গার্মেন্টস হেলপারের কাজ কি | গার্মেন্টস হেলপারের বেতন কত

গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে অনেক হেলপারের প্রয়োজন হয়ে থাকে। হেলপার মূলত বিভিন্ন ধরনের কাজে সাহায্য করে। এছাড়াও হেলপারদের গার্মেন্টসে নির্দিষ্ট কিছু কাজ রয়েছে।

গার্মেন্টস হেলপার
গার্মেন্টস হেলপার

যেমনঃ সুইং শেষ হলে সুইংকৃত কাপড় থেকে বাড়তি সুতা কেটে ফেলা, কাপড়গুলো গুছিয়ে রাখা, আরো বিভিন্ন সেকশনে হেলপারের ভিন্ন ধরনের কাজ থাকে।

গার্মেন্টসের হেলপারের যোগ্যতা?

সাধারণত গার্মেন্টস হেলপারদের তেমন কোন যোগ্যতার প্রয়োজন হয় না। তবে জেএসসির সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে  প্রয়োজন হতে পারে। আর যদি না থাকে তবে জাতীয় পরিচয় পত্র দিয়েই হয়ে যায়।

গার্মেন্টস হেলপারের বেতন?

গার্মেন্টস হেলপারের বেতন সাধারণত ৭০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়। এছাড়াও যদি কোন হেলপারের পূর্ব অভিজ্ঞতা থাকে তার অভিজ্ঞতার উপর বেতন নির্ভর করে থাকে।

গার্মেন্টস হেলপারের চাকরির ডকুমেন্টস?

অবশ্যই গার্মেন্টস হেলপারের চাকরি করতে হলে নিচের ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে কোম্পানিতে যেতে হবে। 
  • আপনার পাসপোর্ট সাইজের ৪ কপি আর স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি। 
  • জাতীয় পরিচয় পত্র যদি না থাকে। তাহলে জন্ম সনদ দিয়ে কাজ করা যায়।
  • নাগরিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট ইত্যাদি লাগবে।
Next Post Previous Post