টেরি কাপড় কি?
যে কাপড়ের একপার্শ্বে অথবা উভয় পার্শ্বে ভেলভেটের মতো আনকাট পাইল সুষমভাবে বিন্যস্ত থাকে সেই কাপড়কে টেরি কাপড় বলে৷ টেরি কাপই হল ওয়ার্প পাইল বিশিষ্ট টেরি উইভ৷ ভেলভেটের তুলনায় টেরি উইভের মধ্যে পাইলের ঘনত্ব তুলনামূলক কম থাকে।যার পরিপ্রেক্ষিতে কাপড়টি একটু নরম প্রকৃতির হয় এবং পানি শোষণ ক্ষমতা অন্য অনেক কাপড়ের তুলনায় বেশি থাকে৷
টেরি উইভ |
টেরি কাপড় কত প্রকার ও কি কি?
সাধারণত দুই ধরনের টেরি কাপড় পাওয়া যায়ঃ- ৩-পিক টেরি
- ৪-পিক টেরি
উপরোক্ত টেরি উইভ ছাড়াও ৫-পিক ও ৬-পিক টেরি উইভ হতে পারে৷ তবে ৩- পিক টেরি উইভ সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হয়৷
টেরি কাপড়ের বৈশিষ্ট্য?
- এটি একটি এক পার্শ্ববিশিষ্ট অথবা দুই পার্শ্ববিশিষ্ট পাইল ফেব্রিক৷
- এই ফেব্রিকে পাইল হিসেবে টানা সুতা ব্যবহৃত হয়৷
- পাইল ওয়ার্প হিসেবে প্রধানত কটন সুতা ব্যবহার করা হয়৷
- আর এই কাপড় তৈরিতে ২ সেট টানা সুতা ও একসেট পড়েন সুতা ব্যবহৃত হয়৷
- টানা সুতার একসেট গ্রাউন্ড ওয়ার্প ও অপর সেট পাইল ওয়ার্প এবং ওয়েফট সুতা ২ সেট টানা সুতার সাথে বন্ধনীতে অংশগ্রহণ করে৷
- পাইল সুতাগুলো পৃথক বিমের মধ্যে জড়ানো থাকে এবং ঢিলা অবস্থায় থাকে৷
- পাশাপাশি গ্রাউন্ড ওয়ার্পের সুতার পাক বেশি থাকে, চিকন ও সুতার শক্তি বেশি হয়৷
- গ্রাউন্ড সুতা আলাদা বিমের মধ্যে জড়ানো থাকে এবং টেনশন অর্থাৎ টান বেশি থাকে৷
- পাইল ওয়ার্প হিসেবে যে সুতাগুলো ব্যবহৃত হয় তা নিম্ন কাউন্ট নরম কম পাকবিশিষ্ট সুতা৷ যার ফলে উক্ত সুতায় পানি শোষণ ক্ষমতা বেশি থাকে৷
৩- পিক টেরির গঠনপ্রণালি?
এই কাপড় তৈরির জন্য বিশেষ ধরনের রিড মোশন ব্যবহৃত হয় এবং রিডের শর্ট বিট আপ ও লুজ বিট আপের মধ্যবর্তী দূরত্ব পাইলের উচ্চতার উপর নির্ভর করে৷ রিড মোশনের ফলে প্রথম দুই পিক ফেল অব দ্যা ক্লথের সাথে মিশে না অর্থাৎ শর্ট বিট আপ দেয়৷ এর ফলে ক্লথ ফেল এবং পিক দুটির মধ্যে একটি দূরত্ব বজায় থাকে যা পরবর্তীতে লুপ বা পাইল গঠন করে৷অতঃপর তৃতীয় পিকে রিড ফুলে বিট আপ হয়ে থাকে৷ ফুল বিট আপের সাথে সাথে লুজ অবস্থান থাকা পাইল সুতাগুলো কুঁকড়িয়ে যায় এবং লুপের আকার দেয়৷ শর্ট বিট আপ ও ফুল বিট আপের মধ্যবর্তী দূরত্বের পার্থক্যই পাইলের দৈর্ঘ্য৷
পাইলের দৈর্ঘ্য বা উচ্চতা কমাতে বাড়াতে হলে শর্ট বিট আপ ও ফুল বিট আপের মধ্যবর্তী দূরত্ব কমাতে বা বাড়াতে হবে৷ গ্রাউন্ড ওয়ার্প এবং পাইল ওয়ার্প উভয়ের ক্ষেত্রেই সাধারণত ১/২ টুইল ব্যবহার করা যায়৷
টেরি উইভ গঠনের সময় শর্তসমূহ?
- ফুল বিট আপের পরে পাইল ওয়ার্পসমূহ দ্বিতীয় পড়েন সুতার সাথে বন্ধনীতে অংশগ্রহণ করে৷
- ফুল বিট আপের পরে পড়েন সুতাগুলো পুনরায় সামনের দিকে যেন চলে না আসে তার জন্য অবশ্যই গ্রাউন্ড ওয়ার্প সুতাগুলোর মাঝে শেড ক্রসিং হবে৷
টেরি কাপড়ের ব্যবহার?
- নরম প্রকৃতির ও পানি শোষণ ক্ষমতা বেশি এবং তাপ ধারণক্ষমতাও ভাল বলে এই কাপড়ের ব্যবহার বহুবিধ৷
- অলংকৃত পোশাক তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়৷
- ফার্নিশিং ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়৷
- সোফা কভার তৈরিতে ব্যবহৃত হয়৷
- প্রধানত টাওয়েল, বাথ ম্যাট, বাথ রোবস, বেড কভার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়৷
- হ্যান্ড টাওয়েল তৈরিতে ব্যবহৃত হয়৷