পড়েন সুতায় কেন মাড় প্রয়োগ করা হয় না?
পড়েন সুতায় মাড় দেয়া হয় না কারণ হল সুতায় মূলত মাড় দেয়া হয় সুতার শক্তি, ওজন ও ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। কারণ হচ্ছে বয়নের সময় ঝাঁপের সাথে টানা সুতার ঘর্ষণের সৃষ্টি হয়। যার কারণে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য টানা সুতায় মাড় দেয়া হয়।টানা ও পড়েন সুতা |
অন্যদিকে পড়েন সুতা মাকুর মাধ্যমে ঝাঁপ দ্বারা তৈরি শেডে প্রবেশের সময় টানা সুতার ন্যায় ঘর্ষণের সম্মুখীন হয় না। আর এ কারণে পড়েন সুতায় মাড় দেওয়া হয় না।