রিয়্যাকটিভ ডাই এর গুণাবলী?

রিয়্যাকটিভ ডাই কি?

যে ডাই ফাইবারের সাথে কোভ্যালেন্ট লিংক সৃষ্টির মাধ্যমে ফাইবারের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে থাকে তাকে রিয়্যাকটিভ ডাই বলে।
রিয়্যাকটিভ ডাই
রিয়্যাকটিভ ডাই 

রিয়্যাকটিভ ডাই এর গুণাবলী?

রিয়্যাকটিভ ডাই এর গুণাবলি নিম্নে আলোচনা করা হলঃ
  • ডাইং প্রসেসের সময় ডাই এর রিয়্যাকটিভ গ্রুপ ফাইবারের সাথে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে এবং ফাইবারের একটি অংশ হিসেবে থেকে যায়৷
  • এর ওয়েট ফাস্টনের বেশি৷ তবে এর মাত্র কোভ্যালেন্ট বন্ডের স্থায়িত্বর ওপর নির্ভর করে৷
  • তুলনামূলকভাবে এডাই এর উজ্জ্বলতা রাবিং ফাস্টনেস ভ্যাট ও অ্যাজোইক ডাই অপেক্ষা বেশি৷
  • এটি পানিতে দ্রবণীয়৷
  • এটি সাধারণত সেলুলোজি ও প্রােটিন ফাইবারকে ডাইং করার জন্য ব্যবহৃত হয়৷
  • ডাইং প্রসেস সাধারণত অ্যালকালি মিডিয়ামে করা হয়৷
  • এ ডাই দ্বারা সব ধরনের শেড পাওয়া যায়৷
  • এ ডাই দামে মোটামুটি সস্তা৷
  • এ ডাই এর প্রয়োগ পদ্ধতি অত্যন্ত সহজ৷
  • এ ডাই দ্বারা পলি অ্যামাইড ফাইবারও ডাইং করা যায়৷
  • এ ডাই দ্বারা রিজেনারেটেড সেলুলোজ ফাইবারকে ডাই করা যায়৷
  • গ্যাস ফেডিং এবং ড্রাই ক্লিনিং এ ডাই এর কোন ক্ষতি হয় না৷
Next Post Previous Post