টেক্সটাইল টেস্টিং এর জন্য সমগ্রকের কিছু অংশ নমুনা হিসাবে নির্বাচন করা হয়ে থাকে৷ একটি টেক্সটাইল মিলের উৎপাদিত সমগ্র পণ্য পরীক্ষা করা একদিকে যেমনঃ অসম্ভব ব্যাপার তেমনি অধিকাংশ পরীক্ষাতেই পণ্যের ক্ষতি হয় বিধায় তা করাটাও সমীচীন নয়৷ সাধারণত নমুনা জরিপের মাধ্যমে সমগ্রকের একটি অংশ বা প্রতিনিধিত্বমূলক অংশ নির্বাচন করে পরীক্ষা করা হয়৷
নমুনায়ন |
আর এ প্রতিনিধিত্বমূলক অংশ পরীক্ষা করে যে ফলাফল পাওয়া যায় তা দ্বারাই সমগ্র পণ্যের গুণাগুণ সম্পর্কে একটা গ্রহণযোগ্য ধারাণা পাওয়া যায়৷ তবে ও ফলাফলের নির্ভরযোগ্যতা অনেকাংশ নমুনা বাছাইয়ের পদ্ধতি উপর নির্ভর করে৷
পপুলেশন কি?
যে সমস্ত পণ্য পরীক্ষা করে তার গুণাবলী নির্ণয় করতে হয় সে পণ্যের সম্পূর্ণ পরিমাণকে পপুলেশন (সমগ্রক) বা ইউনিভার্স (Universe) বলে৷ যেমনঃ কাপড়ের গুণাবলী নির্ণয় করতে হলে উইভিং কর্তৃক উৎপাদিত সম্পূর্ণ কাপড়ের পরিমাণই পপুলেশন৷নমুনা কি?
কোন পপুলেশনের এক বা একাধিক গুণাবলী পরীক্ষা করার জন্য তা হতে যে ক্ষদ্র অংশ বাছাই করা হয়৷ যা ঐ সম্পূর্ণ পরিমাণকে যথাযথভাবে উপস্থাপন করে তাকেই নমুনা বলে৷নমুনায়ন কি?
যে পদ্ধতিতে কোন বিরাট বা বিশাল পরিমাণের পপুলেশনের প্রতিনিধিত্বকারী একটি অতি ক্ষুদ্র অংশ বাছাই করা হয় তাকে নমুনায়ন বা স্যাম্পলিং বলে৷স্যাম্পলিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য?
টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে নমুনায়ন বা স্যাম্পলিং এর গুরুত্ব অপরিসীম৷ যে সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য নমুনা বাছাই করা হয়ে থাকে তার কয়েকটি নিচে আলোচনা করা হলঃ- স্যাম্পলিং এর মাধ্যমে অল্প সময়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তাই সময় বাঁচানো সম্ভব হয়৷
- কম সংখ্যক লোক দ্বারা কাজ করা সম্ভব হয় বিধায় লোকবল কম লাগে তাই আর্থিক সাশ্রয় হয়৷
- স্যাম্পল পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে প্রয়োগ করে ভুলের মাত্রা কমানো যায় যার ফলে পণ্যমান বাড়ানো সম্ভব হয়৷
- স্যাম্পল যেহেতু সম্পূর্ণ উৎপাদনকে প্রতিনিধিত্ব করে তাই স্যাম্পল পরিক্ষণের মাধ্যমে আমরা সম্পূর্ণ উৎপাদনের গুণগতমান সম্বন্ধে একটা গ্রহণযোগ্য ধরাণা পাই৷
- টেস্টিং অধিকাংশ ক্ষেত্রেই একটি অপচয়মূলক প্রক্রিয়া৷ স্যাম্পলিং এর মাধ্যমে অল্প পরিমাণ পণ্যের পরীক্ষা করা হয় বিধায় অপচয় কম হয় ফলে ব্যয় কম হয়৷
স্যাম্পলিং পদ্ধতি প্রভাবিতকরণ নিয়ামকসমূহ?
স্যাম্পলিং পদ্ধতি সাধারণত নিম্নলিখিত নিয়ামক দ্বারা প্রভাবিত হয়ঃ- গুণতমান পরীক্ষার জন্য পণ্যগুলো কী আকারে অর্থাৎ বেল ল্যাপ স্লাইভার রভিং সুভা বা কাপড় ইত্যাদি কোন আকৃতিতে পাওয়া যায় তার উপর৷
- কি ধরনের যন্ত্রের সাহায্যে পণ্যের গুণগতমান নির্ণয় করা হবে তার উপর৷
- কি কি ধরনের তথ্য দরকার তার উপর৷
- সরবরাহকৃত পপুলেশনের মোট পরিমাণের উপর৷
- পণ্যের কী ধরনের মান নির্ণয় করতে হবে তার উপর৷
- পরীক্ষামানের নির্ভরযোগ্যতা গ্রহণযোগ্যতার পরিমাণের উপর ইত্যাদি৷
স্যাম্পলিং কত প্রকার?
টেক্সটাইল টেস্টিং এ নমুনায়ন (Sampling) পদ্ধতি বিশেষ ভূমিকা রাখে৷ ফাইবার টেস্টিং এ যেমন একই গাইডের (পপুলেশন) ফাইবারের দৈর্ঘ্য সূক্ষ্মতা ট্রাশ ইত্যাদির মান ভিন্ন ভিন্ন হয় তেমনি সুতার পরীক্ষার ক্ষেত্রেও এতই রিং মেশিনে উৎপাদিত সুতার মান ভিন্ন ভিন্ন হয়৷এজন্য নমুনা বাছাই করার সময় যতদূর সম্ভব সতর্কতার সাথে করা উচিত যাতে নমুনা পপুলেশনকে যথাযথভাবে উপস্থাপন করে৷ পপুলেশনের আকার আকৃতি বা পরীক্ষার ধরন যাই হোক না কেন নমুনা সাধারণত দুইভাবে সংগ্রহ করা যায়ঃ
- দৈব নমুনায়ন পদ্ধতি (The random sampling method)
- প্রভাবিত বা পক্ষপাতমূলক নমুনায়ন পদ্ধতি (The bised sampling method)
দৈব নমুনায়ন পদ্ধতি (The random sampling method) কি?
এ পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি উপাদান নমুনায় সংযুক্ত হওয়ার সমান সুযোগ থাকে নমুনার উপাদানগুলো দৈবভাবে নির্বাচন করার কারণে ব্যক্তিগত ঝোঁক বা পক্ষপাতিত্বের সম্ভাবনা কম থাকে৷ তবে পপুলেশনের সমস্ত গুণাবলি যথাযথভাবে পাওয়ার জন্য নমুনার পরিমাণ অবশ্যই পর্যাপ্ত (Sufficient) হতে হবে৷যে পপুলেশনের বৈশিষ্ট্যের তারতম্যের মাত্রা যত বেশি সেই পপুলেশন হতে নমুনার পরিমাণও তত বেশি হবে যাতে পপুলেশনের সত্যিকারের উপস্থাপনা ঘটে৷ তবেই এরূপ প্রতিনিধিত্বমূলক নমুনাতে প্রাপ্ত পরীক্ষিত মান পপুলেশনের সামগ্রিক মানের সমান বা প্রায় সমান হবে৷
দৈব নমুনায়নের সুবিধা ও অসুবিধা?
দৈব নমুনায়নের অসুবিধা?
- এ নমুনায়ন পদ্ধতি সম্পূর্ণভাবে ব্যক্তি নিরপেক্ষ৷
- ইহা নমুনায়নের সবচেয়ে সহজতর পদ্ধতি৷
- এ নমুনায়ন পদ্ধতির জন্য ব্যবহৃত রাশিমালা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরির ফলে ইহা অত্যন্ত বিশ্বাসযোগ্য৷
দৈব নমুনায়নের অসুবিধা?
- পপুলেশনের উপাদানগুলো অসমসত্ত্ব থাকলে এ নমুনায়ন পদ্ধতি ভাল ফলাফল দেয় না৷
- এ পদ্ধতিতে সময় বেশি থাকে৷
- পপুলেশনের আকার বড় না হলে এ পদ্ধতিতে প্রাপ্ত নমুনা সমগ্রকের প্রতিনিধিত্বকারী হয় না৷
প্রভাবিত বা পক্ষপাতমূলক নমুনায়ন পদ্ধতি (The bised sampling method) কি?
নমুনা সংগ্রহের এ পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি অংশের নমুনা হিসাবে বাছাই হওয়ার জন্য বিশেষ কোন কারণ কাজ করে৷ এ পদ্ধতিতে পপুলেশনের যে কোন অংশ বা উপাদান নমুনা হিসাব বাছাই হওয়ার জন্য বিশেষ কোন কারণ যেমন ঐ অংশের বা উপাদানের আঙ্গিক বৈশিষ্ট্য নৈকট্য নমুনা সংগ্রহকারীর ব্যক্তিগত প্রত্যক্ষ বা পরোক্ষ ঝোঁক কাজ করে৷ এ নমুনায়ন পদ্ধতিতে পপুলেশনের বৈশিষ্ট্য যথাযথভাবে উপস্থাপন করে না ফলে প্রাপ্ত ফলাফলও নির্ভরযোগ্য হয় না৷অন্যদিকে দৈব নমুনায়ন পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি অংশ বা উপাদানের নমুনা হিসাবে বাছাই হওয়ার সমান সুযোগ রয়েছে বিধায় নমুনার ফলাফল অধিকতর গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য যা পপুলেশনকে যথাযথভাবে উপস্থাপন করে৷ এজন্য দৈব নমুনায়ন পদ্ধতিকেই অধিকতর উত্তম বলে বিবেচনা করা হয়৷
প্রভাবিত নমুনায়নের সুবিধা ও অসুবিধা?
প্রভাবিত নমুনায়নের সুবিধা?
- অভিজ্ঞ পর্যবেক্ষকের সংখ্যা অন্যান্য পদ্ধতি তুলনায় কম প্রয়োজন হয়৷
- সময়ও অন্যান্য পদ্ধতিতে তুলনায় কম লাগে৷
- ইহা সমসত্ত্ব অসমসত্ত্ব উভয় প্রকার পপুলেশনর ক্ষেত্রে ব্যবহার করা যায়৷
প্রভাবিত নমুনায়নের অসুবিধা?
- এ পদ্ধতি পপুলেশনের বৈশিষ্ট্য যথাযথভাবে উপস্থাপন করে না৷
- পপুলেশনের আকার বড় হলে এ নমুনা উপাদান সংগ্রহ জটিল হয় বা অনেক সময় যথাযথ হয় না৷
নমুনা কত প্রকার ও কি কি?
যেহেতু টেক্সটাইল পণ্যসামগ্রী ফাইবার আকারে সুতা আকারে ও কাপড় এ তিন আকারে পাওয়া যায়। তাই নমুনাও তিন ধরনের হয়ঃ
- ফাইবারের নমুনা (Fibre sample)
- সুতার নমুনা (Yarn sample)
- কাপড়ের নমুনা (Fabric sample)
ফাইবারের নমুনায়নের কৌশল?
ফাইবাবের বিভিন্ন গুণাবলী টেস্টিং এ উহার নমুনা বাছাই করা প্রয়োজন৷ এ বাছাই পদ্ধতি মূলত নির্ভর করে ফাইবার কি আকার বা অবস্থায় আছে৷নমুনায়ন |
যেমনঃ বেল আকারে স্লাইভার আকারে কার্ডওয়েভ আকারে সুতা আকারে ইত্যাদি৷ এর উপরই ভিত্তি করে ফাইবারের নমুনা সংগ্রহের বিভিন্ন পদ্ধতি বা কৌশল অবলম্বন করা হয়৷ ফাইবারের নমুনা সংগ্রহের কৌশলগুলো নিম্নেরূপঃ
- দি স্কয়ারিং টেকনিক (The squaring rechnique )
- দি কাট স্কয়ারিং টেকনিক (The cut squaring technique)
- দি জেনিং টেকনিক (The zoning technique)
- দি টং স্যাম্পলিং মেথড (The tong sampling method)
- ডাই স্যাম্পলিং মেথড (Dye sampling method)
- দি কোর স্যাম্পলিং মেথড (The core sampling method)