এক্সট্রা ওয়াপ ডিজাইন কি | এক্সট্রা ওয়ার্প ডিজাইনের গঠনপ্রণালী | এক্সট্রা ওয়ার্প ডিজাইনের ব্যবহার

সাধারণত মূল ডিজাইনের মধ্যে দুই সেট সুতা থাকে। এক সেট টানা সুতা ও অন্য সেট পড়েন সুতা থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মূল ডিজাইনের মূল জমিনের সাথে অতিরিক্ত এক সেট টানা সুতা বা পড়েন সুতা যোগ করে কাপড়ের উপর বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়। 

এক্সট্রা ওয়ার্প ডিজাইন
এক্সট্রা ওয়ার্প ডিজাইন

কাপড়কে অলংকৃত করার জন্য কাপড়ের মূল ডিজাইন ও গঠন ঠিক রেখে আলাদা এক সেট টানা সুতা অথবা পড়েন সুতার মাধ্যমে একটি সুন্দর নকশা ফুটিয়ে তুলে কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আর এ পদ্ধতিতে সাধারণত অতিরিক্ত সুতা দ্বারা গঠিত ডিজাইন, যাকে ইংরেজিতে Figuring with Extra Threads নামে অভিহিত করা হয়। এই পদ্ধতি সাধারণত দুই প্রকারের হয়ঃ
  • এক্সট্রা ওয়াপ ডিজাইন 
  • এক্সট্রা ওয়েফট ডিজাইন 
আবার কিছু কিছু ক্ষেত্রে একই সঙ্গে একই কাপড়ের মধ্যে অতিরিক্ত টানা সুতা ও অতিরিক্ত পড়েন সুতাও থাকতে পারে। আর এ সকল ডিজাইনকে বোথ এক্সট্রা ওয়ার্প অ্যান্ড ওয়েফট ডিজাইন বলে।

এক্সট্রা ওয়াপ ডিজাইন কি?

মূল ডিজাইনের দুই সুট সুতার সাথে অতিরিক্ত এক সেটা টানা সুতা কাপড় অলংকরণের জন্য ব্যবহৃত হয়। আর এই অতিরিক্ত টানা সুতাকে এক্সট্রা ওয়ার্প সুতা বলা হয়। এবং মূল ডিজাইনসহ অতিরিক্ত টানা সুতাসমূহ যে অলংকৃত ডিজাইন তৈরি করে তাকে এক্সট্রা ওয়ার্প ডিজাইন বলে। 

কাজেই এক্সট্রা ওয়ার্প ডিজাইনে দুই সেট টানা সুতা ও এক সেট পড়েন সুতা থাকে। টানা সুতার একটি সেটকে জমিন টানা সুতা বা গ্রাউন্ড ওয়ার্প বলে। ও অপর সেট টানা সুতাকে এক্সট্রা ওয়ার্প সুতা বলে।

এক্সট্রা ওয়ার্প ডিজাইনের বৈশিষ্ট্য?

  • এক্সট্রা ওয়ার্প ডিজাইনে দুই সেট টানা সুতা থাকে।
  • একটি গ্রাউন্ড ওয়ার্প ও অপরটি এক্সট্রা ওয়ার্প।
  • যেহেতু এক্সট্রা ওয়ার্প দ্বারা কাপড় অলংকৃত করা হয়।
  • কাজেই গ্রাউন্ড ওয়ার্প এর চেয়ে এক্সট্রা ওয়ার্প ঢ়িলা থাকে।
  • কাপড়ের জমিনে সাধারণত প্লেইন বুনন হয়ে থাকে। 
  • কাপড় বয়নের সুবিধার্থে ডিভাইডেড ড্রাফট ব্যবহার করা হয়। 
  • তাছাড়া প্রথম দিকের ঝাঁপগুলোতে গ্রাউন্ড ওয়ার্প ও শেষের দিকের ঝাঁপগুলোতে এক্সট্রা ওয়ার্প সুতা ঢ়ুকানো হয়।
  • গ্রাউন্ড ওয়ার্প ও এক্সট্রা ওয়ার্প সুতা গুলো কাপড়ের মধ্যে বিভিন্নভাবে সজ্জিত হতে পারে। যেমন- GEGEGGEEGGG ইত্যাদি। এখানে [ G= (Ground warp) E= Extra warp) ]

এক্সট্রা ওয়ার্প ডিজাইনের গঠনপ্রণালী?

  • কাপড়ের মধ্যে এক্সট্রা ওয়ার্প দ্বারা সৃষ্ট নকশার জন্য একটি মোটিফ বা স্পট প্রথমে ছক কাগজে অঙ্কন করতে হবে। 
  • এক্সট্রা ওয়ার্প ডিজাইন গঠনের জন্য প্রতি একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা ও স্পট এর উপর ভিত্তি করে ডিজাইনের রিপিটের আকার নির্দিষ্ট করতে হবে। 
  • আর যদি গ্রাউন্ড ওয়ার্প ও এক্সট্রা ওয়ার্প এর বিন্যাস ১ঃ১ হয়। তবে রিপিটের আকার হবে স্পটে ব্যবহৃত টানা সুতার সংখ্যার দ্বিগুণ এবং পড়েন সুতার সংখ্যা স্পটের পড়েন সুতার সংখ্যার সমান হবে।
  • এছাড়া রিপিট শনাক্ত করার পর ছক কাগজে এক্সট্রা ওয়ার্প ও গ্রাউন্ড ওয়ার্প চিহ্নিত করতে হবে। 
  • গ্রাউন্ড পিক্স গ্রাউন্ড ওয়ার্প ও এক্সট্রা ওয়ার্প উভয়ের সাথে বন্ধনীতে অংশগ্রহণ করে।
  • অতঃপর স্পটটিকে নির্দিষ্ট করে গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট দ্বারা প্লেইন ডিজাইন অঙ্কন করতে হবে। 
  • তবে লক্ষ রাখতে হবে যাতে স্পটের টানা সুতা যতটুকু ভাসা আছে ঠিক ততটুকুই ভাসা থাকে।
  • এভাবে ডিজাইনের পুরো রিপিটটি সম্পূর্ণ করা হয়ে থাকে।

এক্সট্রা ওয়ার্প ডিজাইনের ব্যবহার?

  • বিভিন্ন ধরনের অলংকৃত কাপড় তৈরিতে।
  • টাওয়াল তৈরিতে।
  • শাড়ির পাড় এবং জমিন উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  • চিকন কাপড় দ্বারা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
  • চাদর, ফার্নিশিং ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়।
Next Post Previous Post