RFD কি | RFD এর শর্ত

RFD এর পূর্ণরুপ কি?

আরএফডি এর পূর্ণরুপ হল Ready for Dyeing (RFD)।

RFD কি?

যে সকল কাপড়ের প্রিট্রিটমেন্ট সম্পূর্ণ হয়েছে। তবে এখনো পুরোপুরিভাবে ডাইং এর জন্য প্রস্তুত নয়। তখন কাপড়ের এই অবস্থাকে RFD বলে।

RFD
RFD

RFD এর শর্ত?

  • কাপড়কে ব্লিচিং ও স্কাওয়ারিং করা হতে হবে।
  • কাপড়কে মার্সারাইজেশন করা হতে হবে।
  • কাপড়কে ওয়াশ করা হতে হবে। যাতে করে কাপড়ে মার্সারাইজ ওয়েল না থাকে।
  • কাপড়ের PH ৭ থেকে ৮ এর মধ্যে হতে হবে।
  • এব্জরবেন্সি গ্রেডিং ৪ থেকে ৫ হতে হবে।
  • RFD করা কাপড়কে অফ হোয়াইট হিসেবে ব্যবহার করা যায়।
  • আর এই কাপড় গার্মেন্টস ডাইং এর জন্য ব্যবহার করা হয়। 
  • তবে RFD কাপড় থেকে ওয়াশ করার পরে তাকে ডাইং করা হয় ।
  • হোয়াইট নেস হতে হয় 63% এবং এভারেজ কালার +/- 3% হবে। লাইট ক্রিটিক্যাল কালার 73%, +/- 3% হবে।
  • RFD কাপড় দিয়ে ল্যাব ডিপ করা হয়।
  • ৯৫% RFD কাপড় ওভেন ডাইং মেশিনে ডাইং করা হয়। আর বাকি ৫% গার্মেন্টস ডাইং করা হয়।
Next Post Previous Post