রোলার সেটিং কি?

রোলার সেটিং কি?

আঁশের দৈর্ঘ্য ও জোড়া রোলারের কেন্দ্রের দূরত্বের উপর নির্ভর করে মেশিনের রোলারসমূহকে বসানোর প্রক্রিয়াকে রোলার সেটিং বলে। যে কোন মেশিনেই ড্রাফটিং জোনের রোলার সেটিং সাধারণত ঐ মেশিনের প্রক্রিয়াধীন আঁশের স্ট্যাপল লেংথ অথবা কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করে করা হয়। 

রোলার সেটিং
রোলার সেটিং

সিমপ্লেক্স মেশিনে সাধারণত তিন জোড়া রোলার ব্যবহার করা হয়। কাজেই এখানে ড্রাফটিং জোন ২টি। এবং সামনের জোন ও পিছনের জোনে আলাদা আলাদা সেটিং করা হয়।
 

সিমপ্লেক্স এর রোলার সেটিং?

ফ্রন্ট জোন- কার্যকরী দৈর্ঘ্য বা স্ট্যাপল লেংথ +১/১৬ ইঞ্চি 
ব্যাক জোন- কার্যকরী দৈর্ঘ্য বা স্ট্যাপল লেংথ +৩/১৬ ইঞ্চি
Next Post Previous Post