এক্ষেত্রে গ্রাউন্ড সুতা অবিরাম পূর্ণ বহর বরাবর নিট করে৷ অপরদিকে প্লেটিং ক্যারিয়ার টিভব নিডেলের নিচে সেট করে আড়াআড়ি গতিতে একটি নির্দিষ্ট নিডেল গ্রুপকে সুতা সরবারহ করে যাতে ফেস সাইডে রং প্রদর্শন করে৷

স্বতন্ত্র জ্যাকার্ড স্টিচ নির্বাচন কি?

স্বতন্ত্র জ্যাকার্ড স্টিচ নির্বাচন পদ্ধতিটি বহুবিধ এবং ব্যাপক ব্যবহৃত কালার ডিজাইন নিটিং বা নিজস্ব কালারে ভিন্ন রকম স্টিচের পদ্ধতি৷ এর ভিত্তি নিটিং চক্র চলাকালীন সময়ে একটি নিডেলের তুলনামূলক অবস্থানে থেকে দুই বা ততোধিক সুতা হতে কোন নির্ধারিত স্টিচটি এর সাথে সঙ্গতিপূর্ণ ওয়েল তৈরি করবে এবং এজন্য মেশিনের এক ঘূর্ণন বা ট্র্যাভার্সের নির্দিষ্ট ফিডার কোর্স থাকে৷ 

স্বতন্ত্র স্টিচ নির্বাচন পদ্ধতি ল্যাচ নিডেল ওয়েফট নিটিং মেশিন বিশেষভাবে উপযুক্ত৷ কারণ এই মেশিনের স্বতন্ত্র ট্রিকস এবং বাটের উপকরণ স্বাধীনভাবে চলাচল করার উপযোগী৷ মেশিন এলিমেন্টের ডিজাইন এবং ক্যাম সাজানোর উপর নির্ভর করে এক বা একাধিক স্টিচ তৈরি করা যেতে পারে৷ যেমন নিট টাক মিস প্লেটেড প্লাশ ইনলে লুপ স্থানান্তর এবং পার্ল নিডেল স্থানান্তর৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন