এইচ ভি আই কি?

এইচ ভি আই কি?

এইচ ভি আই এর পূর্ণরূপ হল হাই ভলিউম ইন্সট্রুমেন্ট (High volome instrument)৷ এটি একটি ফাইবার টেস্টিং যন্ত্র যার সাহায্যে ফাইবারের বিভিন্ন ভৌত বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা হয়৷ এইচ ভি আই উস্টার কোম্পানি কর্তৃক দ্বিতীয় সংস্করণের মেশিন৷ 

এইচ ভি আই
এইচ ভি আই

এইচ ভি আই দ্বারা কটন ফাইবারের নিম্নলিখিত ভৌত গুণাবলিসমূহ নির্ণয় করা যায়ঃ
  • ফাইবারের দৈর্ঘ্য (Fibre length)
  • দৈর্ঘ্যের সমতা (Length uniformity)
  • ফাইবারের শক্তি (Fibrr strength)
  • ম্যাচুরিটি (Maturity)
  • শর্ট ফাইবার ইনডেক্স (Short fibre index)
  • ইলংগেশন (Elongation)
  • মাইক্রোনিয়ার (Micronaire)
  • কালার (Colour)
  • ট্রাশ (Trush)
Next Post Previous Post