রিয়্যাকটিভ ডাই এর ইতিহাস?
১৮৯৫ সালে ক্রশ (Cross) ও বিভান (Bevan) নামক দুইজন বিজ্ঞানী টেক্সটাইল ফাইবারের সঙ্গে কোভ্যালেন্ট (Covalent) বন্ডের সাহায্যে ডাই স্থাপনের কথা চিন্তা করেন। এরপর ১৯৫২ সালে গুথরি (Guttrie) নামক একজন বিজ্ঞানী সেলুলোজ ফাইবারের সঙ্গে ডাই অণুর বিক্রিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন।রিয়্যাকটিভ ডাই |
আর এগুলোর সুত্র ধরে ব্রিটেনের আই.সি.আই (ICI) কোম্পানি ১৯৫৬ সালে প্রথম রিয়্যাকটিভ রং উদ্ভাবনে সফল হন। এরপর ১৯৫৭ সালে ঐ কোম্পানি বাণিজ্যিকভাবে রিয়্যাকটিভ ডাই প্রস্তুতসহ এটি বাজারজাত করার প্রচেষ্টার পাশাপাশি অনেক কোম্পানি এ ডাই এর ব্যাপক উন্নয়ন ঘটাতে থাকে। রিয়্যাকটিভ ডাই ফাইবারের সাথে কোভ্যালেন্ট লিংক সৃষ্টি করে।
এটি ফাইবারের একটি অংশে পরিণত হয়। আর এ ধরনের ডাই মলিকুলে কিছু রিয়্যাকটিভ গ্রুপ থাকে। যা ফাইবারের ফাংশনাল গ্রুপ যেমনঃ সেলুলোজের- OH গ্রুপ এবং প্রোটিন ফাইবারের -NH2 গ্রুপের সাথে বিক্রিয়া করে। আর এজন্য এসকল ডাইকে ফাইবার রিয়্যাকটিভ ডাই বলে।