সুতার ইভেননেস কি?

সুতার ইভেননেস কি?

সুতার ইভেননেস অর্থ হল সুতার সুষমতা। টেক্সটাইল পণ্যসামগ্রী যেমন সুতা বা কাপড় তৈরির জন্য বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন স্তরে ব্যবহার করা হয়। সুতার তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থা, অসংখ্য ফাইবারের বিভিন্ন গুণাবলী, আবহাওয়া ও অনাকাঙ্ক্ষিত দ্রব্যের উপস্থিতি ইত্যাদি সুতার ইভেননেসকে প্রভাবিত করে। তথাপিও একজন দক্ষ স্পিনারের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এ সকল প্রতিকূল অবস্থা হতেও এমন একটি সুতা তৈরি করা। 
সুতার ইভেননেস
সুতার ইভেননেস

যার একক দৈর্ঘ্যের ওজনে, ব্যাসে, প্রতি ইঞ্চিতে পাকসংখ্যা, শক্তি, রঙ এবং অন্যান্য গুণাগুণ একই রকম হয়। অর্থাৎ সমরুপ হয়। তাছাড়া সুতার এ সমরুপ গুণাবলি অর্থাৎ ইউনিফর্মটিকেই ইভেননেস বা সুষমতা বলে। সুতার ইভেননেস যেহেতু টেক্সটাইল শিল্পের অন্যান্য শাখাকে প্রভাবিত করে তাই সাধারণত সুতার ইভেননেস পরিক্ষা করা হয়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন