কাউন্ট কি?
একটি শানার নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে যতগুলো ডেন্ট বা গ্রুপ থাকে তাকে শানার নম্বর বা কাউন্ট বলে।রীড কাউন্ট কি?
শানার নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থানে যে সংখ্যক ডেন্ট থাকে তাকে রীড কাউন্ট বলে। মেট্রিক পদ্ধতিতে প্রতি ১০ সেন্টিমিটার জায়গায় যে সংখ্যক ডেন্ট থাকে তাকে রীড কাউন্ট বা শানার নম্বর বলে।হিল্ড ও রিড কাউন্ট |
হিল্ড কাউন্ট কি?
কয়েকটি ঝাঁপ নিয়ে একটি সেট হয়। একটি সেটের মধ্যে যে কয়টি Healds থাকে এদের প্রতি ইঞ্চিতে ব চক্ষুর সংখ্যাকে হিল্ড কাউন্ট বা ঝাঁপের নম্বর বলে।এই শর্তটি সাধারণত Heald Knitting এর বেলায় ব্যবহৃত হয়। সাধারণত টানা সুতা হিসেব করার জন্য শানার নম্বর জানা একান্ত প্রয়োজন।
আরও জানুনঃ
শানার নম্বর টানা সুতার স্পেস নির্দেশ করে। এর সাহায্যে কাপড়ের জমিন ইচ্ছামাফিক হালকা বা খাপি করা যায়। শানা মরিচাবিহীন স্টিল বা ব্রাস ওয়্যারের তৈরি হয়।
হিল্ড কাউন্ট ও রিড কাউন্টের তালিকা?
(ক) শানার নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে ডেন্টের সংখ্যার ওপর ভিত্তি করেঃ
স্টক পোর্ট (stockport) সিস্টেমঃপ্রতি ২ ইঞ্চিতে ডেন্টের সংখ্যা।
মেট্রিক (Metric) সিস্টেমঃ
প্রতি ডেসিমিটারে ডেন্টের সংখ্যা।
হাডার্স ফিল্ড (Hudders field) সিস্টেমঃ
প্রতি ইঞ্চিতে ডেন্টের সংখ্যা।
র্যাডক্লিফ (Radcliff) সিস্টেমঃ
প্রতি ইঞ্চিতে ডেন্টের সংখ্যা।
(খ) শানার নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে গ্রুপ বা বিয়ার এর সংখ্যার ওপর ভিত্তি করেঃ
বোল্টন (Bolton) সিস্টেমঃপ্রতি ২৪.৫ ইঞ্চিতে ২০ ডেন্টের গ্রুপ সংখ্যা।
লীডস (Leeds) সিস্টেমঃ
প্রতি ৯ ইঞ্চিতে ১৯ ডেন্টের গ্রুপ সংখ্যা।
আইরিশ (Irish) সিস্টেমঃ
প্রতি ৪০ ইঞ্চিতে ১০০ ডেন্টের গ্রুপ সংখ্যা।
ম্যাকলিশ ফিল্ড (Macclessh) সিস্টেমঃ
প্রতি ৩৬ ইঞ্চিতে ১০০ ডেন্টের গ্রুপ সংখ্যা।
ব্ল্যাক বার্ন (Black Burn) সিস্টেমঃ
প্রতি ৪৫ ইঞ্চিতে ২০ ডেন্টের গ্রুপ সংখ্যা।
ব্র্যাডফোর্ড (Bradford) সিস্টেমঃ
প্রতি ৩৬ ইঞ্চিতে ২০ ডেন্টের গ্রুপ সংখ্যা।
প্রতি ৩৬ ইঞ্চিতে ২০ ডেন্টের গ্রুপ সংখ্যা।