সাটিন ও সাঢ়ীন হল মূল উইভের মধ্যে তৃতীয়৷ সাটিন ওয়ার্প ফেইসড রি-অ্যারেঞ্জড টুইল এবং সাটীন ওয়েফট ফেইসড রি-অ্যারেঞ্জড টুইল৷ সাটিনের উল্টো পার্শ্বে সাটীন উইভ দৃষ্টিগোচর হয়৷ অর্থাৎ একটি কাপড়ের উপরের দিক সাটিন হলে নিচের দিকে সাটীন ডিজাইন দেখা যাবে৷ সাটিন কখনো কখনো স্বতন্ত্র উইভ আবার অন্য উইভের সাথে মিলিতভাবেও ব্যবহৃত হয়৷
বিশেষ করে অলংকৃত ডিজাইন তৈরি করার জন্য প্লেইন ও টুইল উইভের মতো সাটিন ডিজাইনও ব্যবহৃত হয়৷ যেহেতু সাটিন উইভের বৈশিষ্ট্য কিছুটা টুইল উইভের মতো কাজেই এটি একটি রি-অ্যারেঞ্জড টুইল৷ সাটিন উইভের প্রধান বৈশিষ্ট্য হল রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতার মধ্যে মাত্র একটি করে বন্ধনী থাকে এবং এই বন্ধনী সুতাটি পার্শ্ববর্তী দীর্ঘ ভাসা সুতা দ্বারা ঢেকে যায়৷ এছাড়াও সাটিন উইভ দ্বারা তৈরিকৃত কাপড় মসৃণ হয়৷
উৎপাদিত কাপড়ে কোন স্পষ্ট উইভ স্ট্রাকচার দৃষ্টিগোচর হয় না এবং ক্রমাগত টুইল লাইনও দেখা যায় না৷ সাটিন উইভ পূর্বে যা সিল্ক দ্বারা তৈরি অনেক দামি এবং উচ্চ শ্রেণির মানুষের জন্য ব্যবহার হত৷ দ্বাদশ শতাব্দীর দিকে সাটিন উইভ ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা পায়৷ সাটিন নামটির উৎপত্তি হয়েছে চীনা পোর্ট সিটি কোয়ানজু (Quanzhou) এর নাম অনুসারে৷
সাটিন ও সাটীন কি?
রি অ্যারেঞ্জড টুইল এর রিপিটের টানা ও পড়েন সুতার মধ্যে মাত্র একটি করে বন্ধনী সৃষ্টি করে ও বন্ধনী সুতাটি পার্শ্ববর্তী দীর্ঘ ভাসা সুতা দ্বারা ঢেকে যায় এবং একটি নির্দিষ্ট মুভ নম্বর অনুযায়ী বন্ধনীসমূহ সৃষ্টি করে যে ডিজাইন তৈরি করে উক্ত ডিজাইনকে সাটিন ও সাটীন ডিজাইন বলে৷সাটিন কাপড় কাকে বলে?
সাটিন হল উইভ যার উপরের অংশ উজ্জ্বল এবং নিচের অংশ অনুজ্জ্বল হয়৷ উজ্জ্বল হওয়ার অন্যতম কারণ হল উচ্চ নম্বরের ফ্লোট এর কারণে৷ সাধারণভাবে সাটিন হচ্ছে ওয়ার্প ফেসড উইভিং টেকনিক যেখানে ওয়ার্প ইয়ার্ন ওয়েফট ইয়ার্ন এর উপর ফ্লোটেড অবস্থায় থাকে৷বেশিরভাগ ওভেন ফেব্রিক সাটিন উইভ, টুইল উইভ এবং প্লেইন উইভ এর মাধ্যমে গঠিত হয়ে থাকে৷
সাটীন কাপড় কাকে বলে?
সাটীন ডিজাইন ওয়েফট ফেইস কনস্ট্রাকশন এর মাধ্যমে তৈরি যার ইউনিট স্পেস এ এন্ডস এর তুলনায় পিকস বেশি থাকে এবং সুতার ভাসাগুলো ফেইস সাইডে বেশি থাকে৷বিভিন্ন ধরনের সাটিন কাপড়ের নাম?
বিভিন্ন ধরনের সাটিন লক্ষ করা যায়৷ নিচে বিভিন্ন ধরনের সাটিনের নাম দেয়া হলঃ- ফ্যাকোনি সাটিন
- গটার সাটিন
- ডাবল ফেস সাটিন
- ডাচেস সাটিন
- স্লিপার সাটিন
- ব্যারোনেট সাটিন
- চারমেআস সাটিন
- সুলতান সাটিন
- ফারমারস সাটিন
- সার্ফ সাটিন
- পলি সাটিন
- মিসেলাইন সাটিন
সাটিন ও সাটীন এর বৈশিষ্ট্য?
সাটিন ও সাটীনের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলঃ-
সাটিন ও সাটীন ওয়ার্প অথবা ওয়েফট ফেইসড উইভঃ
সাটিন ও সাটীন ওয়ার্প অথবা ওয়েফট ফেইসড উইভঃ
- সাটিন (Satin) একটি ওয়ার্প ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ করে।
- সাটীন (Satieen) ওয়েফট ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ।
- সাটিন ও সাটীন স্পষ্টত কোন উইভ স্ট্রাকচার প্রদর্শন করে না৷
- টুইলের মতো সাটিন এর উপরিভাগে পুরোপুরি কোনাকুনি রেখা দৃষ্ট হয় না৷
- সাটিন ও সাটীন রেগুলার টুইল এর রি অ্যারেঞ্জমেন্ট এর একটি সরলতম প্রয়োগ।
- সাটিন ডিজাইনের তৈরি কাপড়ের উপরিভাগ বেশ মসৃণ ও চকচকে৷
- ওয়ার্প সাটিনে পড়েনের তিলনায় টানায় উচ্চ কাউন্টের সুতা ব্যবহার করা হয়৷
- সাটিন ডিজাইনের ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট হয়৷
- কাপড়ের উপরিভাগে ওয়ার্প ফেইস হলে কাপড়ের ব্যাক সাইডে ওয়েফট ফেইস সাটিন হবে৷
- রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতায় একটিমাত্র বন্ধনী কারণে কাপড় ঢিলা হয়৷
- টানা ও পড়েনের ঘনত্ব সাটিন ডিজাইনে বাড়ানো সম্ভব৷
- রিপিটের প্রতিটি টানা পড়েন সুতায় একটিমাত্র বন্ধনীর কারণে ডিজাইনের রিপিট খুব বেশি বড় করা হয় না৷
- কাপড়ের একক পরিসরে ওজন বাগানো সম্ভব৷
- প্লেইন ও টুইল কাপড়ের সাথে তুলনা করলে সাটিন কাপড় গঠনের দিক থেকে ঢিলা কাপড়৷
- ডিজাইনের গঠনে নির্দিষ্ট দূরত্ব পর বন্ধনীর জন্য মুভ নম্বর ব্যবহার করা হয়৷
- রেগুলার সাটিন এর ক্ষুদ্রতম ডিজাইন ৫×৫ কিন্তু ইরেগুলার সাটিন ৪× ৪ সুতা দ্বারা উইভ তৈরি করা সম্ভব৷
সাটিন ও সাটীন ডিজাইন এর পার্থক্য?
সাটিনঃ
- সাটিন ডিজাইন ওয়ার্প ফেইস কনটদস্ট্রাকশন নির্দেশ করে৷
- সাটিন উইভ এর ইউনিট স্পেস এ পিকস এর তুলনায় এন্ডস বেশি থাকে৷
- সুতার ভাসাগুলো ব্যাক সাইডে বেশি থাকে৷
- সাটিন উইভে সাধারণত পিকস এর তুলনায় এন্ডস এ উচ্চ কাউন্টের সুতা ব্যবহৃত হয়৷
- যেহেতু বুননের সময় রিপিটের একদা বাদেরদ সব টানা সুতা উপরে তুলতে হয় কাজেই ট্যাপেট শেডিং এর মাধ্যমে সাটিন ডিজাইন বুনন কষ্টসাধ্য৷
- বড় ডিজাইন ডবি শেডিং এর মাধ্যমে করা হয়৷
- কাপড়ে পিকস কম থাকার কারণে উৎপাদন খরচ তুলনামূলক কম হয়৷
- তুলনামূলক উন্নতমানের টানা সুতা ও নিম্নমানের পড়েন সুতা ব্যবহৃত হয়।
সাটীনঃ
- সাটীন ডিজাইন ওয়েফট ফেইস কনস্ট্রাকশন নির্দেশ করে৷
- সাটীন উইভ এর ইউনিট স্পেস এ এন্ডস এর তুলনায় পিকস বেশি থাকে৷
- সুতার ভাসাগুলো ফেইস সাইডে বেশি থাকে৷
- সাটীন উইভে সাধারণত এন্ডস এর তুলনায় পিকস এ উচ্চ কাউন্টের সুতা ব্যবহৃত হয়৷
- যেহেতু বুননের সময় রিপিটের একটামাত্র টানা সুতা উপরে তুলতে হয় কাজেই ট্যাপের ট্যাপেট শেডিং এর মাধ্যমে বুনন সহজ হয়৷
- প্রয়োজন না হলে ডবি ব্যবহার করা হয় না৷
- সাটীন কাপড়ে পিকস বেশি থাকায় কারণে উৎপাদন খরচ তুলনামূলক বেশি হয়৷
- তুলনামূলক উন্নতমানের পড়েন সুতা ও নিম্নমানের টানা সুতা ব্যবহৃত হয়৷
সাটিন ও সাঢ়ীন কত প্রকার ও কি কি?
সাটিন অথবা সাটীন সাধারণত দুই প্রকারঃ
- রেগুলার সাটিন অথবা সাটীন
- ইরেগুলার সাটিন অথবা সাটীন
উপরোক্ত দুই প্রকার ছাড়াও সাটিন ও সাটীনের কম্বিনেশনঃ
- সাটিন সাটীন স্ট্রাইপ ও
- সাটিন সাটীন চেক ডিজাইন তৈরি করা হয়
রেগুলার সাটিন অথবা সাটীন কি?
যে সমস্ত সাটিন উইভের রিপিট সাইজের একক মুভ নম্বর আছে তাদেরকে রেগুলার সাটিন উইভ বলা হয়৷ রেগুলার সাটিন উইভ ৫×৫ ঘরের নিচে করা সম্ভব হয় না এবং খুব বড় রেগুলার সাটিন ডিজাইনও করা হয় না৷ইরেগুলার সাটিন অথবা সাটীন কি?
যে সমস্ত সাটিন উইভের নির্দিষ্ট মুভ নম্বর নেই তাদেরকে ইরেগুলার সাটিন উইভ বলা হয়৷ ইরেগুলার সাটিন এর ক্ষুদ্রতম ডিজাইন ৪×৪৷সাটিন সাটীন স্ট্রাইপ |
সাটিন সাটীন স্ট্রাইপ কি?
সাটিন ও সাটীনের মিলিত ডিজাইনে বিভিন্ন ডিজাইনের ইফেক্ট তৈরি করা যায়৷ সাধারণত নির্দিষ্ট রিপিটের ১ টি ওয়ার্প সাটিন ও ১ টি ওয়েফট সাটীন পাশাপাশি সাজিয়ে দুইটি টানা সুতার মত কাপড়ের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে সাটিন সাটীন স্ট্রাইপ গঠিত হয়৷সাটিন সাটীন চেক |
সাটিন সাটীন চেক কি?
সাটিন ও সাটীনের স্ট্রাইপের মতো সাটিন ও সাটীন মিলিত হয়ে চেক ইফেক্ট তৈরি করে৷ নির্দিষ্ট রিপিটের ১ টি ওয়ার্প সাটিন ও ১টি ওয়েফট সাটীন পাশাপাশি প্লেইন ডিজাইনের মতো ওয়ান আপ ওয়ান ডাউন এই নিয়মে ১টি সাটিন ও ১টি সাটীন পর্যায়ক্রমে সাজিয়ে সম্পূর্ণ কাপড়ে চেক ইফেক্ট তৈরি করে৷রেগুলার সাটিন অথবা সাটীন উইভ গঠনের নিয়মাবলি?
সাটিন উইভের ক্ষেত্রে পরস্পর বন্ধনীগুলোর দূরত্ব সঠিক ও সমান রাখার জন্য কতকগুলা নিয়ম মেনে চলতে হয়৷ উইভ নম্বর মুভ নম্বর বা কাউন্ট নম্বর ইত্যাদি ডিজাইন প্রস্তুত করার পূর্বে জেনে নেয়া প্রয়োজন ফলে ডিজাইনটি অঙ্কন করতে সহজ হয়৷তাছাড়া স্টেপ ভ্যালু বা মুভ নম্বর নির্বাচন সম্পূর্ণরূপে নির্ভর করে উইভ নম্বরের উপর৷ উইভ নম্বর যত ছোট হবে মুভ নম্বরের সংখ্যা তত কম হবে৷
রেগুলার সাটিন সাটীনের মুভ নম্বর বেরকরণ?
- স্টেপ ভ্যালু/মুভ নম্বর/কাউন্ট নম্বর নির্ধারণ করার জন্য কতকগুলা শর্ত মেনে চলতে যা নিম্নরূপঃ
- রেগুলার সাটিন সাটীনের উইভ নম্বর তুলনামুলক ছেট হতে হবে৷
- স্টেপ ভ্যালু বা মুভ নম্বর কখনো এক হবে না৷
- উইভ নম্বর ও মুভ নম্বরের কোন সাধারণ মান বা কমন ফ্যাক্টর থাকতে পারবে না৷
- মুভ নম্বর কখনো উইভ নম্বরের চেয়ে এক কম হবে না যেহেতু ডিজাইনটি টুইলের মতো তৈরি হয়।
- রিপিট সংখ্যার টানা ও পড়েন সুতার সংখ্যাকে এমন ২টি অসমান অংশে বিভক্ত করতে হবে যাতে তাদের যোগফল রিপিটের সংখ্যার সমান হয়৷
- উইভ নম্বর ও মুভ নম্বরের কোন সাধারণ মান বা কমন ফ্যাক্টর থাকতে পারবে না৷
- মুভ নম্বর ওয়ার্প এর দিকে অথবা ওয়েফট এর দিকে প্রয়োগ করা যাবে৷
- রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতা মাত্র একবার বন্ধনী সৃষ্টি করে৷
উদাহরণ ১ঃ
(৭×৭) রিপিট সাইজের জন্য
স্টেপ ১ঃ মুভ নম্বর কখনও ১ হবে না
[১ বাদ ]
স্টেপ ২ঃ মুভ নম্বর কখনো রিপিট সাইজের ১ কম হবে না [৬ বাদ ]
স্টেপ৩ঃ ৭×৭ এর অসমান অংশ
[১ও৬ বাদ] ২+৫=৭,৩+৪=৭
এখানে শর্ত অনুযায়ী ১ও ৬ মুভ নম্বর ধরা হয় নি৷
স্টেপ ৪ঃ ২,৩,৪,৫ এর কোন সাধারণত মান অর্থাৎ কোন কমন ফ্যাক্টর নেই৷
অতএব, ৭×৭ ঘরের সাটিন সাটীন ডিজাইনের জন্য মুভ নম্বর/স্টেপ ভ্যালু/কাউন্ট নম্বর হবে, ২,৩,৪,ও ৫৷
উদাহরণ ২ঃ (৫×৫) রিপিট সাইজের জন্য
স্টেপ ১ঃ মুভ নম্বর কখনো ১ হবে না
[১ বাদ]
স্টেপ ২ঃ মুভ নম্বর কখনো রিপিট সাইজের ১ কম হবে না৷ [অর্থাৎ রিপিট সাইজ ৫ কাজেই মুভ নম্বর ৪ হবে না ]
স্টেপ ৩ঃ ৫×৫ এর অসমান অংশ ২ এ ৩
অর্থাৎ ২+৩ = ৫৷ এখানে শর্ত অনুযায়ী ১ ও ৪ মুভ নম্বর ধরা হয় নি৷
স্টেপ ৪ঃ ২ ও ৩ এর কোন সাধারণ মান অর্থাৎ কমন ফ্যাক্টর নেই৷
অতএব (৫×৫) ঘরের সাটিন সাটীন ডিজাইনের জন্য মুভ নম্বর/স্টেপ ভ্যালু/কাউন্ড নম্বর হবে ২ ও ৩৷
সাটিন ও সাটীন উইভের গঠনপ্রণালি?
রেগুলার ওয়ার্প সাটিন ও ওয়েফট সাটিন এর গঠনপ্রণালি প্রায় একই রকম নিম্নে সাটিন ও সাটীনের গঠনপ্রণালি বর্ণনা করা হলঃ- ওয়ার্প সাটিন টানা ভাসা হবে৷
- ওয়েফট সাটীন পড়েন ভাসা হবে৷
- সর্বপ্রথম সাটিন এর রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷
- অতঃপর নিয়মানুযায়ী রিপিট সাইজ বা উইভ নম্বর অনুযায়ী মুভ নম্বর বা স্টেপ ভ্যালু নির্বাচন করতে হবে৷
- ৫। এখন রিপিটের সর্ববাম ও নিচের প্রথম ঘরটি ভরাট করে অথবা যে কোন চিহ্ন ব্যবহার করে ঘর চিহ্নিত করতে হবে৷ এটিই হবে টানা ও পড়েন সুতার প্রথম বন্ধনী৷
- মুভ নম্বর যত হবে প্রথম বন্ধনী থেকে ডানদিকে তত ঘর অগ্রসর হওয়ার পর এক ঘর উপরে উঠে দ্বিতীয় বন্ধনীর সৃষ্টি হবে৷ এভাবে স্টেপ ভ্যালু এর উপর নির্ভর করে রিপিটের শেষ বন্ধনী পর্যন্ত ভরাট করতে হবে৷
- প্রতিটি টানা সুতায় একটি এবং প্রতিটি পড়েন সুতায় একটিমাত্র বন্ধনীর সৃষ্টি হবে৷
- সাটিন সাটীন ডিজাইনের প্রতিটি টানা ও পড়েন সুতায় একটিমাত্র বন্ধনী থাকে৷ পরবর্তী বন্ধনীগুলো মুভ নম্বর বা স্টেপ ভ্যালু এর উপর নির্ভর করে৷
- যদি ওয়ার্প সাটিন করতে হয় তবে চিহ্ন দেওয়া বন্ধনীগুলো ডাউন হবে এবং অন্য সব টানা সুতাগুলো ভাসা অর্থাৎ আপ হবে৷
- ওয়েফট সাটীনের জন্য বন্ধনী চিহ্ন দেওয়া ঘরগুলো টানা ভাসা এবং অন্য সবগুলো পড়েন ভাসা হবে৷
- সাটিন সাটীন ডিজাইনের প্রতিটি টানা ও পড়েন সুতায় একটিমাত্র বন্ধনী থাকে৷ পরবর্তী বন্ধনীগুলো মুভ নম্বর বা স্টেপ ভ্যালু এর উপর নির্ভর করে৷
- এভাবে ছক কাগজে রেগুলার সাটিন ও সাটীন ডিজাইন তৈরি করা হয়৷
- ইরেগুলার সাটিনের জন্য কোন মুভ নম্বর বা স্টেপ ভ্যালু নেই৷
- ইরেগুলার সাটিন ও সাটীন সাধারণত ৬×৬ ও ৪×৪ ঘরে গঠিত হয়৷
- প্রথম রিপিট সাইজ অর্থাৎ উইভ নম্বর শনাক্ত করতে হবে৷
- ৪×৪ ইরেগুলার সাটিনের ক্ষেত্রে টানা সুতার বন্ধনী ১,২,৪,৩ অথবা ১,৩,২,৪, এভাবে সাজিয়ে ডিজাইন প্রস্তুত করা সম্ভব৷
- ৬×৬ ইরেগুলার সাটিনের ক্ষেত্রে অনুরূপ টানা সুতার বন্ধনী ১,৩,৫,২,৬,৪, অথবা, ১,৪,২,৬,৩,৫ এভাবে সাজিয়ে ডিজাইন তৈরি করা সম্ভব৷
- ওয়ার্প সাটিন এবং ওয়েফট সাটীন তৈরির নিয়মাবলি রেগুলোরের মতোই অর্থাৎ ওয়ার্প সাটিনের বেলায় চিহ্নিত বন্ধনীগুলো ভাসা হবে এবং বাকিগুলো চানা ভাসা হবে৷
- ওয়েফট সাটীনের বেলায় শুধুমাত্র চিহ্নিত বন্ধনীগুলো টানা ভাসা ও বাকিগুলো পড়ে৷ ভাসা হবে৷
- উভয় ক্ষেত্রেই ড্রাফটিং স্ট্রেইট ড্রাফট হবে এবং লিফটিং ডিজাইনের অনুরূপ হবে৷
- এখন এমনভাবে ইচ্ছেমতো বন্ধনী চিহ্ন বসাতে হবে যাতে প্রতিটি টানা সুতা ও প্রতিটি পড়েন সুতায় মাত্র একটি বন্ধনী সৃষ্টি হয় এবং বন্ধনীগুলো যেন কোন নির্দিষ্ট এলাকায় ঘনীভূত না হয়৷
সাটিন সাটীন কাপড়ের ব্যবহার?
- সাটিন সাটীন উইভের ব্যবহার নিম্নে দেয়া হলঃ
- কোট ও স্যুটের কাপড় তৈরিতে৷
- পরিধেয় বস্ত্র পর্দা ও গৃহসজ্জার সামগ্রী তৈরিতে৷
- জ্যাকার্ড ডিজাইনের ক্ষেত্রে এই উইভ ব্যবহার হয়৷
- মসৃণতার জন্য উচ্চমানসম্পন্ন মূল্যবান কাপড় তৈরিতে সাটিন সাটীন ডিজাইন ব্যবহৃত হয়৷
- ডেনিম কাপড় তৈরিতে ব্যবহৃত হয়৷
- চকচকে পোশাক শিশুদের পোশাক তৈরিতে ব্যবহৃত। কাপড়ের ডিজাইনে সাটিন সাটীন ব্যবহৃত হয়৷
- মাল্টিপ্লাই ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়৷
- ইন্টারলাইনিং ক্লথ রিবন ইত্যাদি তৈরিতে৷