সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য?

সাবান কি?

সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি এসিডের ধাতব লবণকে সাবান বলে।

ডিটারজেন্ট কি?

ডিটারজেন হল সালফিউরিক এসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। 

সাবান ও ডিটারজেন্ট
সাবান ও ডিটারজেন্ট

সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য?

সাবানঃ

  1. এটা সাধারণত সোডিয়াম পটাশিয়াম লবন।
  2. সাবান হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল।
  3. সাবান খর পানিতে কাজ করে না। 
  4. সাবানের কঠিন তলের ভেতর প্রবেশ করার ক্ষমতা কম।
  5. সাবান হচ্ছে দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
  6. এটা কোন দ্রব্যের পৃষ্ঠে কাজ করার এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। 
  7. প্রাকৃতিক তেল অথবা চর্বিকে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উৎপন্ন করে সাবান তৈরি করা হয়। 
  8. সাবানের পরিষ্কারক ক্ষমতা ডিটারজেন্ট এর থেকে তুলনায় কম হয়। 
  9. সকল সাবানই ডিটারজেন্ট।
  10. সাবানের কাঁচামাল ব্যয়বহুল।
  11. সাবানের ব্যবহার সীমিত
  12. সাবান এর কার্যকরী মূলক হল (R -COONa / K)।

ডিটারজেন্টঃ

  1. বিভিন্ন উচ্চতর ফ্যাটি এসিড ও বিভিন্ন ধাপ লবণ থেকে তৈরি।
  2. ডিটারজেন্ট হচ্ছে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয়।
  3. ডিটারজেন্ট খর পানিতেও কাজ করে।
  4. ডিটারজেন্ট হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।
  5. ডিটারজেন্টের কঠিন তলের ভেতর প্রবেশ করার ক্ষমতা বেশি। 
  6. ডিটারজেন্ট পানি বা দ্রবণের পৃষ্ঠটান কমিয়ে দেয়। 
  7. দনারিকেল তেলকে হাইড্রোজেনেশন বা সোডিয়াম বিজারণ দ্বারা ডিটারজেন্ট তৈরি করা হয়।
  8. ডিটারজেন্টের পরিষ্কারক ক্ষমতা সাবানের চেয়ে তুলনামূলক বেশি হয়।
  9. সকল ডিটারজেন্ট সাবান নয়। ডিটারজেন্টের কাঁচামাল সস্তা। ডিটারজেন্টের ব্যবহার ব্যাপক। 
  10. সাবান খর পানিতে তেমন ভাল কাজ করতে পারে না।
  11. ডিটারজেন্ট খর পানি ও মৃদু পানিতে সমানভাবে কাজ করতে পারে।
  12. ডিটারজেন্টের কার্যকরী মূলক হল (R -OSO₃Na)।
Next Post Previous Post