ফুটওয়্যার এর গুরুত্ব?
ফ্যাশনের ক্ষেত্রে ফুটওয়্যারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। অনেক স্কুল কলেজে দেখা যায় সাদা শাট, ব্লু প্যান্ট পরিধান করে এবং সাদা জুতা পরিধান করে, যা ফ্যাশনের সৌন্দর্য অনেকটা নষ্ট করে। পক্ষান্তরে সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা পরলে তা সুন্দর দেখায়।ফুটওয়্যার |
মহিলাদের ক্ষেত্রেও যদি শাড়ি ও কামিজের রং অনুযায়ী জুতা পরিধান করা হয় বিশেষ করে শাড়ির সাথে উঁচু হিল পরিধান করলে তা খুব মানানসই হবে এবং ফ্যাশনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আবার সবুজ কালার শার্ট ও গোলাপি কালার প্যান্ট পরে সাদা জুতা পরলে যেমন সৌন্দর্যের হানি ঘটবে।
তেমনিভাবে পাঞ্জাবি পরিধান করে যদি কেউ সু বা জুতা পরে তবে তা খারাপ দেখাবে। এজন্য ফ্যাশনের ক্ষেত্রে পোশাকের সাথে মানানসই ফুটওয়্যার পরিধান করে ফ্যাশনের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তাই সঙ্গত কারণেই ফ্যাশনের ক্ষেত্রে ফুটওয়্যার এর গুরুত্ব অপরিসীম।