নেপস পরিমাপের গুরুত্ব?
কোন ফাইবারের মধ্যে অপরিপক্ক ফাইবার থাকলে কিংবা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার থাকলে নেপস এর সৃষ্টি হয়। নেপস হল একত্রিত কতগুলো ফাইবারের ক্ষুদ্র ক্ষুদ্র জট যা শক্ত দানার সৃষ্টি করে। ফাইবারের ত্রুটি ছাড়াও ত্রুটিপূর্ণ কার্ডিং মেশিনের জন্যও নেপস সৃষ্টি হতে পারে। তাছাড়া ফাইবারের এ বিশেষ ধরনের ত্রুটি দূর করা না হলে।নেপস |
ইহা সুতা বা কাপড়ে পর্যন্ত উপস্থিত থাকতে পারে। তাই ফাইবার প্রসেসের সময় তার মধ্যে কী পরিমাণ নেপস রয়েছে তা পরিমাপ করা অত্যাবশ্যক। যার ফলশ্রুতিতে ফাইবার থেকে নেপস দুর করা একান্ত প্রয়োজন। অন্যথায় এ নেপসের জন্য গুণগত সম্পন্ন সুতা উৎপাদন করা সম্ভব হবে না। আবার নেপস এমন এক ধরনের ত্রুটি যা সুতা ক্লিয়ারিং ডিভাইস দ্বারা দূর করা যুক্তিসঙ্গত নয়।
যা ত্রুটিপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ সুতা হিসেবে বিবেচিত হয়। এবং উক্ত নেপসযুক্ত সুতা দ্বারা কাপড় তৈরি হলে তা ত্রুটিযুক্ত হয়। যা পরবর্তীতে ডাইংয়ের আরও সমস্যার সৃষ্টি হয়। তাই গুণগতমানসম্পন্ন সুতা ও কাপড় উৎপাদনের জন্য ফাইবারের নেপস পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।