|
ভিসকোস রেয়ন ফাইবার
|
ভিসকোস রেয়ন ফাইবারের ব্যবহার?
ভিসকোস রেয়ন ফাইবারের ব্যবহারসমূহ হলঃ- এককভাবে অথবা ব্লেন্ডেড অবস্থায় ইহা দ্বারা সকল ধরনের পোশাক তৈরি করা হয়। মহিলাদের পোশাক ছাড়াও শাড়ি যেমনঃ জর্জেট, শিফন, সাটিন, ক্রেপস, ভেলভেট ইত্যাদিতে ব্যবহার করা হয়।
- মথ ও মিলডিউ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এমন পোশাক তৈরিতে ভিসকোস রেয়ন ফাইবার ব্যবহার করা হয়।
- বাড়িতে সজ্জামূলক ও ফার্নিশিং কাপড় হিসাবে পর্দা, টেবিল ক্লথ, বেড শিট, কুশন কভার, সোভা কভার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
- ব্লেন্ডেড পোশাক যেমন কটন, পলিয়েস্টার, সিল্ক ইত্যাদি ব্লেন্ডেড করে পোশাক তৈরিতে ভিসকোস রেয়ন ফাইবার ব্যবহার করা হয়।
- সিনথেটিক ফাইবারের সাথে ব্লেন্ডড করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়।
- Medi Textile, Home Farnishing ইত্যাদি তৈরিতে ভিসকোস রেয়ন ফাইবার ব্যবহার করা হয়।
- ব্যাকটেরিয়া প্রতিরোধক পোশাক তৈরিতে ভিসকোস রেয়ন ফাইবার ব্যবহার করা হয়।
- স্যাপল ফাইবার বিভিন্ন ধরনের নন-ওভেন কাপড় তৈরিতে, সার্জিক্যাল কাপড়, হসপিটাল গাউন, স্যানিটারি, ন্যাপকিন, অ্যাট্রেক্স কভার ইত্যাদিতে ব্যবহার করা হয়।