ল্যাপ তৈরির মেশিন?

ল্যাপ তৈরির মেশিন?

ল্যাপ তৈরীর জন্য নিম্নলিখিত মেশিনগুলো রয়েছেঃ

পুরাতন পদ্ধতিঃ

  • স্লাইভার ল্যাপ মেশিন
  • রিবন ল্যাপ মেশিন 

আধুনিক পদ্ধতিঃ

  • সুপার ল্যাপ ফরমার

স্লাইভার ল্যাপ মেশিন
স্লাইভার ল্যাপ মেশিন

স্লাইভার ল্যাপ মেশিন কি?

কার্ডিং অথবা ড্রইং স্লাইভারসমূহ পাশাপাশি ও উপরে নিচের সাজিয়ে ডাবলিং ও ড্রাফটিং এর মাধ্যমে পাতলা শীট আকারে তৈরি করে বলে, এই মেশিনকে স্লাইভার ল্যাপ মেশিন বলা হয়। স্লাইভার ল্যাব তৈরীর পর ডাবলিং দেওয়ার জন্য পুনরায় রিবন ল্যাপ মেশিনের প্রয়োজন হয়। 

রিবন ল্যাপ মেশিন
রিবন ল্যাপ মেশিন

রিবন ল্যাপ মেশিন কি?

স্লাইভার ল্যাপ মেশিন থেকে প্রস্তুতকৃত স্লাইভার ল্যাপের আঁশসমূহ অধিক সমান্তরাল ও সুষম ল্যাপ তৈরীর জন্য চূড়ান্ত অর্থাৎ রিবন ল্যাপ তৈরি করা হয়। আর যে মেশিনের সাহায্যে এই কাজ সম্পাদন করা হয়, তাকে রিবন ল্যাপ মেশিন বলে। 

সুপার ল্যাপ ফরমার মেশিন
সুপার ল্যাপ ফরমার মেশিন

সুপার ল্যাপ ফরমার কি?

আধুনিক পদ্ধতিতে অথবা উচ্চ উৎপাদনশীল কম্বিং মেশিনে ব্যবহার করার উদ্দেশ্যে যে মেশিনের সাহায্যে সরাসরি ড্রইং স্লাইভার দ্বারা মিনি ল্যাপ প্রস্তুত করা হয়, সেই মেশিনকে সুপার ল্যাপ মেশিন বলা হয়।
Next Post Previous Post