|
পাটের তৈরি বস্তা |
পাটের বহুমুখী ব্যবহার?
ঐতিহাসিকাল থেকে বাংলাদেশে পাট উৎপাদন ও ব্যবহার হয়ে আসছে। এছাড়াও পাট রপ্তানি ছিল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত।
বাংলাদেশি পাটের প্রধান ব্যবহারগুলো নিম্নরূপঃ- কার্পেট তৈরিতে
- বস্তা তৈরিতে
- জুতা এবং পরিধেয় বস্ত্র তৈরিতে
- জুটেক্স তৈরিতে
- ব্যাগ তৈরিতে
- দড়ি তৈরিতে
- বিভিন্ন গৃহস্থালি পণ্য ও ডেকোরেটিভ পণ্য তৈরিতে
- পাটের আঁশের বহুমুখী ব্যবহারের মধ্যে রয়েছে।
- বিভিন্ন ধরনের প্রসাধনী, রং, ওষুধ ইত্যাদি।
- পাট খড়ি জ্বালানী, ঘরের চালের ছাউনী, ঘরের বেড়ায় ব্যবহার হয়।
- বাঁশ ও কাঠের বিকল্প হিসাবে পার্টিকেল বোর্ড, কাগজের মন্ড ও কাগজ তৈরিতেও পাট খড়ি ব্যবহৃত হয়ে থাকে।