পুড়ে ফাইবার শনাক্তকরণ?
ইহা একটি অতি সাধারণ পরিক্ষা। আর এ পরিক্ষার মাধ্যমে টেক্সটাইল ফাইবার তার গঠনগত উপাদানের কারণে আগুনে পুড়লে ভিন্ন ভিন্ন আচরণ প্রকাশ করে থাকে। আর এ পরিক্ষা দ্বারা ফাইবারটি মূলত কোন গ্রুপের অর্থাৎ সেলুলোজিক, প্রোটিন ইত্যাদি নির্ণয় করতে সাহায্যে করে।পুড়ে ফাইবার শনাক্তকরণ |
সাধারণত ফাইবার গুচ্ছ থেকে কয়েকটি ফাইবার একসাথে নিয়ে সেগুলো আগুনের শিখার উপর ধরা হয়। এবং ১০ সেকেন্ড পর সরিয়ে নেয়া হয়। এরপর নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়ঃ
- ফাইবার আগুনে ধরে কিনা।
- ফাইবার পুড়ে ছাই হয়ে যায় নাকি গুটি বেঁধে যায়।
- পোড়ার যে গন্ধ নির্গত হয় তা কেমন।
- যে ছাই বা গুটি অবশিষ্ট থাকে তার রং কেমন বা আকৃতি কেমন।
- জ্বলার গতি কেমন ইত্যাদি।