ঐতিহাসিকগণের মতে কটন ফাইবার কোথায় এবং কোন সময় থেকে ব্যবহার হয়ে আসছে। তার সঠিক কোন ধরনের তথ্য পাওয়া যায় নি। তবে সম্প্রতি দলিল থেকে জানা যায় যে ৩৫০০ বছর পূর্বে ভারতবর্ষে তুলার উৎপাদন এবং প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে খ্রিস্টপূর্ব ৩৫০০ বছর এবং খ্রিস্টপূর্ব ৫০০ বছর হতে আমেরিকায় তুলার চাষ প্রচলিত ছিল। ঐতিহাসিকগণের মতে তুলার ব্যবহার প্রথম হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চল তথা আরব দেশগুলোতে। এক্ষেত্রে মিশরের স্থান শীর্ষে।
কটন ফাইবার |
তন্মধ্যে আমেরিকা, ভারত, আইল্যান্ড, রাশিয়া, ব্রাজিল, মিশর, সুদান এবং চীন তুলা উৎপাদনকারী দেশ। বর্তমানে বিশ্বব্যাপি তুলার ব্যাপক ব্যবহার শুরু হয় আঁশ থেকে যান্ত্রিকভাবে সুতা তৈরির পদ্ধতি আবিষ্কারের পর থেকে। যান্ত্রিক পদ্ধতিতে সুতা ও কাপড় তৈরীর উত্তরোত্তর উন্নত প্রযুক্তিসহ কাপড়ের রং, ছাপ ও ফিনিশিং প্রক্রিয়াগুলোর আধুনিক পদ্ধতি উদ্ভাবনের ফলে কাপড়ের বহুমুখী ব্যবহার সম্প্রসারিত হয়েছে যে আজকের উন্নত বিশ্বে তুলার ব্যবহার ব্যতিরেকে মানব কল্যাণের কোন দিককে বিছিন্ন ভাবা যায় না।
বাংলাদেশে প্রাচীন কাল থেকে তুলার চাষ হয়ে আসছে। কিন্তু উক্ত তুলা দ্বারা কখনো বাণিজ্যিকভাবে সুতা প্রস্তুত হয়নি। কেননা বাংলাদেশের তৈরি তুলার আঁশের দৈর্ঘ্য ছিল খুবই নগণ্য। বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড আমেরিকা থেকে তুলা বীজ এনে তা দ্বারা সংকে বীজ তৈরি করে বাংলাদেশ ব্যাপকভাবে তুলা চাষ শুরু করেছে।