দ্বৈত শাসন বলতে কি বুঝায়?

দ্বৈত শাসন বলতে কি বুঝায়?

লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন চালু করেন। তিনি নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব ন্যস্ত করেন। এবং কোম্পানিকে দেশ রক্ষা ও রাজস্ব আদায়ের ক্ষমতা প্রদান করেন। আর একেই দ্বৈত্য শাসন বলে অভিহিত করা হয়। 

দ্বৈত শাসন
দ্বৈত শাসন

বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রচলন করেন?

ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় এসে দ্বৈত্য শাসন প্রচলন করেন। 
Next Post Previous Post