এক্সট্রা ওয়েফট ডিজাইন কি | এক্সট্রা ওয়েফট ডিজাইনের গঠনপ্রণালি | এক্সট্রা ওয়েফট ডিজাইনের ব্যবহার

এক্সট্রা ওয়েফট ডিজাইন কি?

মূল ডিজাইনের ২ সেট সুতা টানা ও পড়েন গ্রাউন্ড সুতা হিসেবে ব্যবহৃত হয়৷ এছাড়া যে অতিরিক্ত ১ সেট পড়েন সুতা কাপড় অলংকরণের জন্য ব্যবহৃত হয়, তাকে এক্সট্রা ওয়েফট সুতা বলে। আর এই এক্সট্রা ওয়েফট সুতা দ্বারা যে অলংকৃত ডিজাইন তৈরি হয় তাকে এক্সট্রা ওয়েফট ডিজাইন বলে৷

এক্সট্রা ওয়েফট ডিজাইন
এক্সট্রা ওয়েফট ডিজাইন

সুতরাং এক্সট্রা ওয়েফট ডিজাইনে ১ সেট টানা সুতাও ২ সেট পড়েন সুতা থাকে৷ টানা সুতার ১ সেট ও পড়েন সুতার ১সেট জমিন হিসেবে ব্যবহৃত হয়৷ আর এই সুতাগুলোই গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট এবং অপর ১ সেট পড়েন সুতাকে এক্সট্রা ওয়েফট সুতা বলে৷

এক্সট্রা ওয়েফট ডিজাইনের বৈশিষ্ট্য?

  • এক্সট্রা ওয়েফট ডিজাইনে ২ সেট ওয়েফট সুতা থাকে এক সেট গ্রাউন্ড ওয়েফট ও অন্য সেট এক্সট্রা  ওয়েফট সুতা।
  • টানা বা ওয়ার্প ১সেট  ব্যবহৃত হয়৷
  • এক সেট টানা সুতার জন্য একটিমাত্র টানা বিমের প্রয়োজন হয়৷
  • দুই সেট পড়েন সুতার এক সেটকে বলা হয় গ্রাউন্ড ওয়েফট ও অন্য সেটকে বলা হয় এক্সট্রা ওয়েফট সুতা৷
  • দুই ধরনের পড়েন শেডের মধ্যে ঢুকানোর জন্য তাঁতে বক্স চেঞ্জিং মেকানিজম এর ব্যবস্থা রাখতে হবে৷
  • গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট সুতাসমূহ বিভিন্নভাবে সজ্জিত হতে পারে যেমনঃ GE অথবা GG EE ইত্যাদি৷ (G= Ground weft, E= Extra weft)।
  • কাপড়ের জমিনে সাধারণত প্লেইন বুনন হয় থাকে৷

এক্সট্রা ওয়েফট ডিজাইনের গঠনপ্রণালি?

  • কাপড়ের মধ্যে এক্সট্রা ওয়েফট দ্বারা সৃষ্ট নকশার জন্য একটি মোটিফ বা স্পট এক্সট্রা ওয়ার্প এর মতো প্রথমে ছক কাগজে অঙ্কন করে নিতে হবে৷
  • এক্সট্রা ওয়েফট ডিজাইন গঠনের জন্য প্রতি একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা ও স্পট এর উপর ভিত্তি করে ডিজাইনের রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷
  • রিপিট নির্দিষ্ট করার পর ছক কাগজে এক্সট্রা ওয়েফট ও গ্রাউন্ড ওয়েফট চিহ্নিত করতে হবে৷ গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট উভয়ের সাথে বন্ধনীতে অংশগ্রহণ করবে৷
  • যদি গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট বিন্যাস ১ঃ১ হয়। তবে রিপিটের আকার হবে স্পটে ব্যবহৃত পড়েন সুতার সংখ্যার দ্বিগুণ এবং টানা সুতার সংখ্যা স্পটের পড়েন সুতার সংখ্যার সমান হবে৷
  • অতঃপর স্পটকে নির্দিষ্ট করে গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট দ্বারা প্লেইন ডিজাইন অঙ্কন করতে হবে৷ লক্ষ রাখতে হবে যাতে স্পটের পড়েন সুতা যতটুকু ভাসা আছে ঠিক ততটুকুই ভাসা থাকবে৷

এক্সট্রা ওয়ার্প ও এক্সট্রা ওয়েফট ডিজাইনের পার্থক্য?

এক্সট্রা ওয়ার্প ডিজাইনঃ

  • যে ডিজাইনকে অলংকৃত করতে অতিরিক্ত টানা সুতা ব্যবহৃত হয় তাকে এক্সট্রা ওয়ার্প ডিজাইন বলা হয়৷
  • দুই বা তার অধিক সেটের টানা সুতা ব্যবহৃত হয়
  • শুধুমাত্র ১ সেট পড়েন সুতা ব্যবহার হয়৷
  • পড়েন সুতা ১ সেট এর কারণে কোন বক্স চেঞ্জিং মেকানিজম এর প্রয়োজন হয় না৷
  • যেহেতু পড়েন ১ সেট কাজেই তাঁত দ্রুতগতি সম্পন্ন৷
  • দুই বা দুই এর অধিক ওয়ার্প বিমের প্রয়োজন হয়৷
  • এক্সট্রা ওয়ার্প ডিজাইন প্রস্তুত করতে টানার উপর টান বেশি পড়ে কাজেই শক্তিশালী টানা সুতার প্রয়োজন হয়৷
  • এক্সট্রা ওয়ার্প সুতা কম পাকের ব্যবহার করা হয় না৷
  • ডবি উইভিং এর ক্ষেত্রে পেগিং প্ল্যান করা কষ্টসাধ্য৷
  • এক্সট্রা ওয়ার্প সুতাসমূহ কম সংকুচিত হয়। যার ফলে কাপড়ের মধ্যে সুতার দৃশ্যতা তুলনামূলক কম৷
  • তাঁতে উৎপাদন তুলনামূলক বেশি৷
  • টানার দিকে অধিক সংখ্যক রঙিন সুতা ব্যবহার করা সম্ভব৷
  • টানার দিকে এক্সট্রা ওয়ার্পের মাধ্যমে স্ট্রাইপ প্যাটার্ন ফুটিয়ে তোলা সম্ভব৷
  • অতিরিক্ত টানা সুতাটি কাপড়ের উল্টা পার্শ্ব থেকে বের করে ফেলা খুবই কঠিন ও ব্যয়সাপেক্ষ৷

এক্সট্রা ওয়েফট ডিজাইনঃ

  • যে ডিজাইনকে অলংকৃত করতে অতিরিক্ত পড়েন সুতা ব্যবহার করা হয় তাকে এক্সট্রা ওয়েফট ডিজাইন বলা হয়৷
  • দুই বা তার অধিক সেটের পড়েন সুতা ব্যবহৃত হয়।
  • শুধুমাত্র ১ সেট টানা সুতা ব্যবহার করা হয়৷
  • পড়েন সুতা ২ সেট বা তার অধিক থাকার কারণে তাঁতে বক্স চেঞ্জিং মেকানিকজম এর প্রয়োজন হয়৷
  • পড়েন একের অধিক সেট, কাজেই তাঁতের গতি তুলনায় কম৷
  • একটিমাত্র ওয়ার্প বিমের প্রয়োজন হয়৷
  • এক্সট্রা ওয়েফট ডিজাইনে সুতার উপর টান তুলনামূলক কম থাকে৷
  • এক্সট্রা ওয়েফট সুতা কম পাকের কম শক্তিসম্পন্ন ও চাকচিক্যময় সুতা ব্যবহার করা হয়৷
  • সব ধরনের উইভিং করা সম্ভব৷
  • এক্সট্রা ওয়েফট সুতাসমূহ বেশি সংকুচিত হয় কাজেই কাপড়ের মধ্যে সুতার দৃশ্যতা বেশি৷
  • তাঁতে উৎপাদন তুলনামূলক কম৷
  • পড়েনের দিকে অধিক সংখ্যক রঙিন সুতা ব্যবহার করা সম্ভব নয়৷
  • এক্সটা ওয়েফট যুক্ত কাপড়ের মধ্যে পড়েনের দিকে ক্রস ওভার প্যাটার্ন ফুটিয়ে তোলা হয়৷
  • অতিরিক্ত পড়েন সুতাটি কাপড়ের উল্টো দিক থেকে বের করা খুবই সহজ এবং কম ব্যয়সাপেক্ষ৷

কাপড় থেকে এক্সট্রা ওয়েফট শনাক্তকরণ?

এক্সট্রা ওয়েফট ও এক্সট্রা ওয়ার্প কাপড়ের ওপর যে মোটিফ দেখতে পাওয়া যায় তা থেকে নিডলের মাধ্যমে একটা একটা করে সুতা তুলে বের করতে হবে৷ যদি সুতাগুলো কাপড়ের পড়েন বরাবার হয়ে থাকে তবে তা নিশ্চিত হবে যে মোটিফটি পড়েন সুতার তৈরি অর্থাৎ এটি এক্সট্রা ওয়েফট ডিজাইন৷ পড়েন বরাবর অতিরিক্ত পড়েন সুতা দ্বারা কাপড় অলংকৃত করলে কাপড়ের উপর ডিজাইন তৈরি হয়৷

এক্সট্রা ওয়েফট ডিজাইনের ব্যবহার?

  • বিভিন্ন ধরনের অলংকৃত কাপড় তৈরিতে ব্যবহৃত হয়৷
  • শাড়ির পাড় ও জমিন, লুঙ্গি ইত্যাদিতে ব্যবহৃত হয়৷
  • মহিলের চাদর, ফার্নিশিং ক্লথ এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷  
  • টাঙ্গাইল ফরাসডাঙ্গা, ঢাকাই জমদানি ও বেনারসি শাড়ির বুটি ও আঁচলে এক্সট্রা ওয়েফট ডিজাইন ব্যবহৃত হয়৷
Next Post Previous Post