|
চেকিং টুলস
|
চেকিং টুলস কি?
কতগুলো যন্ত্রপাতি আছে যেগুলো কোন নির্দিষ্ট পরিমাপ টিক আছে কিনা তা যাচাই করার কাজে ব্যবহার করা হয়। এগুলোকে চেকিং টুলস বা নিরীক্ষণ টুইস বলে।
চেকিং টুলসগুলো কি কি?
হোল গেজ, সেন্টার গেজ, থ্রেড গেজ, থিকনেজ গেজ, রিং গেজ, ড্রিল গেজ, স্ক্রু পিচ গেজ, ফিলার গেজ ইত্যাদি।