মৌলিক টেক্সটাইল ডিজাইন কি | প্লেইন টুইল ও সাটিন উইভের মধ্যে পার্থক্য
মৌলিক টেক্সটাইল ডিজাইন কি?
যে সমস্ত ডিজাইনে রিপিটের টানা ও পড়েন সুতার মধ্যে ইন্টারলেসেমেন্ট (Intrelacement) ও কমপক্ষে একটি টানা ও পড়েন ভাসা এবং বন্ধনী সর্বোচ্চ থাকে, সে সমস্ত ডিজাইনকে মৌলিক টেক্সটাইল ডিজাইন (Basic weave structure) বলা হয়।সাধারণত মৌলিক টেক্সটাইল ডিজাইনের প্রতি রিপিটে টানা সুতার সংখ্যা ও পড়েন সুতার সংখ্যা সমান থাকে৷ টেক্সটাইল ক্ষেত্রে যত জটিল ডিজাইন হোক না কেন এগুলো অবশ্যই মৌলিক টেক্সটাইল ডিজাইনের মিশ্রণের ফলে তৈরি হয়।
ওভেন কাপড়ের জন্য বিভিন্ন মৌলিক ডিজাইন?
- প্লেইন কাপড়
- টুইল কাপড়
- সাটিন কাপড়
প্লেইন কাপড় কি?
সবচেয়ে সহজে ও সরলতম উইভ বা ডিজাইন হল প্লেইন ডিজাইন৷ যে কোন সংখ্যক টানা সুতায় পর্যায়ক্রমে জোড় ও বেজোড় সংখ্যক সুতাকে উপরে উঠিয়ে ও নিচে নামিয়ে প্লেইন উইভ করা সম্ভব৷ এই উইভের মধ্যে সুতাগুলো একটি বাদে একটি পর্যায়ক্রমে বন্ধনীতে অংশগ্রহণ করে। প্রথম টানা সুতাটি প্রথম পড়েন সুতার উপর দিয়ে ও দ্বিতীয় পড়েন সুতার নিচ দিয়ে এবং দ্বিতীয় টানা সুতাটি প্রথম পড়েন সুতার নিচ দিয়ে ও দ্বিতীয় পড়েন সুতার উপর দিয়ে অতিক্রম করে প্লেইন ডিজাইন তৈরি করে৷
প্লেইন উইভ |
এই ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ছোট/ক্ষুদ্রতম টানা ও পড়েন সুতার প্রয়োজন হয়৷ অর্থাৎ দুইটি টানা সুতা দুইটি পড়েন সুতা পরস্পর বন্ধনীর মাধ্যমে একটি রিপিট গঠিত হয়৷ প্লেইন উইভের ক্ষুদ্রতম সংখ্যা ২×২, তবে বাস্তব ক্ষেত্রে প্লেইন উইভ অন্যান্য সমস্ত উইভের তুলনায় বেশি ব্যবহৃত হয়৷ প্লেইন উইভ দ্বারা কাপড় বয়নের পর উভয় পার্শ্বে একই রকম ইফেক্ট দেখা যায়৷ যখন কাপড় খুব ঘন করা হয় তখন ৪টি বা ৬ ঝাঁপের মধ্যে স্কীপ ড্রাফট করে তৈরি করা হয়৷
টুইল কাপড় কি?
যে উইভ কাপড়ের উপরিভাগে টানা অথবা পড়েন ভাসা অথবা টানা পড়েন সম বা অসম কতগুলো কোণাকুণি শিররেখা ও ডায়াগোনাল রেখা দৃষ্ট হয় তাই টুইল উইভ (Twill weave)৷ টুইল উইভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কাপড়ের উপর কোণাকুণি শিররেখা (Diagonal lines) দেখা যায়৷ টুইল উইভের টানা সুতাগুলো এমনভাবে বন্ধনীতি অংশগ্রহণ করে যে প্রতিটি টানা সুতার বন্ধনী বিন্দু, পূর্ববর্তী টানা সুতার বন্ধনী বিন্দু সাপেক্ষে একঘর উপরে বা নিচে স্থানান্তরিত হয়ে এ টুইল রেখার সৃষ্টি হয়৷টুইল কাপড় |
আর এই টুইল লাইন কাপড়ের উভয় পার্শ্বে দৃষ্ট হয়৷ এটি সাধারণত ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে এভাবে অগ্রসর হয়৷ উৎপাদিত কাপড়ের উপরিভাগে যে অংশ টানা ভাসা হবে ঠিক উল্টোটাই কাপড়ের পিছনের অংশে দেখা যাবে৷ টুইল উইভের কাপড় সাধারণত ভারী হয়৷ এধরনের ডিজাইন দ্বারা প্রস্তুতকৃত কাপড় দ্বারা স্যাুটিং, প্যান্ট ইত্যাদিতে বেশি ব্যবহৃত হয়৷
সাটিন কাপড় কি?
ওভেন ফেব্রিকের মূল উইভগুলোর মধ্যে সাটিন হল তৃতীয় মূল উইভ৷ এই উইভের প্রধান বৈশিষ্ট্য হল কাপড়ের উপরিভাগ খুবই মসৃণ ও চাকচিক্যময় হয়ে থাকে৷ রিপিটের টানা সুতাটি শুধুমাত্র ১টি অংশ বাইন্ডিং অবস্থায় থাকে ও অন্য অংশগুলো ভাসা থাকে৷ যার ফলে বাইন্ডিং এর অংশটি পার্শ্ববতী সুতাসমূহ দ্বারা ঢেকে যায়৷সাটিন কাপড় |
কাজেই কাপড় খুবই চাকচিক্যময় ও মসৃণ দেখায়। সাধারণত সাটিন উইভে টুইল রেখার মত কোন রেখা দেখা যায় না। প্লেইন ও টুইল কাপড়ের সাথে তুলনা করলে এটি অত্যন্ত ঢিলা ধরনের কাপড়৷ জ্যাকর্ড ডিজাইনের ক্ষেত্রে বড় লুজ সুতার বাইন্ডিং এর জন্যও এই ডিজাইন ব্যবহৃত হয়৷
প্লেইন টুইল ও সাটিন উইভের মধ্যে পার্থক্য?
প্লেইনঃ
- প্লেইন ডিজাইন সবচেয়ে সহজ ও সরলতম ডিজাইন
- প্লেইন উইভ এ দুই সারি সুতার মধ্যে বন্ধনী হয়৷
- প্লেইন এর ক্ষুদ্রতম ডিজাইন (২×২)৷
- প্লেইন উইভই এর পাশাপাশি ২ টি সুতা সর্বাধিক দৃঢ় থাকে৷
- প্লেইন উইভ এর টেকচার অন্যকোন উইভ এর চেয়ে শক্ত ও সূক্ষ্ম৷
- চাকচিক্যতা ও মসৃণতা তুলনামূলক কম৷
- এক্ষেত্রে কোন কোণাকুণি রেখা সৃষ্টি হয় না৷
- বাস্তব ক্ষেত্রে এই ডিজাইন সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয়৷
- ঝাঁপে ডিজাইন তৈরি করা সম্ভব৷
- প্লেইন কাপড়ের ব্যবহার বহুবিধ৷
টুইলঃ
- টুইল ডিজাইন অপেক্ষাকৃত জটিল৷
- টুইল উইভ এর রিপিট ২ এর অধিক সুতার প্রয়োজন হয়৷
- টুইলের ক্ষুদতম ডিজাইন (৩×৩)৷
- টুইল উইভ এ তুলনামূলক দৃঢ় কম হয়৷
- প্লেইন এর তুলনায় শক্তি ও সূক্ষ্মতা অপেক্ষাকৃত কম৷
- মসৃণ ও চাকচিক্যতা তুলনামূলক কম।
- টুইল উইভ এ কোণাকুণি শিররেখার সৃষ্টি হয়৷
- এই ডিজাইন তুলনামূলক কম ব্যবহৃত হয়৷
- কমপক্ষে ৩টি ঝাঁপের প্রয়োজন৷
- ভারী কাপড়ের কারণে স্যুটিং প্যান্ট তৈরিতে বেশি ব্যবহৃত হয়৷
সাটিনঃ
- সাটিন উইভ তুলনামূলক জটিল৷
- সাটিন উইভে রিপিটে চার এর অধিক সুতার প্রয়োজন হয়৷
- সাটিন এর ক্ষুদ্রতম ডিজাইন (৫×৫)৷
- সাটিন উইভ দৃঢ় নয়৷
- সাটিন উইভ ততটা শক্তি ও সূক্ষ্ম নয়৷
- মসৃণ ও চাকচিক্যতা অনেক বেশি৷
- কোন কোণাকুণি রেখার সৃষ্টি হয় না বললেই চলে৷
- তুলনামূলক অনেক কম ব্যবহৃত হয়৷
- কমপক্ষে ৫টি ঝাঁপের প্রয়োজন৷
- মসৃণতার কারণে মূল্যবান কাপড় ও গৃহসজ্জার সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়৷