ফাইবার ম্যাচিউরিটি কি?

ফাইবার ম্যাচিউরিটি
ফাইবার ম্যাচিউরিটি

ফাইবার ম্যাচিউরিটি কি?

ফাইবারের দৈর্ঘ্য, শক্তি ও ফাইননেসর মতো পরিপক্বতা বা ম্যাচিউরিটি একটি অন্যতম বৈশিষ্ট্য। ফাইবার প্রক্রিয়া করে সুতা তৈরির সময় এ বৈশিষ্ট্যকে বিশেষভাবে বিবেচনায় রাখতে হয়। ফাইবারের পরিপক্বতা কিংবা ম্যাচুরিটি বলতে উক্ত ফাইবারের কোষপ্রাচীরের পুরুত্বকে বুঝায়। 

সাধারণত সেলুলোজের স্তরে জমা হয়ে এ কোষপ্রাচীরের সৃষ্টি হয়। ফাইবারের ফাইননেসের মত পরিপক্বতাও বিভিন্ন ফাইবারের ভিন্ন হয়।
Next Post Previous Post