পুড়ে ফাইবার শনাক্তকরণ?

পুড়ে ফাইবার শনাক্তকরণ?

ইহা একটি অতি সাধারণ পরিক্ষা। আর এ পরিক্ষার মাধ্যমে টেক্সটাইল ফাইবার তার গঠনগত উপাদানের কারণে আগুনে পুড়লে ভিন্ন ভিন্ন আচরণ প্রকাশ করে থাকে। আর এ পরিক্ষা দ্বারা ফাইবারটি মূলত কোন গ্রুপের অর্থাৎ সেলুলোজিক, প্রোটিন ইত্যাদি নির্ণয় করতে সাহায্যে করে।
 
পুড়ে ফাইবার শনাক্তকরণ
পুড়ে ফাইবার শনাক্তকরণ

সাধারণত ফাইবার গুচ্ছ থেকে কয়েকটি ফাইবার একসাথে নিয়ে সেগুলো আগুনের শিখার উপর ধরা হয়। এবং ১০ সেকেন্ড পর সরিয়ে নেয়া হয়। এরপর নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়ঃ
  • ফাইবার আগুনে ধরে কিনা। 
  • ফাইবার পুড়ে ছাই হয়ে যায় নাকি গুটি বেঁধে যায়। 
  • পোড়ার যে গন্ধ নির্গত হয় তা কেমন।
  • যে ছাই বা গুটি অবশিষ্ট থাকে তার রং কেমন বা আকৃতি কেমন।
  • জ্বলার গতি কেমন ইত্যাদি।
Next Post Previous Post