সুতার লী শক্তি পরিক্ষা কি?
১২০ গজ সুতাকে যখন ৫৪ ইঞ্চি পরিধি বিশিষ্ট চরকায় জড়ানো হয়, তখন সুতার মোড়াকে এক লী বলে। এরুপ ১ লীতে ৮০টি প্যাঁচ সুতা থাকে। এ লী কে ছিঁড়তে যে শক্তি প্রয়োজন তাকেই লী শক্তি বলে।সুতার লী শক্তি পরিক্ষা |
সাধারণত টেক্সটাইল শিল্পকারখানায় কটন, উল এবং ফ্লাক্সের ক্ষেত্রে সুতার লী শক্তি নির্ণয় করা যায়। যদিও সুতার লী শক্তি নির্ণয় একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত।
সুতার লী শক্তি পরিক্ষার সুবিধা?
- এটি একটি সহজ এবং দ্রুত পদ্ধতি।
- খুব তাড়াতাড়ি এবং সহজে শিল্পকারখানায় এ পদ্ধতি বুঝানো এবং প্রয়োগ করা যায়।
- যন্ত্র সাধারণত খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়।
- বিভিন্ন ধরনের কটন থেকে তৈরিকৃত সুতার গুণাগুণ তুলনা করার জন্য এ পদ্ধতি ব্যবহৃত হয়।
সুতার লী শক্তি পরিক্ষার অসুবিধা?
- লী এর মধ্যকার একটি সুতা ছেঁড়ার পরও মেশিন বন্ধ না করা পর্যন্ত মেশিন চলতে থাকে। তাই খুব সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন পড়ে।
- সুতার প্রকৃত প্রসারণ পাওয়া যায় না।
- সুতার শক্তি অনিয়মিত কিনা অথবা সুতা সুষম কিনা তা নির্ণয় কষ্টসাধ্য।
- একটি লী এর মধ্যকার পাশাপাশি অবস্থিত সুতাসমূহের ঘর্ষণ বল সুতার প্রকৃত শক্তির প্রাপ্তির অন্তরায়।
- যন্ত্রে লী স্থাপনের সময় যদি ভুলবশত সামান্য পাক দেয়া হয় তাহলে এটি ফলাফলকে প্রভাবিত করে।