ব্লিচিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর?

ব্লিচিং কি?

যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য থেকে প্রাকৃতিক রং বা কালার দূর করা হয় তাকে ব্লিচিং বলে। 

ব্লিচিং প্রক্রিয়া দ্বারা কি করা হয়?

ব্লিচিং প্রক্রিয়া দ্বারা কাপড় থেকে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করা হয়।
ব্লিচিং মেশিন
ব্লিচিং মেশিন

ব্লিচিং কয় ধরনের ও কি কি?

ব্লিচিং দুই ধরনের হয়ঃ
  • হ্যান্ড ব্লিচিং
  • মেশিন ব্লিচিং 

ব্লিচিং এজেন্ট কয় ধরনের ও কি কি?

ব্লিচিং এজেন্ট দুই ধরনের হয়ঃ
  • অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট
  • রিডিউসিং ব্লিচিং এজেন্ট

অক্সিডাইজিং ব্লিচিং কি?

অক্সিডাইজিং এজেন্টের সাহায্যে যে ব্লিচিং করা হয় তাকে অক্সিডাইজিং ব্লিচিং বলে।

রিডিউসিং ব্লিচিং কি?

রিডিউসিং এজেন্টের সাহায্যে যে ব্লিচিং করা হয় তাকে রিডিউসিং ব্লিচিং বলে।

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?

ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হল ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম।

ক্যালসিয়াম হাইপোক্লোরাইড কি আকারে পাওয়া যায়?

ক্যালসিয়াম হাইপোক্লোরাইড স্ফটিক আকারে পাওয়া যায়।
 

হাইপোক্লোরাইড ব্লিচিং কয় পদ্ধতিতে করা হয়?

সাধারণত হাইপোক্লোরাইড ব্লিচিং দুইটি পদ্ধতিতে করা হয়ঃ
  • মেশিন কেমেকিং পদ্ধতি ও
  • সার্কুলেশন পদ্ধতি।

রিডিউসিং ব্লিচিং এজেন্ট দ্বারা কোন ধরনের ফাইবারকে ব্লিচিং করা হয়?

রিডিউসিং ব্লিচিং এজেন্ট দ্বারা সাধারণত প্রাণিজ ফাইবারকে ব্লিচিং করা হয়।

প্রাকৃতিক সেলুলোজ ফাইবারকে সাধারণ কোন প্রকার ব্লিচিং এজেন্ট দ্বারা ব্লিচিং করা হয়?

অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট দ্বারা ব্লিচিং করা হয়। 

ব্লিচিং পাউডার কোন ধরনের পদার্থ?

ব্লিচিং পাউডার হল সাদা অদানাদার পদার্থ।

ব্লিচিং পাউডারের শতকরা ক্লোরিনের পরিমাণ কত?

ব্লিচিং পাউডারের শতকরা ক্লোরিনের পরিমাণ হল ৩৫ - ৪০%।


কত সালে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয়?

হাইড্রোজেন পার অক্সাইড ১৮১৮ সালে বিজ্ঞানী থেনার্ড উৎপন্ন করে।

ব্লিচিং এর তাপমাত্রা কত ডিগ্রী হলে কাপড়ের শক্তি নষ্ট হয়?

ব্লিচিং এর তাপমাত্রা সাধারণত ১২০°C থেকে ১৩০° C এর উপরে উঠলে কাপড়ের শক্তি নষ্ট হয়।

দুইটি ব্লিচিং এজেন্ট এর নাম লিখ?

দুইটি ব্লিচিং এজেন্ট এর নাম হলঃ
  • হাইড্রোজেন পার অক্সাইড
  • পটাশিয়াম ডাইক্রোমেট

তিনটি রিডিউসিং এজেন্ট এর নাম লিখ?

তিনটি রিডিউসিং এজেন্ট এর নাম হলঃ
  • হাইড্রোজেন সালফাইড
  • স্টেনাস ক্লোরাইড 
  • সালফার ডাই অক্সাইড

ব্লিচিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করা হয়?

ব্লিচিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলঃ
  • ফাইবার এর ধরণ
  • সময়
  • তাপমাত্রা
  • এজেন্ট এর পরিমাণ ইত্যাদি। 

ব্লিচিং প্রসেস চলাকালীন সময় কি কি বিষয় নির্ভর করে?

ব্লিচিং প্রসেস চলাকালীন সময়ে যে বিষয়গুলো নির্ভর করেঃ
  • দ্রবণের পিএইচ এর উপর
  • দ্রবণের তাপমাত্রার উপর
  • সময় এর উপর
  • কেমিক্যালের ঘনত্বের উপর

তিনটি স্টাবিলাইজারের নাম লিখ?

তিনটি স্টাবিলাইজার এর নাম হলঃ
  • সোডিয়াম সিলিকেট
  • সয়াবিন প্রোটিন
  • ট্রাই সোডিয়াম ফসফেট

হাইপোক্লোরাইড ব্লিচিং কত প্রকার?

হাইপোক্লোরাইড ব্লিচিং দুই প্রকারঃ
  • মেশিন কেমিকিং পদ্ধতি
  • সার্কুলেশন পদ্ধতি

হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এ কাপড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা কেমন?

হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচিং করার সময় কাপড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।

কোন এসিড এর প্রতি বেসিক ডাই এর আকর্ষণ রয়েছে?

সোডিয়াম ক্লোরাইডের এর প্রতি বেসিক ডাই এর আকর্ষণ রয়েছে।

জে বক্সের কিছু যন্ত্রাংশের নাম লিখ?

জে বক্সের কিছু যন্ত্রাংশের নামঃ
  • গাইড রোলার
  • কাপড়
  • জে বক্স
  • ধৌতকরণ ইত্যাদি।

সাধারণত ব্লিচিং কত প্রকার?

সাধারণত ব্লিচিং তিন প্রকারঃ
  • কিয়ার ব্লিচিং
  • কন্টিনিউয়াস ব্লিচিং
  • প্যাড রোল ব্লিচিং

কিয়ার ব্লিচিং এ কটনকে ব্লিচিং করতে কত সময় প্রয়োজন হয়?

কিয়ার যদি বন্ধ থাকে তবে কটনকে ব্লিচিং করতে ১ থেকে ৩ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।

প্যাডরোল পদ্ধতিতে কয়ভাবে ব্লিচিং করা যায়?

প্যাডরোল পদ্ধতিতে দুই ভাবে ব্লিচিং করা যায়ঃ
  • ঠান্ডা ভাবে
  • গরম ভাবে

সোডিয়াম ক্লোরাইডকে অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট হিসেবে কত সালে আবিষ্কার করা হয়?

সোডিয়াম ক্লোরাইড কে অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট হিসেবে ১৯৩৯ সালে আবিষ্কার করা হয়।

এএটিসিসি (AATCC) এর পূর্ণরূপ কি? 

এএটিসিসি (AATCC) এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট এন্ড কালারিষ্ট (American Association of Textile Chemist and Caloriest)।

ইডিটিএ (EDTA) এর পূর্ণরূপ কি?

ইডিটিএ (EDTA) এর পূর্ণরূপ হচ্ছে (Ethylene Di - Amin Tetra Acitic Acid)

জুটকে পূর্ণ ব্লিচিং না করার কারণ কি?

জুটকে পূর্ণ ব্লিচিং না করার কারণ হচ্ছে জুটকে পূর্ণ ব্লিচিং করলে জুটের এর ওজন ২০% - ৩০% পর্যন্ত কমে যায়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন