জিগজ্যাগ টুইলের ব্যবহার?

জিগজ্যাগ টুইল
জিগজ্যাগ টুইল

জিগজ্যাগ টুইলের ব্যবহার? 

  • সার্টিং-স্যুটিং ও অন্যান্য পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। 
  • রুমাল তৈরিতে ব্যবহৃত হয়।
  • সাটিন কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। সীটিন কাপড় তৈরিতেও ব্যবহৃত হয়। গ্রামীন চেক টাওয়েল, ভি.আই.পি কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়।
  • গালিচা তৈরিতে জিগজ্যাগ টুইল ব্যবহৃত হয়। 
  • টুইল উইভ তৈরিতে ব্যবহৃত হয়।
  • ফার্নিশিং ক্লথ তৈরিতে জিগজ্যাগ টুইল মাঝে মাঝে ব্যবহৃত হয়।
  • ঢেউখেলানো কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। 
  • ব্যান্ডেজ কাপড় তৈরিতে ব্যবহৃত হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন