ব্রাশিং কি | সিয়ারিং কি | ব্রাশিং ও সিয়ারিং প্রসেসের কার্যপ্রণালি

ব্রাশিং কি?

ব্রাশিং শব্দের অর্থ কোন কিছু ঝেড়ে ফেলা৷ আর এ ঝেড়ে ফেলার কাজটি করা হয় যান্ত্রিকভাবে চালিত ব্রাশ দ্বারা৷ লুমে কাপড় তৈরির সময় বিভিন্ন প্রকার ধুলাবালি ক্ষুদ্র ফাইবার এবং বাইরের অন্যান্য অদৃশ্যমান অপদ্রব্য কাপড়ের গায়ে লেগে যায় যা পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহার কালে ভীষণ অসুবিধার সৃষ্টি করে৷ ফলে এসব অপদ্রব্যকে দূর করা একান্ত প্রয়োজন৷ 

অতএব লুম হতে কাপড় সংগ্রহের পর ওয়েট প্রসেস তথা ডিসাইজিং স্কাওয়ারিং ব্লিচিং ডাইং প্রিন্টিং করার পূর্বে কাপড়ের পৃষ্ঠ থেকে যে সমস্ত ধুলাবলি ক্ষুদ্র আলগা ফাইবার আলগা সুতার অংশবিশেষ এবং অন্যান্য অপদ্রব্যকে ব্রাশ দ্বারা দূর করার পদ্ধতিকে ব্রাশিং বলে৷

সিয়ারিং কি?

সিয়ারিং ও ক্রোপিং প্রায় একই অর্থে ব্যবহৃত হয়৷ সিয়ার শদ্বের অর্থ কোন কিছু কাঁচি বা ব্লেড দ্বারা কাটা এবং ক্রোপিং শব্দের অর্থ কামড়িয়ে কোন জিনিস ছোট করে কাটা৷ সুতরাং সিয়ারিং বা ক্রোপিং দ্বারা কাপড়ের পৃষ্ঠের আলগা ও বাড়তি সুতা কাটা বুঝায়৷

লুম হতে গ্রে কাপড় সংগ্রহ করা পর উক্ত কাপড়ের পৃষ্ঠদেশ বা গায়ে যে সমস্ত আলগা সুতা এবং টানা ও পড়েন সুতার ছেঁড়া মাথা থাকে সেগুলোকে কাঁচি বা ব্লেডের সাহায্য কেট দূর করার প্রক্রিয়াকে সিয়ারিং বা ক্রোপিং বলে৷

ব্রাশিং এবং সিয়ারিং এর প্রয়োজনীয়তা?

ব্রাশিং এর প্রয়োজনীয়তা?

ব্রাশিং এর প্রয়োজনীয়তা নিম্নরূপঃ
  • লুম হতে সংগৃহীত কাপড়ের পৃষ্ঠদেশ থেকে অনাকাঙ্ক্ষিত আলগা সুতা ক্ষুদ্র ফাইবার ধুলাবলি এবং অন্যান্য অপদ্রব্য দূর করার জন্য ব্রাশিং প্রক্রিয়া প্রয়োজন৷
  • কাপড়ের পৃষ্ঠদেশকে সুন্দরও আরও আকর্ষণীয় করে তোলার জন্য ব্রাশিং করা প্রয়োজন৷
  • প্রিন্টিং এর সময় কোন অনাকাঙ্ক্ষিত দ্রব্যের উপস্থির জন্য যাতে নিখুঁত ডিজাইন তৈরি বাধাগ্রস্ত না হয় সে জন্য ব্রাশিং প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম৷
  • প্রতিযোগিতামূলক বাজার কাপড়কে আরো সুন্দর ও পরিস্কার করে বাজারজাতাকরণের মাধ্যমে প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলা৷
  • পরবর্তী প্রক্রিয়ায় কাজ করার জন্য কাপড়কে উপযোগী করা৷
  • এছাড়া যথাযথ ব্রাশিং দ্বারা ব্যবহৃত কেমিক্যাল অপচয় রোধ করে খরচ সাশ্রয় করা৷
  • বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাতে ক্রটিমুক্ত কাপড় তৈরি হয়, তাতে সহায়তা দনের জন্য ব্রাশিং প্রয়োজন৷

সিয়ারিং এর প্রয়োজনীয়তা?

  • লুমে কাপড় বুননের সময় কিছু কিছু সুত্ বা সুতার অংশবিশেষ গিঁট দেওয়ার ফলে সুতার প্রান্তভাগ বা ছেঁড়া অংশ কাপড়ের পৃষ্ঠদেশ বের হয়ে থাকে৷ উক্ত সুতার প্রান্ত ভাগ কাটর জন্য সিয়ারি/ক্রোপিং প্রয়োজন অন্যথায় উক্ত অনাকাঙ্ক্ষিত সুতা কাপড়ের পৃষ্ঠদেশ সমস্যার সৃষ্টি করে৷
  • কাপড়ের উপর পৃষ্ঠকে মসৃণ করে ক্রেতাসাধারণের নিকট কাপড়কে আকর্ষণীয় করে তোলার জন্য সিয়ারিং/ক্রোপিং প্রয়োজন৷
  • পিন্টেট কাপড়কে আরও সুন্দর ও আকর্ষনীয় করে মোলার জন্য সিয়ারিং ক্রোপিং করা অবশ্যক৷
  • পরবর্তী প্রক্রিয়ার উপযোগী করার জন্য এটা গুরুত্বপূর্ণ৷
  • প্রতিযোগিতামূলক বাজারে কাপড়ের চাহিদা বৃদ্ধির জন্য এর গুরুত্ব অপরিসীম৷

ব্রাশিং প্রসেসের কার্যপ্রণালি?

একটি বড় আকৃতির ব্রাশিং চেম্বারের মাঝখানে দুটি ব্রাশ রোলার A ও B থাকে৷ উক্ত ব্রাশ রোলার দুটি পরস্পরের বিপরীত দিকে ঘুরে৷ কাপড়কে গাইড রোলার C এর মাধ্যমে প্রস্থ বরাবর খোলা অবস্থায় ব্রাশ রোলার A ও B এর মধ্য দিয়ে নির্দিষ্ট গতিতে চালনা করা হয়৷ 

ব্রাশিং প্রসেস
ব্রাশিং প্রসেস

ব্রাশ রোলারে কাপড়ের গায়ে লেগে থাকা ধুলাবালি ক্ষুদ্র ফাইবার ও অন্যান্য অপদ্রব্য দূর করে কাপড়কে পরিস্কার করে৷ ব্রাশিং এর পরে গাইড রোলারের মাধ্যমে কাপড়কে সংগ্রহ করে পরবর্তী প্রক্রিয়ায় জন্য জমা করা হয়৷

সিয়ারিং প্রসেসের কার্যপ্রণালি?

সিয়ারিং মেশিনে সাধারণত একটি বড় চেম্বার থাকে৷ উক্ত সিয়ারিং চেম্বারের মাঝখানে A ও B দুটি ব্লেড থাকে৷ উক্ত ব্লেডের মাঝখান দিয়ে গ্রে কাপড় নির্দিষ্ট গতিতে প্রস্থ বরাবর খোলা অবস্থায়  চালনা করা হয়৷ এখানে কাপড় অতিক্রম করার সময় ব্লেডদ্বয় কাপড়ের আলগা সুতা কেটে ফেলে৷
 
সিয়ারিং প্রসেস
সিয়ারিং প্রসেস

এ সিয়ারিং করা কাপড়কে পরবর্তীতে সিনজিং প্রসেসের জন্য নেয়া হয়৷ কাপড়কে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট দূরত্বে সেট করার জন্য কতগুলো গাইড রোলারের মধ্য দিয়ে চলনা করে ক্লথ রোলারে জড়ানো হয়৷

ব্রাশিং ও সিয়ারিং এর সুবিধা?


ব্রাশিং এর সুবিধা?

  • ব্রাশিং করার ফলে কাপড় আরও সুন্দর ও আকর্ষণীয় হয়৷
  • ব্রাশিং করার ফলে প্রিন্টেড কাপড়ে সুন্দর ও নিখুঁত ডিজাইন পাওয়া যায়৷
  • ব্রাশিং করা গ্রে কাপড় বাজারজাত করা হলে কাপড়ের গুণাগুণ বৃদ্ধি পায়৷
  • সঠিক ব্রাশিং দ্বারা পরবর্তী ওয়েট প্রসেসের সময় কাপড়ে কম কেমিক্যালের প্রয়োজন হয়৷
  • ব্রাশিং করা কাপড় মানসম্পন্ন হয় যা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে৷
  • ব্রাশিং দ্বারা পরবর্তী প্রক্রিয়ার অনেক সুবিধা পাওয়া যায়৷

সিয়ারিং এর সুবিধা?

  • সিয়ারিং/ক্রোপিং করার ফলে কাপড় আরও সুন্দর ও আকর্ষণীয় হয়৷
  • সিয়ারিং/ক্রোপিং দ্বারা কাপড় পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী হয়৷
  • সিয়ারিং/ক্রোপিং করা গ্রে কাপড় বাজারজাত করা হলে কাপড়ের গুণাগুণ বৃদ্ধি পায় ফলে মূল্যও বৃদ্ধি পায়৷
  • সিয়ারিং করার ফলে প্রিন্টেড কাপড়ের ডিজাইন সুন্দর ও নিখুঁত হয়৷
  • সিয়ারিং/ক্রোপিং প্রক্রিয়া দ্বারা কাপড়ের পরবর্তী প্রসেসের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়৷
Next Post Previous Post