লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন চালু করেন। তিনি নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব ন্যস্ত করেন। এবং কোম্পানিকে দেশ রক্ষা ও রাজস্ব আদায়ের ক্ষমতা প্রদান করেন। আর একেই দ্বৈত্য শাসন বলে অভিহিত করা হয়।
দ্বৈত শাসন
বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রচলন করেন?
ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় এসে দ্বৈত্য শাসন প্রচলন করেন।