সাওয়ারিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর?

সাওয়ারিং কি?

যে পদ্ধতিতে পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড দ্বারা অ্যালকালি দ্বারা প্রসেস করা কাপড় হতে অ্যালকালি দূর করা হয় তাকে সাওয়ারিং বলে।

সাওয়ারিং কী দিয়ে করা হয়?

পাতলা সালফিউরিক এসিড দ্বারা সাওয়ারিং করা হয়।

সাওয়ারিং এর সুবিধা কি কি?

  • PH নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না।
  • সাওয়ারিং কক্ষ তাপমাত্রায় এবং অল্প সময়ে করা হয়।
  • ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে ত্রুটি হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম থাকে।

সাওয়ারিং এর তাপমাত্রা কত?

সাধারণভাবে সাওয়ারিং কক্ষ তাপমাত্রায় করা হয়।

সাওয়ারিং
সাওয়ারিং

সাওয়ারিং করলে কাপড় থেকে কোন অপদ্রব্য দূর হয়?

সাওয়ারিং করলে কাপড় থেকে অ্যালকালি দূর বা প্রশমিত হয়।

ডিটারজেন্সি কি?

জিটারজেন্ট এর সাহায্যে স্কাওয়ারিং এর সময় ছড়ানো ছিটানো ভারী অপদ্রব্য দূর করাকে ডিটারজেন্সি বলে।

সাওয়ারিং এ কত ভাগ এসিড ব্যবহার করা হয়?

১-২% পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা সালফিউরিক এসিড ব্যবহার করা হয়। 

কয়েকটি এসিডের নাম লিখ?

  • সালফিউরিক এসিড
  • হাইড্রোক্লোরিক এসিড
  • নাইট্রিক অ্যাসিড
  • অ্যাসিটিক অ্যাসিড

দুইটি ডিটারজেন্ট এর নাম লিখ?

  • টাকি রেড অয়েল 
  • নিকাল – এ

কয়েকটি এসিডের নাম এবং সংকেত লিখ?

কয়েকটি এসিডের নাম এবং সংকেতঃ
  • সালফিউরিক অ্যাসিড (H2SO4)
  • নাইট্রিক এসিড (HNO3)
  • অ্যাসিটিক অ্যাসিড (CH3-COOH)
  • হাইড্রোক্লোরিক এসিড (HCI)

দুইটি অ্যালকালি নাম লেখ?

  • সোডিয়াম হাইড্রোক্সাইড
  • পটাশিয়াম হাইড্রোক্সাইড

দুটি রিডিউসিং এজেন্টের নাম লেখ?

  • হাইড্রোজেন (H2)
  • কার্বন (C)

দুটি অক্সিডাইজিং এজেন্টের নাম লেখ?

  • অক্সিজেন (O2)
  • ওজন (O3)
Next Post Previous Post