কাপড়ের ডায়া কি | কাপড়ের ডায়া কম বেশি হলে যে সমস্যা গুলো হতে পারে

কাপড়ের ডায়া কি?

কাপড়ের প্রস্থকে কাপড়ের ডায়া বলে।

কাপড়ের ডায়া কম বেশি হলে যে সমস্যা গুলো হতে পারে?

কাপড় এর ডায়া কম বেশি হলে যে সকল সমস্যা গুলো হতে পারে। সেগুলো নিচে দেওয়া হলঃ
কাপড়ের ডায়া কম বেশি হলে কাপড়ের জিএসএম এর সমস্যা হবে। যেমনঃ কাপড় ডায়া কম হলে জিএসএম বেশি হবে। আর কাপড়ের ডায়া বেশি হলে জিএসএম কমে যাবে।

অপরদিকে কাপড়ের ডায়া কম বেশি হলে কাপড় ফিনিশিং এর ক্ষেত্রে সমস্যা হবে। কারণ হল কাপড়ের ডায়া কম বেশি হলে ফিনিশিং মেশিনে চালাতে সমস্যা হয়। এবং বারে বারে ক্লিপ বা পিন থেকে কাপড় ছেড়ে যায়। আর এজন্য বারে বারে সেটিং পরিবর্তন করা লাগে যা খুবই বিরক্তিকর।

কাপড়ের ডায়া
কাপড়ের ডায়া

কাপড়ের ডায়া বেশি হলে স্রিংকেজ % বেশি হবে। কাপড়ের ডায়া বেশি হলে ফেব্রিকের ওয়েস্টেজ বেড়ে যাবে। কারণ বাড়তি ১-২ ইঞ্চি ওয়েস্ট হবে। যা কোন কাজে আসবে না এর জন্য ইয়ার্ন লস হবে। আর কাপড়ের ডায়া কম বেশি হলে মার্কার রিভাইস করা হয়। 

কারণ হল এর জন্য আবার নতুন করে মার্কার ডিজাইন না করলে পুরোনো মার্কারে ওয়েস্ট % এবং মার্কার ইফেসিয়েন্সি কমে যাবে। আর তাই ফেব্রিক বুকিং দেয়ার সময় আগেই রিকয়ার্ড ডায়া দিয়ে দেওয়া হয়।
Next Post Previous Post