হ্যাংক কি?

ইংলিশ কাউন্টের হিসাবে এক পাউন্ড ওজনের সুতায় ৮৪০ গজের যে কয়টি বান্ডেল থাকবে তার মান তত কাউন্ট হবে। আর এভাবে সংজ্ঞায়িত করলে কাউন্ট ও হ্যাঙ্ক একই অর্থ বহন করে থাকে। 

উল সুতার কাউন্ট
উল সুতার কাউন্ট

আর যদিও সাধারণত হ্যাঙ্ক ব্যবহার সর্বত্র করা হলেও কাউন্টকে শুধুই সূতার বেলায় ব্যবহার হয়। যেমনঃ রোভিং, স্লাইবার ও ল্যাপ ইত্যাদির পরিমাপ বুঝাতে হ্যাঙ্কের ব্যবহার হতে পারে। কিন্তু কাউন্টের ব্যবহার শুধু সুতার মধ্যেই সীমাবদ্ধ।

ইংলিশ কাউন্ট= এক  পাউন্ড ওজোনে সুতার পরিমাণ (গজ এককে) ÷ ৮৪০

ল্যাপের হ্যাঙ্ক= ১ ÷ ৫২.৫ × প্রতি গজের ওজোন (আউন্স এককে)

হ্যাঙ্ক স্লাইবার= ৫০ ÷ ছয় গজ স্লাইবারের ওজন (গ্রেইন এককে)

হ্যাঙ্ক= এক কাউন্ট সুতার ওজন (গ্রেইন এককে) ÷ সমান দৈর্ঘ্যের স্যাম্পল সুতার প্রকৃত ওজন (গ্রেইন এককে)।

অথবা,
হ্যাঙ্ক= ৮.৩৩ ÷ এক গজের স্যাম্পল সূতার ওজন (গ্রেইন এককে)

হ্যাঙ্ক × এক গজের স্যাম্পল সুতার ওজন (গ্রেইন এককে) = ৮.৩৩

রোভিং এর হ্যাঙ্ক= ১২৫ ÷ পণ্যের গজ রোভিং এর ওজন (গ্রেইন এককে)

হ্যাঙ্কের পরিমাপঃ

  • ওরস্টেড সুতার হ্যাঙ্ক = ৫৬০ গজ
  • লিনেন সুতার হ্যাঙ্ক = ৩০০ গজ
  • তুলার হ্যাঙ্ক = ৮৪০ গজ
  • উলের হ্যাঙ্ক = ২৫৬ গজ
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন