স্টেপড টুইল কি | স্টেপড টুইল কত প্রকার ও কি কি

স্টেপড টুইল কি?

নির্দিষ্ট সংখ্যক টানা ও পড়েন সুতার পরে টুইল রেখার দিক ঠিক রেখে ক্রমাগত টুইল একটার পর একটা ধাপে ধাপে টুইল রেখার দিকে অথবা বিপরীত দিকে টুইল উৎপন্ন হওয়াকে স্টেপড টুইল বলে৷

স্টেপড টুইলের বৈশিষ্ট্য?

  • একটি নির্দিষ্ট সংখ্যক টানা অথবা পড়েনের পর ডিজাইনের মধ্যে ধাপ সংযোজন করা হয়৷
  • হেরিংবোন টুইলের মতো উপর থেকে নিচে অথবা তার বিপরীতেক্রমে পরিবর্তিত হয়৷
  • সাধারণত স্ট্রেইট ড্রাফট বা ব্রোকেন ড্রাফট ব্যবহার হয়ে থাকে৷

স্টেপড টুইল কত প্রকার ও কি কি?

স্টেপ এর দিক এর উপর ভিত্তি করে স্টেপড টুইলকে তিন ভাগে ভাগ করা হয়ঃ
  • টানা বরাবর ধাপ
  • পড়েন বরাবর ধাপ
  • টানা ও পড়েন বরাবর ধাপ

ড্রাফটিং ও লিফটিং প্লানসহ বিভিন্ন স্টেপড টুইল?

টানা বরাবর ধাপ
টানা বরাবর ধাপ

টানা বরাবর ধাপ

টুইল রেখার দিক পরিবর্তন না করে টানা বরাবর নির্দিষ্ট সংখ্যক সুতা পর পর ধাপ তৈরি করে যে স্টেপ টুইল গঠন করে এটিই টানা বরাবর ধাপবিশিষ্ট স্টেপড টুইল৷ কখনো কখনো টুইল রেখার দিক পরিবর্তন করেও টানা বরাবর স্টেপড টুইল গঠন করা যায়৷
পড়েন বরাবর ধাপ
পড়েন বরাবর ধাপ

পড়েন বরাবর ধাপ

টুইল রেখার দিক পরিবর্তন করে বা না করে পড়েন বরাবর নির্দিষ্ট সংখ্যক সুতা পরপর যে ধাপ তৈরি করে৷ তাই পড়েন বরাবর ধাপবিশিষ্ট স্টেপড টুইল৷

টানা ও পড়েন বরাবর ধাপ
টানা ও পড়েন বরাবর ধাপ

টানা ও পড়েন বরাবর ধাপ

টুইল রেখার দিক পরিবর্তন করে টানা ও পড়েন উভয় দিক বরাবর হেরিংবোন নীতিতে যে স্টেপড টুইল গঠিত হয়৷ তাই টানা ও পড়েন বরাবর ধাপবিশিষ্ট স্টেপড টুইল৷  ইহা হুবহু ডায়পার ডিজাইন৷ যেকোন সুতা থেকে এর ধাপ শুরু হয়ে ডায়াপার টুইল ইফেক্ট প্রস্তুত হয়৷

স্টেপড টুইলের ব্যবহার?

  • টেবিল কভার তৈরিতে স্টেপড টুইল ব্যবহার করা হয়৷
  • পিলো কভার তৈরিতে স্টেপড টুইল ব্যবহার করা হয়৷
  • বেডকভার তৈরিতে স্টেপড টুইল ব্যবহার করা হয়৷
  • ফার্নিশিং ক্লথ তৈরিতে স্টেপড টুইল ব্যবহার করা হয়৷
Next Post Previous Post